ETV Bharat / bharat

খুব কম সরকারই পাঁচ বছর পর ফেরে, দেবেন্দ্র ফড়নবিশের প্রশংসায় মোদি

মহারাষ্ট্র-হরিয়ানার বিধানসভা ভোট ঘিরে প্রথম থেকেই আলাদা করে একটা উত্তেজনা কাজ করছিল ৷ একদিকে, এই দুই রাজ্যেই নতুন মুখকে মুখ্যমন্ত্রী করে চমক দিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷

PM
author img

By

Published : Oct 24, 2019, 9:47 PM IST

Updated : Oct 24, 2019, 9:54 PM IST

দিল্লি, 24 অক্টোবর : ইতিহাস বলে, আজকের দিনটা দেখে আগামী কাল বিচার করা ঠিক নয়৷ আর যদি সেটাই ধ্রুব সত্যি বলে মেনে নিতে হয়, তাহলে তার বড় উদাহরণ হতে পারে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোট ৷ গত লোকসভা নির্বাচনে দেশজুড়ে উড়েছিল গেরুয়া আবির ৷ মনে করা হচ্ছিল, দিন যত এগোবে কংগ্রেস-সহ অন্যান্যরা ততই পিছনের সারিতে চলে যাবে ৷ আর ক্রমেই প্রাধান্য বাড়বে মোদি-শাহদের ৷ কিন্তু, মহারাষ্ট্র-হরিয়ানা বিধানসভা নির্বাচন কোথায় যেন একটা খোঁচা দিয়ে গেল ৷

দুই রাজ্যের বিধানসভা ভোট ঘিরে প্রথম থেকেই আলাদা করে একটা উত্তেজনা কাজ করছিল ৷ একদিকে, এই দুই রাজ্যেই নতুন মুখকে মুখ্যমন্ত্রী করে চমক দিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ তরুণ দেবেন্দ্র ফড়নবিশকে মহারাষ্ট্রের মসনদে বসিয়ে ফটকা খেলার চেষ্টা করেছিলেন ৷ ভোট প্রচারে গিয়ে বার বার দেবেন্দ্রর প্রশংসাও শোনা গেছিল মোদির মুখে৷ যদিও ফল প্রকাশের পর দিনের শেষে কিছুটা হলেও ধাক্কা এল গেরুয়া শিবিরে ৷ সন্দেহ নেই এবারও মহারাষ্ট্রে BJP-শিবসেনা জোট ক্ষমতায় আসছে ৷ সব কিছু ঠিকঠাক থাকলে দেবেন্দ্র ফড়নবিশই দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন ৷ কিন্তু, গতবারের থেকে এ বার আসন সংখ্যা কিছুটা কমেছে জোটের ৷ যদিও, তাঁর পছন্দের দেবেন্দ্রের 'দোষ' দেখতে চান না মোদি ৷ তাই তো ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই দেবেন্দ্রকে শুভেচ্ছা জানালেন স্বয়ং মোদি ৷ আজ দিল্লিতে দলের সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন মোদি ৷ সেখানেই তিনি দেবেন্দ্র ফড়নবিশ এবং মনোহর লাল খট্টরকে অভিনন্দন জানান ৷

মোদি আজ বলেন, " যে ভাবে এই দু'জন রাজ্যের জন্য কাজ করেছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ তাঁরা দু'জনই প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ কিন্তু, যে ভাবে কাজ করেছেন, তা সত্যিই অসাধারণ ৷" প্রধানমন্ত্রী আরও বলেন, হরিয়ানা এবং মহারাষ্ট্র এই দুই রাজ্যেই একাধিক সমস্যা ছিল, যখন দেবেন্দ্র এবং খট্টর মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ কিন্তু, তাঁরা তাঁদের নিজেদের দক্ষতা এবং প্রতিভার গুণে সব সমস্যা সমাধানের চেষ্টা করে গেছেন ৷ বহু ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছেন ৷"

এ দিন মোদি আরও বলেন, "মহারাষ্ট্রের মানুষ যে ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ ৷" আগামী দিনে মহারাষ্ট্রের উন্নয়নে সরকার আরও কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন মোদি ৷ এর পরই মোদির দাবি, খুব কম সরকারই পাঁচ বছর পর ফিরে আসে ৷ যারা কাজ করে, তারাই সাধারণ মানুষের সমর্থন পায় ৷ দেবেন্দ্র ফড়নবিশের প্রশংসা করে প্রধানমন্ত্রী দাবি, "50 বছরের মধ্যে মহারাষ্ট্রে এমন কেউ মুখ্যমন্ত্রী হননি ৷" পাশাপাশি, হরিয়ানায় ফল অপেক্ষাকৃত খারাপ হলেও সেখানকার ভোটারদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি ৷ খট্টরের প্রশংসাও শোনা গেছে তাঁর মুখ থেকে ৷

আজ প্রধানমন্ত্রী দীপাবলির আগাম শুভেচ্ছাও জানান দেশবাসীদের ৷ শুভেচ্ছা জানান দলের কর্মী-সমর্থকদেরও ৷

