ETV Bharat / bharat

মহারাষ্ট্র-হরিয়ানায় গেরুয়া ঝড়ে ধরাশায়ী হবেন বিরোধীরা, বলছে সমীক্ষা - মহারাষ্ট্র

মহারাষ্ট্র ও হরিয়ানায় গেরুয়া ঝড়ে উড়ে যেতে পারেন প্রতিপক্ষ, বলছে বুথফেরত সমীক্ষা ৷

মহারাষ্ট্র-হরিয়ানায় গেরুয়া ঝড়ে ধরাশায়ী হবেন বিরোধীরা, বলছে সমীক্ষা
author img

By

Published : Oct 22, 2019, 6:22 AM IST

দিল্লি, 22 অক্টোবর : ফের গেরুয়া ঝড়ে উড়ে যাবেন বিরোধীরা ৷ মহারাষ্ট্র, হরিয়ানা দুই রাজ্যেই ফুটছে পদ্ম মনে করা হচ্ছে এমনই ৷ বেশ কয়েকটি বুথফেরত সমীক্ষা অনুযায়ী, BJP-শিবসেনা জোটের কাছে মহারাষ্ট্রে গেরুয়া বাহিনীর কাছে ধরাশায়ী হতে চলেছেন বিরোধীরা ৷ একই চিত্র হরিয়ানার ক্ষেত্রেও ৷

একটি বুথফেরত সমীক্ষা বলছে, মহারাষ্ট্রের 166 থেকে 194টি আসনের কাছাকাছি ভোট পাবেন দেবেন্দ্র ফড়নবীশরা ৷ কোনও কোনও সমীক্ষায় বলা হয়েছে 211টি পর্যন্ত আসন পেতে পারে নরেন্দ্র মোদির দল অন্যদিকে কংগ্রেস-NCP জোট 70 থেকে 90টি আসন পাওয়ার কথা ৷ হরিয়ানার ক্ষেত্রে 90টি আসনের মধ্যে BJP 66 থেকে 69টি দখল করবে বলে জানাচ্ছে সমীক্ষা ৷ অথচ 2014 সালে 47টি আসনে জয়ী হয়েছিল BJP ৷ আসন সংখ্যা আরও অনেকটাই বাড়ার ইঙ্গিত দিয়েছে বুথফেরত সমীক্ষা ৷ RSS সদস্য মনোহরলাল খট্টরের রাজ্যেও যে পদ্মই শোভা পাবে, এমনটাও জানিয়েছে সমীক্ষাগুলি ৷

দেশের বেহাল অর্থনীতি, একের পর এক কৃষকের আত্মহত্যা, দেশজুড়ে গণপিটুনিতে হত্যা, বেকারত্বের মতো ইশুগুলিকেই প্রচারের হাতিয়ার করেছিলেন বিরোধীরা ৷ কিন্তু BJP বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এলে তা বিরোধীদের পক্ষে বড়সড় ধাক্কা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ বৃহস্পতিবার ফল প্রকাশের পরই ছবিটা স্পষ্ট হবে এতে কোনও সন্দেহ নেই ৷

আজ দুই রাজ্যেই গত বারের চেয়ে কম ভোট পড়েছে । গতবছর তিন রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল মাথায় রেখে প্রচারে কোনও ঘাটতি রাখেনি BJP। ভোটগ্রহণ শেষের পর বেশ কয়েকটি সংবাদ সংস্থা বুথফেরত সমীক্ষার কথা জানায় ৷ প্রতিটি সমীক্ষাই বলছে লোকসভা নির্বাচনের মতোই গেরুয়া ঝড়ে উড়ে যেতে পারেন বিরোধীরা ৷ লোকসভার ফলের প্রভাবই কাটিয়ে উঠতে পারেননি বিরোধীরা ৷ তাদের অগোছালো মনোভাবই আরও খানিকটা এগিয়ে দিয়েছে হয়তো BJP-কে ৷ সেক্ষেত্রে আবারও বিপুল পরিমাণ জনসমর্থন BJP-র পক্ষে গেলে তা বিরোধীদের আরও বেশি করে সমস্যায় ফেলবে বলেই মনে করা হচ্ছে ৷

