ETV Bharat / bharat

গণনার সময় হিংসা হতে পারে, রাজ্যগুলিকে সতর্ক কেন্দ্রের - violence

গণনার সময় হিংসা হতে পারে । গণনায় ব্য়াঘাত সৃষ্টি করতে পারে । এই আশঙ্কায় সমস্ত রাজ্যকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলল কেন্দ্র ।

ফাইল ফোটো
author img

By

Published : May 23, 2019, 12:16 AM IST

Updated : May 23, 2019, 2:02 AM IST

দিল্লি, 23 মে : আর কয়েকঘণ্টার অপেক্ষা । সকাল 8টা থেকে শুরু হবে ভোটগণনা । আর গণনার সময় হিংসা ছড়ানো এবং গণনায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা হতে পারে । এই নিয়ে সমস্ত রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । রাজ্যগুলির মুখ্যসচিব ও পুলিশ প্রধানকে সতর্কবার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে ।

11 এপ্রিল থেকে সাতদফায় দেশের মোট 542টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে । তামিলনাডুর ভেলোর আসনে ভোটগ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন । আর এই 542টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ সকাল আটটা থেকে ।

আর এই গণনার আগেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক । স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক বলেন, বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি এমন মন্তব্য করেছেন যার জেরে গণনার সময় হিংসা ছড়াতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে । বিশেষ করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার এবং ত্রিপুরায় এই সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন ।

লোকসভা নির্বাচনে সাত দফাতেই ভোট হয়েছে পশ্চিমবঙ্গে । ভোটে হিংসা নিয়ে সরব হয়েছে বিরোধীরা । এবার গণনার দিন হিংসার আশঙ্কা করে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র ।

দিল্লি, 23 মে : আর কয়েকঘণ্টার অপেক্ষা । সকাল 8টা থেকে শুরু হবে ভোটগণনা । আর গণনার সময় হিংসা ছড়ানো এবং গণনায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা হতে পারে । এই নিয়ে সমস্ত রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । রাজ্যগুলির মুখ্যসচিব ও পুলিশ প্রধানকে সতর্কবার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে ।

11 এপ্রিল থেকে সাতদফায় দেশের মোট 542টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে । তামিলনাডুর ভেলোর আসনে ভোটগ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন । আর এই 542টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ সকাল আটটা থেকে ।

আর এই গণনার আগেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক । স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক বলেন, বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি এমন মন্তব্য করেছেন যার জেরে গণনার সময় হিংসা ছড়াতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে । বিশেষ করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার এবং ত্রিপুরায় এই সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন ।

লোকসভা নির্বাচনে সাত দফাতেই ভোট হয়েছে পশ্চিমবঙ্গে । ভোটে হিংসা নিয়ে সরব হয়েছে বিরোধীরা । এবার গণনার দিন হিংসার আশঙ্কা করে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র ।


Wayanad (Kerala), May 22 (ANI): Ahead of the declaration of Lok Sabha elections results, District Collector (DC) of Kerala's Wayanad AR Ajayakumar talked about the security of counting stations. He said, "Three counting stations have been set up. Security arrangements and logistics have done. Police patrol will be there. No one can enter the counting premises without valid pass so there is no scope for ruckus. There will be three layers of security."
Last Updated : May 23, 2019, 2:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.