ETV Bharat / bharat

সাধারণ মানুষের কণ্ঠ হওয়াই ETV ভারতের লক্ষ্য : ম্যানেজিং ডিরেক্টর

author img

By

Published : Feb 19, 2020, 6:04 PM IST

Updated : Feb 19, 2020, 6:18 PM IST

দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছে ETV ভারত ৷ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বক্তব্য পেশ করলেন ETV ভারতের ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বৃহতী ।

ETV Bharat director C. H Brihathi
ডিরেক্টর সি এইচ বৃহতী

দিল্লি, 19 ফেব্রুয়ারি: সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020-তে 'বেস্ট ডিজিটাল নিউজ় স্টার্ট আপ'-এর খেতাব জিতেছে ETV ভারত ৷ ETV ভারতের তরফে এই পুরস্কার গতকাল গ্রহণ করেন ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বৃহতী । দু'দিনের এই অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন ৷ দিল্লিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আজ বক্তব্য পেশ করেন ETV ভারতের ম্যানেজিং ডিরেক্টর ।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘‘আমরা এখনও নতুন ৷ এবং প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখছি ৷ আমাদের যাত্রা এখনও অনেক বাকি ৷ আমাদের লক্ষ্য হল এমন সংবাদ পরিবেশন করা, যা পাঠকদের উপর প্রভাব ফেলতে সক্ষম ৷ ETV ভারতের DNA-তেই সংবাদ পরিবেশন মিশে রয়েছে ৷ গত বছর 21 মার্চ যাত্রা শুরু হয় ETV ভারতের ৷ তবে রামোজি গ্রুপ বিগত 5 দশক ধরে সাধাারণ মানুষের স্বার্থে কাজ করে চলেছে ৷ রামোজি গ্রুপ সংবাদপত্র, ফিল্ম স্টুডিয়ো, চিটফান্ড, হোটেল ও টুরিজ়মের ব্যবসার সঙ্গে যুক্ত ৷ রামোজি গ্রুপের ইনাডু বিগত পাঁচ দশক ধরে সংবাদের মুখ হিসাবে পরিচিত ৷ ETV ভারতের লক্ষ্য হল দেশের সকল প্রান্তে পৌঁছানো ৷ 28টি রাজ্যে 13টি ভাষায় ETV ভারতের সংবাদ পরিবেশন করা হয় ৷ সাধারণ মানুষের কণ্ঠ হয়ে ওঠাই ETV ভারতের লক্ষ্য ৷’’

দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন ETV ভারতের ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বৃহতী

তিনি বলেন, ‘‘ETV ভারত হল ভিডিয়োকেন্দ্রিক মোবাইল অ্যাপ ৷ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দ্রুত অথচ সঠিক সংবাদ পরিবেশন করাই ETV ভারতের লক্ষ্য ৷ উত্তরাখণ্ডের পার্বত্য এলাকা থেকে শুরু করে কেরালা-সব জায়গাতেই পৌঁছে যায় ETV ভারত ৷ আমরা সংবাদ তৈরি করি না, সংবাদ পরিবেশন করি ৷ ডিজিটাল ভারতে মানুষের সংবাদ পড়ার ধরনে পরিবর্তন এসেছে ৷ সংবাদ পাঠকদের প্রকৃতিতেও বদল এসেছে ৷ প্রতিদিন আমাদের চেয়ারম্যান স্যার (রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও) 20-30 জনের সঙ্গে দেখা করেন ৷ আমাদের এডিটোরিয়াল টিমের অধিকাংশই নতুন প্রজন্মের ৷ সংবাদ ধারণাতেও বদল এসেছে ৷ বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের প্রতিটি রিপোর্টার মোবাইলের ব্যবহার করেন ৷ তাঁরা মোজো কিটের ব্যবহার করে সংবাদ সংগ্রহ করেন ৷ এডিটিং সফটওয়্যারের মাধ্যমে তাঁরা ভিডিয়ো এডিট করে পাঠান ৷ এই সংবাদগুলি সরাসরি আমাদের CMS -এ ইনজেস্টে পৌঁছায় ৷ ডেস্কে উপস্থিত সিনিয়ররা সেই সংবাদগুলি কন্টেন্ট এডিটরদের হাতে তুলে দেন সংবাদটি লিখে অ্যাপে পরিবেশনের জন্য ৷ নির্বাচন চলাকালীন আমাদের নিজস্ব একটি সফটওয়্যারের মাধ্যমে দ্রুত ফলাফল ঘোষণা করা হয় ৷ সম্প্রতি হয়ে যাওয়া ঝাড়খণ্ড ও দিল্লি নির্বাচন তার উৎকৃষ্ট উদাহরণ ৷ 5 মিনিটের বুলেটিনে সারা দিনের সেরা খবরগুলি তুলে ধরা হয় ৷ প্রতিনিয়ত আপডেট হতে থাকে সেই বুলেটিন ৷’’

