ETV Bharat / bharat

2019 বুঝিয়ে দিল জনাদেশ উপেক্ষা করা ঠিক না - election

370 ধারা প্রত্যাহার থেকে নাগরিক (সংশোধনী) আইন । বিরোধিতায় সরব গোটা দেশ । এমনই বেশ কিছু স্মৃতি নিয়ে শেষ হচ্ছে 2019 । এই সাল বুঝিয়ে দিল, জনগনের আদেশ উপেক্ষা করা ঠিক নয় ।

জনাদেশ
জনাদেশ
author img

By

Published : Dec 31, 2019, 10:42 AM IST

অনেক কিছু স্মৃতি নিয়ে 2019 সালটা শেষ হচ্ছে । এর মধ্যে কিছু ভাল, কিছু খারাপ । এই বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বধীন সরকার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এল । এছাড়াও রয়েছে একাধিক উল্লেখযোগ্য ঘটনা ।

এ বছর সাংবিধানিক এবং আইনগত ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন চোখে পড়ে । 2019 সালে এই সকল পরিবর্তন নিঃসন্দেহে বড় দিকচিহ্ন স্বরূপ । রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বর্তমান সরকার সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে । BJP-র অধিকাংশ সিদ্ধান্ত বিস্ময় তৈরি করেছে, এই সকল সিদ্ধান্তের মধ্যে অন্যতম হল CAA।

এ বছরের অন্যতম ঐতিহাসিক ঘটনা তিন তালাক নিয়ে সরকারের পদক্ষেপ । তিন তালাক বিষয়টি নিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে যে বিপুল প্রতিক্রিয়ার আশঙ্কা করা গেছিল, তেমনটা হয়নি । এতদিন সব সরকার কোনও ধর্মের ক্ষেত্রে হস্তক্ষেপের আগে বার বার চিন্তা করত, অনেক ক্ষেত্রেই বিষয়টি নিয়ে পাশ কাটিয়ে যেত । কিন্তু, BJP সরকার বহু দিন ধরে চলে আসা এই আইনের বিরুদ্ধে পদক্ষেপ করতে সচেষ্ট হয় । অমানবিক-অপরিবর্তনীয়-সংকীর্ণ-নারী বিরোধী এই রীতির বিরুদ্ধে পদক্ষেপ করে । এই অমনাবিক রীতির বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই পাশ হয়ে যায় নয়া বিল । সরকারের এই জাতীয়তাবাদী পদক্ষেপের ফলে বিরোধীদের অনেক প্রশ্ন-বিরোধীতা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে । বিরোধীদের কোনও সমালোচনার সুযোগ না দিয়েই এই বিল পাশ করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার ।

এই সরকারের আর একটি গুরুত্বপূর্ণ-ঐতিহাসিক পদক্ষেপ 370 ধারা প্রত্যাহার । যার পরিকল্পনাটি ছিল নিখুঁত । একই সঙ্গে বলতে হয় 370 ধারা প্রত্যাহারের পরবর্তী অশান্তি রুখতে সরকারের পদক্ষেপ ছিল প্রশংসাযোগ্য । সরকারের নিখুঁত পদক্ষেপর ফলে যা আশঙ্কা করা হয়েছিল তার পাঁচ শতাংশ অশান্তিও হয়নি । পরিকল্পনা এবং নিরাপত্তার কঠোরতা এতটাই মজবুত ছিল যে, প্রথম কয়েকটা সপ্তাহ কোনও সভা-সমিতি-সমাবেশ করার অনুমতি ছিল না । ফোন-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে গুজব ছড়ানোর মতো পরিস্থিতি পুরোপুরি রুখে দেওয়া হয়েছিল । যাতে কোনওরকম উষ্কানিতে প্ররোচনা দিতে না পারেন, সে জন্য সব রাজনৈতিক নেতৃত্বকে গৃহবন্দি করা হয় । 370 ধারা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীরকে দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় ।

এখনও বেশ কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ রয়েছে, নাগাড়ে এতদিন ইন্টারনেট বন্ধ- খুব সম্ভবত বিশ্বে প্রথম । বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সমালোচনা করেছে । ভারতের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে পাকিস্তান । চিন-তুরস্ক-মালয়েশিয়ার সঙ্গে জোট বাধার চেষ্টা করেছিল, যাতে ভারত-বিরোধিতাকে আরও তীব্র করা যায় ।

