ETV Bharat / bharat

এগজ়িট পোল সমীক্ষা সব ভুল : শশী থারুর - exit poll reports

নির্বাচন পরবর্তী এগজ়িট পোল সমীক্ষায় দেখা গেছে BJP পরিচালিত NDA ফের সরকার গঠন করতে চলেছে । এই সমস্ত বুথ ফেরত সমীক্ষাকেই "ভুল" বলে টুইট করেছেন কংগ্রেস নেতা শশী থারুর । সেইসঙ্গে উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের প্রসঙ্গ তুলে ধরেছেন ।

শশী থারুর
author img

By

Published : May 20, 2019, 7:08 PM IST

দিল্লি, 20 মে : শেষ দফার নির্বাচনের পর গতকাল বিভিন্ন এগজ়িট পোলের সমীক্ষা NDA (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স)-কে এগিয়ে রেখেছে । বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, অনেক বেশি সংখ্যক আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে BJP নেতৃত্বাধীন NDA জোট । এই প্রসঙ্গেই কংগ্রেস নেতা শশী থারুর একটি টুইট করেন । সেখানে তিনি বলেন, "আমি বিশ্বাস করি এগজ়িট পোলের সমীক্ষা সব ভুল । গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় 56টি বিভিন্ন এগজ়িট পোলের সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছিল । আমাদের দেশে অনেকেই সরকারের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান । তাই যাঁরা এই সমীক্ষা করেন তাঁদের সামনে সত্যি বলেন না । তাই সঠিক ফলাফলের জন্য আমাদের 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ।" এবারের নির্বাচনে শশী থারুর তৃতীয় বারের জন্য কেরালার তিরুবনন্তপুরম লোকসভা আসন থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

এগজ়িট পোল যে ভুল হতে পারে, সেই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের উদাহরণ তুলে ধরেন শশী থারুর । মরিসন সমস্ত এগজ়িট পোলের সমীক্ষাকে ভুল প্রমাণিত করেন ।

উল্লেখ্য, এগজ়িট পোলের সমীক্ষা 542 আসনের মধ্যে প্রায় 300 আসনে BJP-নেতৃত্বাধীন NDA-কে এগিয়ে রেখেছে । অন্যদিকে কংগ্রেস ও তার জোটসঙ্গীরা 120টির আশপাশে আসন পেতে পারে ।

এই বুথ ফেরত সমীক্ষা নিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ টুইট করে বলেন, "প্রতিটি এগজ়িট পোলের সমীক্ষা অবশ্য ভুল হতে পারে না ।"

তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্য এগজ়িট পোলের এই সমীক্ষাকে মান্যতা দেননি । তাঁদের বক্তব্য, অতীতেও দেখা গেছে এই ধরনের অ্যানালিসিস ভুল প্রমাণিত হয়েছে । নাইডু টুইট করে বলেন, "পুনরায় এগজ়িট পোল জনমত বুঝতে ভুল করেছে । অনেক ক্ষেত্রেই দেখা গেছে এগজ়িট পোল ভুল প্রমাণিত হয়েছে এবং বাস্তবিক জনমতের সঙ্গে তার কোনও মিল নেই । " অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, "আমি এগজ়িট পোলের এইসব গসিপ বিশ্বাস করি না । পরিকল্পনা হল এই সব গসিপ করে হাজার হাজার EVM-এ কারচুপি করা । আমি সমস্ত বিরোধী দলগুলিকে এক, শক্তিশালী হতে আবেদন করছি । আমরা সবাই মিলিতভাবে লড়াই করব । "

দিল্লি, 20 মে : শেষ দফার নির্বাচনের পর গতকাল বিভিন্ন এগজ়িট পোলের সমীক্ষা NDA (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স)-কে এগিয়ে রেখেছে । বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, অনেক বেশি সংখ্যক আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে BJP নেতৃত্বাধীন NDA জোট । এই প্রসঙ্গেই কংগ্রেস নেতা শশী থারুর একটি টুইট করেন । সেখানে তিনি বলেন, "আমি বিশ্বাস করি এগজ়িট পোলের সমীক্ষা সব ভুল । গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় 56টি বিভিন্ন এগজ়িট পোলের সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছিল । আমাদের দেশে অনেকেই সরকারের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান । তাই যাঁরা এই সমীক্ষা করেন তাঁদের সামনে সত্যি বলেন না । তাই সঠিক ফলাফলের জন্য আমাদের 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ।" এবারের নির্বাচনে শশী থারুর তৃতীয় বারের জন্য কেরালার তিরুবনন্তপুরম লোকসভা আসন থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

এগজ়িট পোল যে ভুল হতে পারে, সেই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের উদাহরণ তুলে ধরেন শশী থারুর । মরিসন সমস্ত এগজ়িট পোলের সমীক্ষাকে ভুল প্রমাণিত করেন ।

উল্লেখ্য, এগজ়িট পোলের সমীক্ষা 542 আসনের মধ্যে প্রায় 300 আসনে BJP-নেতৃত্বাধীন NDA-কে এগিয়ে রেখেছে । অন্যদিকে কংগ্রেস ও তার জোটসঙ্গীরা 120টির আশপাশে আসন পেতে পারে ।

এই বুথ ফেরত সমীক্ষা নিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ টুইট করে বলেন, "প্রতিটি এগজ়িট পোলের সমীক্ষা অবশ্য ভুল হতে পারে না ।"

তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্য এগজ়িট পোলের এই সমীক্ষাকে মান্যতা দেননি । তাঁদের বক্তব্য, অতীতেও দেখা গেছে এই ধরনের অ্যানালিসিস ভুল প্রমাণিত হয়েছে । নাইডু টুইট করে বলেন, "পুনরায় এগজ়িট পোল জনমত বুঝতে ভুল করেছে । অনেক ক্ষেত্রেই দেখা গেছে এগজ়িট পোল ভুল প্রমাণিত হয়েছে এবং বাস্তবিক জনমতের সঙ্গে তার কোনও মিল নেই । " অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, "আমি এগজ়িট পোলের এইসব গসিপ বিশ্বাস করি না । পরিকল্পনা হল এই সব গসিপ করে হাজার হাজার EVM-এ কারচুপি করা । আমি সমস্ত বিরোধী দলগুলিকে এক, শক্তিশালী হতে আবেদন করছি । আমরা সবাই মিলিতভাবে লড়াই করব । "

Lucknow (UP), May 10 (ANI): Bahujan Samaj Party (BSP) supremo Mayawati on Friday lashed out at Prime Minister Narendra Modi over his accusation that 'mahagathbandhan' is casteist. She said, "PM Modi is not an Other Backward Class (OBC) since birth that is why he has not gone through the pain that they go through. He should have not given 'jaativaad' (casteism) comment on our 'gathbandhan." "If by chance Modi was OBC, would RSS have let him become the PM?" BSP chief then asked.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.