ETV Bharat / bharat

মোদি বিরোধী কয়েকটি দল দেশকে ঘৃণা করতে শুরু করেছে : মোদি - narendra modi attacks opposition

"সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানিয়েছে বিশ্ব। অথচ কয়েকটি দল সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই নিয়ে সন্দেহ প্রকাশ করছে।" বিরোধীদের আক্রমণ করে আজ তামিলনাড়ুর কন্যাকুমীরতে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

modi
author img

By

Published : Mar 1, 2019, 4:48 PM IST

কন্যাকুমারী, ১ মার্চ : "মোদি বিরোধী কয়েকটি দল ভারতকে ঘৃণা করতে শুরু করেছে। যখন পুরো দেশ আমাদের সেনাকে সমর্থন করছে, তখন তারা সন্দেহপ্রকাশ করছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানিয়েছে বিশ্ব। অথচ কয়েকটি দল সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই নিয়ে সন্দেহ প্রকাশ করছে।" বিরোধীদের আক্রমণ করে আজ তামিলনাড়ুর কন্যাকুমীরতে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি আরও বলেন, "এরাই সেইসব লোক যাঁদের বক্তব্য পাকিস্তানকে সাহায্য করে আর ভারতের ক্ষতি করে। তাঁদের বক্তব্য পাকিস্তানের সংসদে তুলে ধরা হয়। পাকিস্তানের রেডিয়োতে শোনানো হয়। আমি তাঁদের প্রশ্ন করতে চাই, আপনারা আমাদের সেনাকে সমর্থন করেন না কি সন্দেহ করেন ?"

কন্যাকুমারীতে জনসভা থেকে পূর্বতন UPA সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, "২০০৮ সালে মুম্বই হামলার পর দেশবাসী আশা করেছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু, কিছু করা হয়নি। আর উরি এবং পুলওয়ামা হামলার পর আপনারা সবাই দেখেছেন আমাদের সাহসী জওয়ানরা কী করেছেন। যাঁরা দেশের সেবা করেন তাঁদের সেলাম জানাই।"

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এবং উইং কমান্ডার অভিনন্দনের প্রসঙ্গ উল্লেখ করে মোদি বলেন,প্রত্যেক ভারতীয় গর্বিত যে উইং কমান্ডার অভিনন্দন তামিলনাড়ুর বাসিন্দা। আমি গর্বিত যে ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন তামিলনাড়ুর।

undefined

কন্যাকুমারী, ১ মার্চ : "মোদি বিরোধী কয়েকটি দল ভারতকে ঘৃণা করতে শুরু করেছে। যখন পুরো দেশ আমাদের সেনাকে সমর্থন করছে, তখন তারা সন্দেহপ্রকাশ করছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানিয়েছে বিশ্ব। অথচ কয়েকটি দল সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই নিয়ে সন্দেহ প্রকাশ করছে।" বিরোধীদের আক্রমণ করে আজ তামিলনাড়ুর কন্যাকুমীরতে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি আরও বলেন, "এরাই সেইসব লোক যাঁদের বক্তব্য পাকিস্তানকে সাহায্য করে আর ভারতের ক্ষতি করে। তাঁদের বক্তব্য পাকিস্তানের সংসদে তুলে ধরা হয়। পাকিস্তানের রেডিয়োতে শোনানো হয়। আমি তাঁদের প্রশ্ন করতে চাই, আপনারা আমাদের সেনাকে সমর্থন করেন না কি সন্দেহ করেন ?"

কন্যাকুমারীতে জনসভা থেকে পূর্বতন UPA সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, "২০০৮ সালে মুম্বই হামলার পর দেশবাসী আশা করেছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু, কিছু করা হয়নি। আর উরি এবং পুলওয়ামা হামলার পর আপনারা সবাই দেখেছেন আমাদের সাহসী জওয়ানরা কী করেছেন। যাঁরা দেশের সেবা করেন তাঁদের সেলাম জানাই।"

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এবং উইং কমান্ডার অভিনন্দনের প্রসঙ্গ উল্লেখ করে মোদি বলেন,প্রত্যেক ভারতীয় গর্বিত যে উইং কমান্ডার অভিনন্দন তামিলনাড়ুর বাসিন্দা। আমি গর্বিত যে ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন তামিলনাড়ুর।

undefined

Abu Dhabi (UAE), Mar 01 (ANI): Union External Affairs Minister Sushma Swaraj addressed at Organisation of Islamic Cooperation (OIC) conclave as the Guest of Honour. While delivering her speech, EAM Swaraj said, "OIC members constitute 1/4th of the United Nations and almost a quarter of humanity. India shares much with you, many of us have shared dark days of colonialism. Many of us saw the light of freedom and ray of hope at the same time, we have stood together in solidarity in our quest for dignity and equality".
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.