হিন্দু-মুসলিম ধর্মের অন্যতম প্রাচীন বিরোধ রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক অত্যন্ত সক্রিয়তার সঙ্গে সমাধান করা হয় । বেশ কিছু মুসলিম পণ্ডিত বিষয়টি নিয়ে বিরুদ্ধ মতের কথা বলছিলেন, কিন্তু হিন্দু বা মুসলমান কোনওপক্ষকেই অসন্তুষ্ট না করে একটি সমাধান সূত্র বের করা সম্ভব হয় । হিন্দুদের দাবি মতো মন্দির বা মুসলিমদের কথা মতো মসজিদ তৈরির বিষয়টির দিকেও নজর দেওয়া হয় ।

বলতেই হবে নাগরিকত্ব (সংশোধনী) আইন পাশ করার ব্যাপারে সরকারের ভূমিকার কথা । এই আইনটি কোনও নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রতি নয়, সামগ্রিক ভাবে দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে পাশ করা হয় । এই আইনের ফলে দেশের একটা বড় অংশের মানুষের মনে হয়েছে তাঁদের নাগরিকত্ব সুরক্ষিত নয়, তবে এই আশঙ্কা ঠিক নয় ।

পরিশেষে একটা কথা বলতেই হবে, নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এ মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরর্বতন আনা হয় । 2014 সালে 31 ডিসেম্বরের আগে পাকিস্তান-আফগানিস্তান-বাংলাদেশ থেকে যে সব অ-মুসলিমরা ভারতে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দেয় এই আইন । এর প্রতিবাদে গর্জ ওঠেন দেশের নানা প্রান্তের মানুষ । উত্তর প্রদেশে ছবিটা সব থেকে ভয়ঙ্কর, প্রতিবাদ জানাতে গিয়ে সেখানে প্রাণ হারান 20 জন ।

সংসদের উভয় কক্ষে বিল পাশ হওয়ার পর একটি টিভি সাক্ষাত্কারে বিষয়টি নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ফের একবার দেশের ধর্ম নিরপেক্ষ চরিত্রটা তুলে ধরেন । মুসলিমদের এদেশ থেকে বের করে দেওয়া বা তাদের নাগরিকত্ব না দেওয়ার বিষয়ে একটি জল্পনা তৈরি হয়েছিল । কিন্তু, কেন্দ্রীয় মন্ত্রী বার বার গুজবে কান দেওয়ার কথা বলেন । বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় । একটি খুব খারাপ রাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করে । শুরু হয় বিরোধিতা । স্বাভাবিক ভাবেই সরকার একাধিক সমালোচনার মুখোমুখি হয় ।

উপরের আলোচনা থেকে একটা কথা বলা চলে, জনাদেশ কখনই উপেক্ষা করা উচিত নয় ।


বিলাল ভাট
সাংবাদিক, ETV ভারত

অনেক কিছু স্মৃতি নিয়ে 2019 সালটা শেষ হচ্ছে । এর মধ্যে কিছু ভাল, কিছু খারাপ । এই বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বধীন সরকার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এল । এছাড়াও রয়েছে একাধিক উল্লেখযোগ্য ঘটনা ।

এ বছর সাংবিধানিক এবং আইনগত ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন চোখে পড়ে । 2019 সালে এই সকল পরিবর্তন নিঃসন্দেহে বড় দিকচিহ্ন স্বরূপ । রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বর্তমান সরকার সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে । BJP-র অধিকাংশ সিদ্ধান্ত বিস্ময় তৈরি করেছে, এই সকল সিদ্ধান্তের মধ্যে অন্যতম হল CAA।

এ বছরের অন্যতম ঐতিহাসিক ঘটনা তিন তালাক নিয়ে সরকারের পদক্ষেপ । তিন তালাক বিষয়টি নিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে যে বিপুল প্রতিক্রিয়ার আশঙ্কা করা গেছিল, তেমনটা হয়নি । এতদিন সব সরকার কোনও ধর্মের ক্ষেত্রে হস্তক্ষেপের আগে বার বার চিন্তা করত, অনেক ক্ষেত্রেই বিষয়টি নিয়ে পাশ কাটিয়ে যেত । কিন্তু, BJP সরকার বহু দিন ধরে চলে আসা এই আইনের বিরুদ্ধে পদক্ষেপ করতে সচেষ্ট হয় । অমানবিক-অপরিবর্তনীয়-সংকীর্ণ-নারী বিরোধী এই রীতির বিরুদ্ধে পদক্ষেপ করে । এই অমনাবিক রীতির বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই পাশ হয়ে যায় নয়া বিল । সরকারের এই জাতীয়তাবাদী পদক্ষেপের ফলে বিরোধীদের অনেক প্রশ্ন-বিরোধীতা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে । বিরোধীদের কোনও সমালোচনার সুযোগ না দিয়েই এই বিল পাশ করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার ।