দিল্লি, 22 অক্টোবর : ফের গেরুয়া ঝড়ে উড়ে যাবেন বিরোধীরা ৷ মহারাষ্ট্র, হরিয়ানা দুই রাজ্যেই ফুটছে পদ্ম মনে করা হচ্ছে এমনই ৷ বেশ কয়েকটি বুথফেরত সমীক্ষা অনুযায়ী, BJP-শিবসেনা জোটের কাছে মহারাষ্ট্রে গেরুয়া বাহিনীর কাছে ধরাশায়ী হতে চলেছেন বিরোধীরা ৷ একই চিত্র হরিয়ানার ক্ষেত্রেও ৷

একটি বুথফেরত সমীক্ষা বলছে, মহারাষ্ট্রের 166 থেকে 194টি আসনের কাছাকাছি ভোট পাবেন দেবেন্দ্র ফড়নবীশরা ৷ কোনও কোনও সমীক্ষায় বলা হয়েছে 211টি পর্যন্ত আসন পেতে পারে নরেন্দ্র মোদির দল অন্যদিকে কংগ্রেস-NCP জোট 70 থেকে 90টি আসন পাওয়ার কথা ৷ হরিয়ানার ক্ষেত্রে 90টি আসনের মধ্যে BJP 66 থেকে 69টি দখল করবে বলে জানাচ্ছে সমীক্ষা ৷ অথচ 2014 সালে 47টি আসনে জয়ী হয়েছিল BJP ৷ আসন সংখ্যা আরও অনেকটাই বাড়ার ইঙ্গিত দিয়েছে বুথফেরত সমীক্ষা ৷ RSS সদস্য মনোহরলাল খট্টরের রাজ্যেও যে পদ্মই শোভা পাবে, এমনটাও জানিয়েছে সমীক্ষাগুলি ৷

দেশের বেহাল অর্থনীতি, একের পর এক কৃষকের আত্মহত্যা, দেশজুড়ে গণপিটুনিতে হত্যা, বেকারত্বের মতো ইশুগুলিকেই প্রচারের হাতিয়ার করেছিলেন বিরোধীরা ৷ কিন্তু BJP বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এলে তা বিরোধীদের পক্ষে বড়সড় ধাক্কা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ বৃহস্পতিবার ফল প্রকাশের পরই ছবিটা স্পষ্ট হবে এতে কোনও সন্দেহ নেই ৷

আজ দুই রাজ্যেই গত বারের চেয়ে কম ভোট পড়েছে । গতবছর তিন রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল মাথায় রেখে প্রচারে কোনও ঘাটতি রাখেনি BJP। ভোটগ্রহণ শেষের পর বেশ কয়েকটি সংবাদ সংস্থা বুথফেরত সমীক্ষার কথা জানায় ৷ প্রতিটি সমীক্ষাই বলছে লোকসভা নির্বাচনের মতোই গেরুয়া ঝড়ে উড়ে যেতে পারেন বিরোধীরা ৷ লোকসভার ফলের প্রভাবই কাটিয়ে উঠতে পারেননি বিরোধীরা ৷ তাদের অগোছালো মনোভাবই আরও খানিকটা এগিয়ে দিয়েছে হয়তো BJP-কে ৷ সেক্ষেত্রে আবারও বিপুল পরিমাণ জনসমর্থন BJP-র পক্ষে গেলে তা বিরোধীদের আরও বেশি করে সমস্যায় ফেলবে বলেই মনে করা হচ্ছে ৷

Amritsar (Punjab), Oct 21 (ANI): As the first rays of sun descend over earth, the volunteers in gurdwaras gear up to prepare the first meal of the day. The volunteers- cutting across the different socio-economic identities participate in the service which essentially comprise preparing food for all who visit the holy place. Even the tourists coming from foreign countries love to offer their services at Langar and no matter how small or big the work is, they do it happily and devotedly. Golden temple, the holiest Sikh shrine in the Amritsar city of Punjab runs the biggest community kitchen in India, known as Ramdas community Kitchen where an estimated 5,000 people are indulged in this selfless service. The Langar runs 24x7 and feeds around 1, 00,000 people every day, who sit together in queues, and enjoy the food served to them. The tradition of Langar is said to be started by Guru Nanak Dev, the first guru of Sikhs, during the time when caste system had created a permanent divide in the people of the society. It helped in providing a common place where people, irrespective of their gender, religion or caste could sit and dine together, thereby upholding the idea of equality. The tradition was later imbibed and honored by all the successors of Guru Nanak Dev. Today every Gurudwara has this langar service and anyone irrespective of caste and the community can contribute to this service.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.