ETV Bharat / bharat

কর্মসংস্থানই মর্যাদা, সরকার এটা কতদিন অস্বীকার করবে; প্রশ্ন রাহুলের

টুইটে কেন্দ্রকে আক্রমণ করেন রাহুল গান্ধি । তিনি একটি মিডিয়া রিপোর্টও টুইটে ট্যাগ করেন । যেখানে দাবি করা হয়েছে 1 কোটির বেশি মানুষ কাজের জন্য সরকারি পোর্টালে আবেদন করেছেন ।

রাহুল গান্ধি
রাহুল গান্ধি
author img

By

Published : Sep 17, 2020, 12:16 PM IST

দিল্লি, 17 সেপ্টেম্বর : বেকারত্বের বৃদ্ধির অভিযোগে ফের কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধির । তিনি কেন্দ্রের কাছে জানতে চান, আর কতদিন সরকার এই বিষয়টি "অস্বীকার" করবে ।

আজ টুইটে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধি । একটি মিডিয়া রিপোর্টও টুইটে ট্যাগ করেন । যেখানে দাবি করা হয়েছে 1 কোটির বেশি মানুষ কাজের জন্য সরকারি পোর্টালে আবেদন করেছেন । কিন্তু মাত্র 1.77 লাখ কর্মসংস্থান আছে ।

প্রাক্তন কংগ্রেস সভাপতি টুইটে লেখেন, "বিশাল বেকারত্ব যুবকদের প্রতিবাদ করতে বাধ্য করেছে । কর্মসংস্থানই মর্যাদা । কতদিন সরকার এটাকে অগ্রাহ্য করবে ? "

মোদি সরকারের অর্থনীতিরও সমালোচনা করেছেন রাহুল গান্ধি । এবং যুবকদের কাজ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন ।

দিল্লি, 17 সেপ্টেম্বর : বেকারত্বের বৃদ্ধির অভিযোগে ফের কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধির । তিনি কেন্দ্রের কাছে জানতে চান, আর কতদিন সরকার এই বিষয়টি "অস্বীকার" করবে ।

আজ টুইটে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধি । একটি মিডিয়া রিপোর্টও টুইটে ট্যাগ করেন । যেখানে দাবি করা হয়েছে 1 কোটির বেশি মানুষ কাজের জন্য সরকারি পোর্টালে আবেদন করেছেন । কিন্তু মাত্র 1.77 লাখ কর্মসংস্থান আছে ।

প্রাক্তন কংগ্রেস সভাপতি টুইটে লেখেন, "বিশাল বেকারত্ব যুবকদের প্রতিবাদ করতে বাধ্য করেছে । কর্মসংস্থানই মর্যাদা । কতদিন সরকার এটাকে অগ্রাহ্য করবে ? "

মোদি সরকারের অর্থনীতিরও সমালোচনা করেছেন রাহুল গান্ধি । এবং যুবকদের কাজ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.