ETV Bharat / bharat

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগ, গ্রেপ্তার কাশ্মীরের প্রাক্তন বিধায়ক - terror funding case

সন্ত্রাসে মদত ও অর্থ জোগান দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তর কাশ্মীরের প্রাক্তন বিধায়ক রশিদ ইঞ্জিনিয়রকে ।

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগ, গ্রেপ্তার কাশ্মীরের প্রাক্তন বিধায়ক
author img

By

Published : Aug 10, 2019, 9:02 AM IST

Updated : Aug 10, 2019, 3:03 PM IST

শ্রীনগর, 10 অগাস্ট : সন্ত্রাসে মদত ও অর্থ জোগান দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তর কাশ্মীরের প্রাক্তন বিধায়ক রশিদ ইঞ্জিনিয়রকে । প্রায় এক সপ্তাহ ধরে রশিদকে জিজ্ঞাসাবাদ করছিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA । NIA জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে মদত ও অর্থ জোগান দেয় পাকিস্তান ও বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি । তাদের সাহায্য করত রশিদ । আজ দিল্লির পাটিয়ালা হাউজ় কোর্টে তোলা হলে বিচারক রশিদকে 14 আগাস্ট পর্যন্ত পুলিশি হেপাজতে পাঠান ।

NIA-এর এক আধিকারিক বলেন, "রশিদকে গতকাল আমরা গ্রেপ্তার করেছি । রশিদের সঙ্গে জ়াহুর ওয়াতালির আর্থিক লেনদেনের প্রমাণ আছে আমাদের কাছে । আর্থিক লেনদেন ছাড়াও রশিদ অন্যভাবে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করত, যার প্রমাণও আমাদের কাছে আছে ।"

শব্বির শাহ, ইয়াসিন মালিক, আশিয়া আন্দরবি ও মাসাররাত আলমের মতো বিচ্ছিন্নতাবাদীরা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন । ওয়াতালিও তাদের সঙ্গে একই মামলায় অভিযুক্ত । NIA জানিয়েছে পাকিস্তানের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগ স্থাপনকারী সূত্র ওয়াতালি । ওয়াতালির বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান দূতাবাস থেকে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার জন্য আর্থিক সাহায্য নিয়েছিল সে ।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাসহ প্রায় 400 রাজনৈতিক নেতা পুলিশ হেপাজতে রয়েছেন । সতর্কতামূলক ভাবে প্রায় 70 জন জঙ্গি ও হুরিয়ত নেতাদের জম্মু ও কাশ্মীর থেকে উত্তরপ্রদেশের আগরাতে স্থানান্তরিত করা হয়েছে । প্রসঙ্গত এদের সকলকেই পাবলিক সেফটি অ্যাক্টের অধীনে আটক করা হয়েছে ।

শ্রীনগর, 10 অগাস্ট : সন্ত্রাসে মদত ও অর্থ জোগান দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তর কাশ্মীরের প্রাক্তন বিধায়ক রশিদ ইঞ্জিনিয়রকে । প্রায় এক সপ্তাহ ধরে রশিদকে জিজ্ঞাসাবাদ করছিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA । NIA জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে মদত ও অর্থ জোগান দেয় পাকিস্তান ও বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি । তাদের সাহায্য করত রশিদ । আজ দিল্লির পাটিয়ালা হাউজ় কোর্টে তোলা হলে বিচারক রশিদকে 14 আগাস্ট পর্যন্ত পুলিশি হেপাজতে পাঠান ।

NIA-এর এক আধিকারিক বলেন, "রশিদকে গতকাল আমরা গ্রেপ্তার করেছি । রশিদের সঙ্গে জ়াহুর ওয়াতালির আর্থিক লেনদেনের প্রমাণ আছে আমাদের কাছে । আর্থিক লেনদেন ছাড়াও রশিদ অন্যভাবে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করত, যার প্রমাণও আমাদের কাছে আছে ।"

শব্বির শাহ, ইয়াসিন মালিক, আশিয়া আন্দরবি ও মাসাররাত আলমের মতো বিচ্ছিন্নতাবাদীরা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন । ওয়াতালিও তাদের সঙ্গে একই মামলায় অভিযুক্ত । NIA জানিয়েছে পাকিস্তানের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগ স্থাপনকারী সূত্র ওয়াতালি । ওয়াতালির বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান দূতাবাস থেকে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার জন্য আর্থিক সাহায্য নিয়েছিল সে ।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাসহ প্রায় 400 রাজনৈতিক নেতা পুলিশ হেপাজতে রয়েছেন । সতর্কতামূলক ভাবে প্রায় 70 জন জঙ্গি ও হুরিয়ত নেতাদের জম্মু ও কাশ্মীর থেকে উত্তরপ্রদেশের আগরাতে স্থানান্তরিত করা হয়েছে । প্রসঙ্গত এদের সকলকেই পাবলিক সেফটি অ্যাক্টের অধীনে আটক করা হয়েছে ।

Srinagar (J and K), Aug 10 (ANI): Jammu and Kashmir Governor Satya Pal Malik on situation of Jammu and Kashmir amid section 144 said that it's generally peaceful and there are no incidents of violence. "I think by seeing how Friday's namaz was offered, it was very peaceful, people may argue, but PM Modi's speech has had cooling effect in the state," said Governor Malik while talking to ANI.
Last Updated : Aug 10, 2019, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.