দিল্লি, 24 অক্টোবর : ইতিহাস বলে, আজকের দিনটা দেখে আগামী কাল বিচার করা ঠিক নয়৷ আর যদি সেটাই ধ্রুব সত্যি বলে মেনে নিতে হয়, তাহলে তার বড় উদাহরণ হতে পারে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোট ৷ গত লোকসভা নির্বাচনে দেশজুড়ে উড়েছিল গেরুয়া আবির ৷ মনে করা হচ্ছিল, দিন যত এগোবে কংগ্রেস-সহ অন্যান্যরা ততই পিছনের সারিতে চলে যাবে ৷ আর ক্রমেই প্রাধান্য বাড়বে মোদি-শাহদের ৷ কিন্তু, মহারাষ্ট্র-হরিয়ানা বিধানসভা নির্বাচন কোথায় যেন একটা খোঁচা দিয়ে গেল ৷

দুই রাজ্যের বিধানসভা ভোট ঘিরে প্রথম থেকেই আলাদা করে একটা উত্তেজনা কাজ করছিল ৷ একদিকে, এই দুই রাজ্যেই নতুন মুখকে মুখ্যমন্ত্রী করে চমক দিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ তরুণ দেবেন্দ্র ফড়নবিশকে মহারাষ্ট্রের মসনদে বসিয়ে ফটকা খেলার চেষ্টা করেছিলেন ৷ ভোট প্রচারে গিয়ে বার বার দেবেন্দ্রর প্রশংসাও শোনা গেছিল মোদির মুখে৷ যদিও ফল প্রকাশের পর দিনের শেষে কিছুটা হলেও ধাক্কা এল গেরুয়া শিবিরে ৷ সন্দেহ নেই এবারও মহারাষ্ট্রে BJP-শিবসেনা জোট ক্ষমতায় আসছে ৷ সব কিছু ঠিকঠাক থাকলে দেবেন্দ্র ফড়নবিশই দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন ৷ কিন্তু, গতবারের থেকে এ বার আসন সংখ্যা কিছুটা কমেছে জোটের ৷ যদিও, তাঁর পছন্দের দেবেন্দ্রের 'দোষ' দেখতে চান না মোদি ৷ তাই তো ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই দেবেন্দ্রকে শুভেচ্ছা জানালেন স্বয়ং মোদি ৷ আজ দিল্লিতে দলের সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন মোদি ৷ সেখানেই তিনি দেবেন্দ্র ফড়নবিশ এবং মনোহর লাল খট্টরকে অভিনন্দন জানান ৷

মোদি আজ বলেন, " যে ভাবে এই দু'জন রাজ্যের জন্য কাজ করেছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ তাঁরা দু'জনই প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ কিন্তু, যে ভাবে কাজ করেছেন, তা সত্যিই অসাধারণ ৷" প্রধানমন্ত্রী আরও বলেন, হরিয়ানা এবং মহারাষ্ট্র এই দুই রাজ্যেই একাধিক সমস্যা ছিল, যখন দেবেন্দ্র এবং খট্টর মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ কিন্তু, তাঁরা তাঁদের নিজেদের দক্ষতা এবং প্রতিভার গুণে সব সমস্যা সমাধানের চেষ্টা করে গেছেন ৷ বহু ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছেন ৷"

এ দিন মোদি আরও বলেন, "মহারাষ্ট্রের মানুষ যে ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ ৷" আগামী দিনে মহারাষ্ট্রের উন্নয়নে সরকার আরও কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন মোদি ৷ এর পরই মোদির দাবি, খুব কম সরকারই পাঁচ বছর পর ফিরে আসে ৷ যারা কাজ করে, তারাই সাধারণ মানুষের সমর্থন পায় ৷ দেবেন্দ্র ফড়নবিশের প্রশংসা করে প্রধানমন্ত্রী দাবি, "50 বছরের মধ্যে মহারাষ্ট্রে এমন কেউ মুখ্যমন্ত্রী হননি ৷" পাশাপাশি, হরিয়ানায় ফল অপেক্ষাকৃত খারাপ হলেও সেখানকার ভোটারদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি ৷ খট্টরের প্রশংসাও শোনা গেছে তাঁর মুখ থেকে ৷

আজ প্রধানমন্ত্রী দীপাবলির আগাম শুভেচ্ছাও জানান দেশবাসীদের ৷ শুভেচ্ছা জানান দলের কর্মী-সমর্থকদেরও ৷

Mumbai, Oct 24 (ANI): Maharashtra Chief Minister Devendra Fadnavis on Thursday said that BJP and Shiv Sena will go ahead with "what has been decided" between the two parties. "What has been decided is something which you will get to know when the time is right," Fadnavis added. As per official trends by the Election Commission, Fadnavis is leading from Nagpur South West constituency. Counting of votes for 288 seats in the Maharashtra assembly is underway.
Last Updated : Oct 24, 2019, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.