বেঙ্গালুরু, 13 মার্চ : বান্দিপুর ন্যাশনাল পার্কে 7 মার্চ একটি হাতিকে গুলি করায় এক বনকর্মীকে পদচ্যুত করা হল ৷ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রহিম নামে ওই অস্থায়ী বনকর্মী হতিটিকে গুলি করেন ৷ ঘটনাটি জানার পরে তখনই তাঁকে বহিষ্কার করা হয় ৷
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায় পার্কে চলমান সাফারি গাড়ি থেকে ওই বনকর্মী গুলি করেন ৷ উমেশ নামে এক স্থায়ীকর্মী তাঁর সাথে ছিলেন ৷ ভিডিয়োটি তুলে ও সোশাল মিডিয়ায় দেওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
রহিমকে গ্রেপ্তার করার আগে রণদীপ হুডা নামে এক ব্যক্তি টুইটারে শেয়ার করে কর্তৃপক্ষের কাছে উপযুক্ত শাস্তির দাবি জানান ৷ পরে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্যে বান্দিপুর বাঘ অভয়ারণ্যের ফিল্ড ডিরেক্টরকে ধন্যবাদ জানান তিনি ৷
কর্নাটকের বান্দিপুর ন্যাশনাল পার্ক বাঘ, হাতি, চিতল হরিণ, বাইসন ও কৃষ্ণসারমৃগ সংরক্ষণের জন্য প্রসিদ্ধ ৷