ETV Bharat / bharat

গ্রেটার নয়ডায় বাস ও ট্রাকের সংঘর্ষ, মৃত 8 - police

গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Mar 29, 2019, 9:21 AM IST

নয়ডা, 29 মার্চ : বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল আটজনের। আহত হয়েছেন 30 জন। দুর্ঘটনাটি গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ের।

আজ ভোর 5টা নাগাদ আগরা থেকে নয়ডা আসছিল বাসটি। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়। আহতদের নিকটবর্তী কৈলাস হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ।

ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নয়ডা, 29 মার্চ : বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল আটজনের। আহত হয়েছেন 30 জন। দুর্ঘটনাটি গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ের।

আজ ভোর 5টা নাগাদ আগরা থেকে নয়ডা আসছিল বাসটি। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়। আহতদের নিকটবর্তী কৈলাস হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ।

ঘটনার তদন্ত শুরু হয়েছে।

New Delhi, Mar 29 (ANI): A new study has found that degradation of cartilage due to osteoarthritis could be prevented with the help of exercise. The study, published in the journal Osteoarthritis and Cartilage, demonstrates the benefits of exercise on the tissues that form our joints. The researchers have shown for the first time how mechanical forces experienced by cells in joints during exercise prevent cartilage degradation by suppressing the action of inflammatory molecules which cause osteoarthritis. During exercise, the cartilage in joints such as the hip and knee is squashed. This mechanical distortion is detected by the living cells in the cartilage which then block the action of inflammatory molecules associated with conditions such as arthritis.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.