ETV Bharat / bharat

ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত পরিবেশমন্ত্রকের আধিকারিক - Environment Ministry

ইথিওপিয়া এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ভারতের পরিবেশমন্ত্রকের এক আধিকারিকের। তাঁর নাম শিখা গর্গ।

শিখা গর্গ
author img

By

Published : Mar 11, 2019, 1:37 PM IST

দিল্লি, ১১ মার্চ : ইথিওপিয়া এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ভারতের পরিবেশমন্ত্রকের এক আধিকারিকের। তাঁর নাম শিখা গর্গ। তিনি রাষ্ট্রপুঞ্জের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়া এই দুর্ঘটনায় আরও তিনজন ভারতীয় মৃত্যু হয়েছে।

গতকাল ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি বিমান আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ভেঙে পড়ে। বিমানটিতে ১৪৯ জন যাত্রী এবং ৮ জন কর্মী ছিলেন। সংবাদসংস্থা সূত্রে খবর, দুর্ঘটনায় ১৫৭ জনেরই মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শিখা গর্গ সহ মোট চার ভারতীয় ছিলেন। শিখা গতকাল জাতিসংঘের পরিবেশ কর্মসূচির একটি বৈঠকে যোগ দিতে নাইরোবি যাচ্ছিলেন।

চার ভারতীয়র মৃত্যুর খবর পেয়ে টুইট করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি লেখেন, "বিমান দুর্ঘটনায় চার ভারতীয়র মৃত্যুর খবর দুঃখজনক। ওদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ইথিওপিয়ায় ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছি। চার ভারতীয়র নাম পান্নাগেশ ভাস্কর বৈদ্য , হানসিন আন্নগেশ বৈদ্য, শিখা গর্গ ও নুকাভারাপু মনিষা। পরিবেশমন্ত্রকের আধিকারিক হর্ষবর্ধন জানিয়েছে, শিখা রাষ্ট্রসংঘের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত ছিলেন। গতকাল তিনি নাইরোবিতে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন।"

দিল্লি, ১১ মার্চ : ইথিওপিয়া এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ভারতের পরিবেশমন্ত্রকের এক আধিকারিকের। তাঁর নাম শিখা গর্গ। তিনি রাষ্ট্রপুঞ্জের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়া এই দুর্ঘটনায় আরও তিনজন ভারতীয় মৃত্যু হয়েছে।

গতকাল ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি বিমান আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ভেঙে পড়ে। বিমানটিতে ১৪৯ জন যাত্রী এবং ৮ জন কর্মী ছিলেন। সংবাদসংস্থা সূত্রে খবর, দুর্ঘটনায় ১৫৭ জনেরই মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শিখা গর্গ সহ মোট চার ভারতীয় ছিলেন। শিখা গতকাল জাতিসংঘের পরিবেশ কর্মসূচির একটি বৈঠকে যোগ দিতে নাইরোবি যাচ্ছিলেন।

চার ভারতীয়র মৃত্যুর খবর পেয়ে টুইট করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি লেখেন, "বিমান দুর্ঘটনায় চার ভারতীয়র মৃত্যুর খবর দুঃখজনক। ওদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ইথিওপিয়ায় ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছি। চার ভারতীয়র নাম পান্নাগেশ ভাস্কর বৈদ্য , হানসিন আন্নগেশ বৈদ্য, শিখা গর্গ ও নুকাভারাপু মনিষা। পরিবেশমন্ত্রকের আধিকারিক হর্ষবর্ধন জানিয়েছে, শিখা রাষ্ট্রসংঘের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত ছিলেন। গতকাল তিনি নাইরোবিতে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন।"

New Delhi, Mar 10 (ANI): While addressing a press conference ahead the Lok Sabha polls in the national capital today, Chief Election Commissioner Sunil Arora said, "1st phase of polling to be held on April 11, 2nd phase on April 18, 3rd phase on April 23, 4th phase polling to be held on April 29, 5th phase polling on May 6, 6th phase polling on May 12, 7th phase on May 12. Counting of all the phases will be done on May 23."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.