ETV Bharat / bharat

শারীরিক অবস্থার উন্নতি হয়নি, এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায় - প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা

প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটজনক ৷ হাসপাতালে ভেন্টিলটর সাপোর্টেই রয়েছেন তিনি ৷

PRANAB
প্রণব মুখোপাধ্যায়
author img

By

Published : Aug 12, 2020, 5:04 PM IST

Updated : Aug 12, 2020, 6:33 PM IST

দিল্লি, 12 অগাস্ট : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়নি ৷ সংকটেই রয়েছেন তিনি । দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ৷ তাঁর শারীরিক অবস্থার উন্নতির কোনও ইঙ্গিত নেই বলে হাসপাতাল থেকে প্রকাশিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে । তিনি এখনও ভেন্টিলটর সাপোর্টেই রয়েছেন ৷

হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটজনক ৷ ভেন্টিলেটরের মাধ্যমে তাঁকে স্থিতাবস্থায় রাখা হয়েছে ৷" হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের মাধ্যমে জমাট বাঁধা রক্ত বের করা সম্ভব হলেও যে জায়গায় অস্ত্রোপচার করা হয়েছে সেখান থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না ৷

এই সংক্রান্ত আরও খবর : মাথায় সফল অস্ত্রোপচার, ভেন্টিলেশনে প্রণব মুখোপাধ্যায়

সংকটজনক অবস্থায় 10 অগাস্ট আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে । আঘাত লাগার কারণে মাথায় রক্ত জমাট বেঁধে যায় । এরপর তাঁর অস্ত্রোপচার করা হয় । কিন্তু, তার পরও বিপদ কাটেনি । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় ।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতির মাথার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে । জমাট বাঁধা রক্ত বের করা গেছে । পর্যবেক্ষণে রয়েছেন তিনি । এরপর হাসপাতালের তরফে জানানো হয়, এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায় ।

দিল্লি, 12 অগাস্ট : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়নি ৷ সংকটেই রয়েছেন তিনি । দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ৷ তাঁর শারীরিক অবস্থার উন্নতির কোনও ইঙ্গিত নেই বলে হাসপাতাল থেকে প্রকাশিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে । তিনি এখনও ভেন্টিলটর সাপোর্টেই রয়েছেন ৷

হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটজনক ৷ ভেন্টিলেটরের মাধ্যমে তাঁকে স্থিতাবস্থায় রাখা হয়েছে ৷" হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের মাধ্যমে জমাট বাঁধা রক্ত বের করা সম্ভব হলেও যে জায়গায় অস্ত্রোপচার করা হয়েছে সেখান থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না ৷

এই সংক্রান্ত আরও খবর : মাথায় সফল অস্ত্রোপচার, ভেন্টিলেশনে প্রণব মুখোপাধ্যায়

সংকটজনক অবস্থায় 10 অগাস্ট আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে । আঘাত লাগার কারণে মাথায় রক্ত জমাট বেঁধে যায় । এরপর তাঁর অস্ত্রোপচার করা হয় । কিন্তু, তার পরও বিপদ কাটেনি । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় ।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতির মাথার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে । জমাট বাঁধা রক্ত বের করা গেছে । পর্যবেক্ষণে রয়েছেন তিনি । এরপর হাসপাতালের তরফে জানানো হয়, এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায় ।

Last Updated : Aug 12, 2020, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.