এই সরকারের আর একটি গুরুত্বপূর্ণ-ঐতিহাসিক পদক্ষেপ 370 ধারা প্রত্যাহার । যার পরিকল্পনাটি ছিল নিখুঁত । একই সঙ্গে বলতে হয় 370 ধারা প্রত্যাহারের পরবর্তী অশান্তি রুখতে সরকারের পদক্ষেপ ছিল প্রশংসাযোগ্য । সরকারের নিখুঁত পদক্ষেপর ফলে যা আশঙ্কা করা হয়েছিল তার পাঁচ শতাংশ অশান্তিও হয়নি । পরিকল্পনা এবং নিরাপত্তার কঠোরতা এতটাই মজবুত ছিল যে, প্রথম কয়েকটা সপ্তাহ কোনও সভা-সমিতি-সমাবেশ করার অনুমতি ছিল না । ফোন-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে গুজব ছড়ানোর মতো পরিস্থিতি পুরোপুরি রুখে দেওয়া হয়েছিল । যাতে কোনওরকম উষ্কানিতে প্ররোচনা দিতে না পারেন, সে জন্য সব রাজনৈতিক নেতৃত্বকে গৃহবন্দি করা হয় । 370 ধারা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীরকে দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় ।

এখনও বেশ কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ রয়েছে, নাগাড়ে এতদিন ইন্টারনেট বন্ধ- খুব সম্ভবত বিশ্বে প্রথম । বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সমালোচনা করেছে । ভারতের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে পাকিস্তান । চিন-তুরস্ক-মালয়েশিয়ার সঙ্গে জোট বাধার চেষ্টা করেছিল, যাতে ভারত-বিরোধিতাকে আরও তীব্র করা যায় ।

হিন্দু-মুসলিম ধর্মের অন্যতম প্রাচীন বিরোধ রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক অত্যন্ত সক্রিয়তার সঙ্গে সমাধান করা হয় । বেশ কিছু মুসলিম পণ্ডিত বিষয়টি নিয়ে বিরুদ্ধ মতের কথা বলছিলেন, কিন্তু হিন্দু বা মুসলমান কোনওপক্ষকেই অসন্তুষ্ট না করে একটি সমাধান সূত্র বের করা সম্ভব হয় । হিন্দুদের দাবি মতো মন্দির বা মুসলিমদের কথা মতো মসজিদ তৈরির বিষয়টির দিকেও নজর দেওয়া হয় ।

বলতেই হবে নাগরিকত্ব (সংশোধনী) আইন পাশ করার ব্যাপারে সরকারের ভূমিকার কথা । এই আইনটি কোনও নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রতি নয়, সামগ্রিক ভাবে দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে পাশ করা হয় । এই আইনের ফলে দেশের একটা বড় অংশের মানুষের মনে হয়েছে তাঁদের নাগরিকত্ব সুরক্ষিত নয়, তবে এই আশঙ্কা ঠিক নয় ।

পরিশেষে একটা কথা বলতেই হবে, নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এ মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরর্বতন আনা হয় । 2014 সালে 31 ডিসেম্বরের আগে পাকিস্তান-আফগানিস্তান-বাংলাদেশ থেকে যে সব অ-মুসলিমরা ভারতে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দেয় এই আইন । এর প্রতিবাদে গর্জ ওঠেন দেশের নানা প্রান্তের মানুষ । উত্তর প্রদেশে ছবিটা সব থেকে ভয়ঙ্কর, প্রতিবাদ জানাতে গিয়ে সেখানে প্রাণ হারান 20 জন ।

সংসদের উভয় কক্ষে বিল পাশ হওয়ার পর একটি টিভি সাক্ষাত্কারে বিষয়টি নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ফের একবার দেশের ধর্ম নিরপেক্ষ চরিত্রটা তুলে ধরেন । মুসলিমদের এদেশ থেকে বের করে দেওয়া বা তাদের নাগরিকত্ব না দেওয়ার বিষয়ে একটি জল্পনা তৈরি হয়েছিল । কিন্তু, কেন্দ্রীয় মন্ত্রী বার বার গুজবে কান দেওয়ার কথা বলেন । বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় । একটি খুব খারাপ রাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করে । শুরু হয় বিরোধিতা । স্বাভাবিক ভাবেই সরকার একাধিক সমালোচনার মুখোমুখি হয় ।

উপরের আলোচনা থেকে একটা কথা বলা চলে, জনাদেশ কখনই উপেক্ষা করা উচিত নয় ।


বিলাল ভাট
সাংবাদিক, ETV ভারত

Mumbai, Dec 31 (ANI): Bollywood actresses Sara Ali Khan and Janhvi Kapoor were spotted outside a same cafe in Mumbai. Sara looked hot in pink shots along with crop top while Janhvi looked beautiful in her cool attire. Both celebs snapped for the camera along with their fans.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.