ETV Bharat director C. H Brihathi has given speech
বক্তব্য রাখছেন ETV ভারতের ডিরেক্টর সি এইচ বৃহতী

2019 সালে ETV ভারত IBC-র তরফ থেকে ‘কন্টেন্ট এভরিওয়্যার’ ক্যাটেগরিতে IBC2019 ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়, সেই বিষয়টিও উল্লেখ করেন ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বৃহতী ৷ তিনি বলেন,‘‘শুধু সংবাদ পরিবেশনই নয়, আমাদের লক্ষ্য সমাজ সচেতনতা গড়ে তোলাও ৷ মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীতে রোজ বিশেষ প্যাকেজ পরিবেশন করা হয়েছিল, এছাড়া বিভিন্ন ভাষার সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ৷ বর্তমানে প্ল্যাস্টিকের ব্যবহার রুখতে ‘নো প্ল্যাস্টিক ক্যাম্পেন’-এর আয়োজনও করা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের প্লাস্টিক সংক্রান্ত নানা সংবাদ তুলে ধরা হয় ৷ আমরা প্রায় এক বছর পূর্ণ করতে চলছি ৷’’

এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলে তাঁকে রাজ্য ডেস্কগুলি কীভাবে কার্য পরিচালনা করে, সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "দেশের বিভিন্ন প্রান্তে 1000-এরও বেশি রিপোর্টার ও স্ট্রিঙ্গার সংবাদ সংগ্রহ করে পাঠান ৷ এডিটোরিয়াল টিমেও 1000-র বেশি সদস্য দিনরাত সংবাদ পরিবেশনের কাজ করে চলেছেন ৷ আমাদের লক্ষ্য আরও বড় হওয়ার ৷"

আরও পড়ুন: 'বেস্ট ডিজিটাল নিউজ় স্টার্ট আপ'-এর খেতাব ETV ভারতের

দিল্লি, 19 ফেব্রুয়ারি: সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020-তে 'বেস্ট ডিজিটাল নিউজ় স্টার্ট আপ'-এর খেতাব জিতেছে ETV ভারত ৷ ETV ভারতের তরফে এই পুরস্কার গতকাল গ্রহণ করেন ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বৃহতী । দু'দিনের এই অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন ৷ দিল্লিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আজ বক্তব্য পেশ করেন ETV ভারতের ম্যানেজিং ডিরেক্টর ।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘‘আমরা এখনও নতুন ৷ এবং প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখছি ৷ আমাদের যাত্রা এখনও অনেক বাকি ৷ আমাদের লক্ষ্য হল এমন সংবাদ পরিবেশন করা, যা পাঠকদের উপর প্রভাব ফেলতে সক্ষম ৷ ETV ভারতের DNA-তেই সংবাদ পরিবেশন মিশে রয়েছে ৷ গত বছর 21 মার্চ যাত্রা শুরু হয় ETV ভারতের ৷ তবে রামোজি গ্রুপ বিগত 5 দশক ধরে সাধাারণ মানুষের স্বার্থে কাজ করে চলেছে ৷ রামোজি গ্রুপ সংবাদপত্র, ফিল্ম স্টুডিয়ো, চিটফান্ড, হোটেল ও টুরিজ়মের ব্যবসার সঙ্গে যুক্ত ৷ রামোজি গ্রুপের ইনাডু বিগত পাঁচ দশক ধরে সংবাদের মুখ হিসাবে পরিচিত ৷ ETV ভারতের লক্ষ্য হল দেশের সকল প্রান্তে পৌঁছানো ৷ 28টি রাজ্যে 13টি ভাষায় ETV ভারতের সংবাদ পরিবেশন করা হয় ৷ সাধারণ মানুষের কণ্ঠ হয়ে ওঠাই ETV ভারতের লক্ষ্য ৷’’

দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন ETV ভারতের ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বৃহতী

তিনি বলেন, ‘‘ETV ভারত হল ভিডিয়োকেন্দ্রিক মোবাইল অ্যাপ ৷ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দ্রুত অথচ সঠিক সংবাদ পরিবেশন করাই ETV ভারতের লক্ষ্য ৷ উত্তরাখণ্ডের পার্বত্য এলাকা থেকে শুরু করে কেরালা-সব জায়গাতেই পৌঁছে যায় ETV ভারত ৷ আমরা সংবাদ তৈরি করি না, সংবাদ পরিবেশন করি ৷ ডিজিটাল ভারতে মানুষের সংবাদ পড়ার ধরনে পরিবর্তন এসেছে ৷ সংবাদ পাঠকদের প্রকৃতিতেও বদল এসেছে ৷ প্রতিদিন আমাদের চেয়ারম্যান স্যার (রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও) 20-30 জনের সঙ্গে দেখা করেন ৷ আমাদের এডিটোরিয়াল টিমের অধিকাংশই নতুন প্রজন্মের ৷ সংবাদ ধারণাতেও বদল এসেছে ৷ বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের প্রতিটি রিপোর্টার মোবাইলের ব্যবহার করেন ৷ তাঁরা মোজো কিটের ব্যবহার করে সংবাদ সংগ্রহ করেন ৷ এডিটিং সফটওয়্যারের মাধ্যমে তাঁরা ভিডিয়ো এডিট করে পাঠান ৷ এই সংবাদগুলি সরাসরি আমাদের CMS -এ ইনজেস্টে পৌঁছায় ৷ ডেস্কে উপস্থিত সিনিয়ররা সেই সংবাদগুলি কন্টেন্ট এডিটরদের হাতে তুলে দেন সংবাদটি লিখে অ্যাপে পরিবেশনের জন্য ৷ নির্বাচন চলাকালীন আমাদের নিজস্ব একটি সফটওয়্যারের মাধ্যমে দ্রুত ফলাফল ঘোষণা করা হয় ৷ সম্প্রতি হয়ে যাওয়া ঝাড়খণ্ড ও দিল্লি নির্বাচন তার উৎকৃষ্ট উদাহরণ ৷ 5 মিনিটের বুলেটিনে সারা দিনের সেরা খবরগুলি তুলে ধরা হয় ৷ প্রতিনিয়ত আপডেট হতে থাকে সেই বুলেটিন ৷’’

ETV Bharat director C. H Brihathi has given speech
বক্তব্য রাখছেন ETV ভারতের ডিরেক্টর সি এইচ বৃহতী

2019 সালে ETV ভারত IBC-র তরফ থেকে ‘কন্টেন্ট এভরিওয়্যার’ ক্যাটেগরিতে IBC2019 ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়, সেই বিষয়টিও উল্লেখ করেন ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বৃহতী ৷ তিনি বলেন,‘‘শুধু সংবাদ পরিবেশনই নয়, আমাদের লক্ষ্য সমাজ সচেতনতা গড়ে তোলাও ৷ মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীতে রোজ বিশেষ প্যাকেজ পরিবেশন করা হয়েছিল, এছাড়া বিভিন্ন ভাষার সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ৷ বর্তমানে প্ল্যাস্টিকের ব্যবহার রুখতে ‘নো প্ল্যাস্টিক ক্যাম্পেন’-এর আয়োজনও করা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের প্লাস্টিক সংক্রান্ত নানা সংবাদ তুলে ধরা হয় ৷ আমরা প্রায় এক বছর পূর্ণ করতে চলছি ৷’’

এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলে তাঁকে রাজ্য ডেস্কগুলি কীভাবে কার্য পরিচালনা করে, সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "দেশের বিভিন্ন প্রান্তে 1000-এরও বেশি রিপোর্টার ও স্ট্রিঙ্গার সংবাদ সংগ্রহ করে পাঠান ৷ এডিটোরিয়াল টিমেও 1000-র বেশি সদস্য দিনরাত সংবাদ পরিবেশনের কাজ করে চলেছেন ৷ আমাদের লক্ষ্য আরও বড় হওয়ার ৷"

আরও পড়ুন: 'বেস্ট ডিজিটাল নিউজ় স্টার্ট আপ'-এর খেতাব ETV ভারতের

Last Updated : Feb 19, 2020, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.