হরিদ্বার, 22 মে: উত্তরপ্রদেশের হরদই জেলায় হেঁটে বাড়ি ফিরছেন 2 জন দৃষ্টিহীন ব্যক্তি । সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো । এরপরই নড়েচড়ে বসে প্রশাসন । হরিদ্বার পুলিশ গিয়ে পরে সাহায্য করে তাঁদের ।
সূত্রের খবর , সার্কেল অফিসার (CO) অভয় প্রতাপ সিং একটি ক্যাব ভাড়া করে ওই ব্য়ক্তিদের উত্তরপ্রদেশে তাঁদের বাড়ি ফিরতে সহায্য করেন । জানা গেছে, এক ব্যক্তি ও তাঁর সঙ্গে এক মহিলা হরিদ্বার এসেছিলেন গঙ্গা পরিদর্শনের জন্য । এরপরই লকডাউনের জেরে সেখানেই আটকে পড়েন তাঁরা । দীর্ঘদিন যাবৎ অভুক্ত অবস্থায় কাটানোর পর কোনও উপায় না পেয়ে হেঁটেই যাত্রা শুরু করেন দৃষ্টিহীন দুজনে ।
স্থানীয় সূত্রের খবর, এক ব্যক্তি তাঁদের এই দুর্দশার অবস্থা লক্ষ্য করার পরে একটি ভিডিয়ো বানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন । ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় । এরপরই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসে পুলিশ ।