ETV Bharat / bharat

ভোটারদের আধার নম্বর সংগ্রহে আইনি অনুমতি চেয়ে সরকারকে চিঠি কমিশনের

ভোটারদের আধার নম্বর সংগ্রহ করতে সরকারের কাছ থেকে আইনি অনুমতি চাইল নির্বাচন কমিশন । নতুন ভোটার ও যাদের ইতিমধ্যেই ভোটার তালিকায় নাম আছে তাদের আধার নম্বর সংগ্রহ করা হবে । কমিশনের যুক্তি, আধার নম্বর থাকলে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের বাদ দেওয়া সহজ হবে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 19, 2019, 9:47 AM IST

দিল্লি, 19 অগাস্ট : ভোটারদের আধার নম্বর সংগ্রহ করতে সরকারের কাছ থেকে আইনি অনুমতি চাইল নির্বাচন কমিশন । নতুন ভোটার ও যাদের ইতিমধ্যেই ভোটার তালিকায় নাম আছে তাদের আধার নম্বর সংগ্রহ করা হবে । কমিশনের যুক্তি, আধার নম্বর থাকলে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের বাদ দেওয়া সহজ হবে ।

কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে একটি চিঠিতে কমিশন প্রস্তাব দিয়েছিল যাতে জনপ্রতিনিধি আইন সংশোধন করা হয় । এতে ভোটার হওয়ার জন্য নতুন আবেদনকারী এবং ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের কাছ থেকে কমিশন আধার নম্বর চাইতে পারবে ।

2015 সালে আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের জেরে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ থমকে যায় । কমিশন সিদ্ধান্ত নেয়, আধারের সঙ্গে EPIC কার্ডের সংযোগ করানোর । যাতে ভোটার তালিকা সংশোধনের কাজ সহজ হয় ।

ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার লক্ষ্যে কমিশন 2015 সালের মার্চে ভোটারদের নির্বাচনী তথ্যের সঙ্গে আধার নম্বরগুলি সংযুক্ত করার জন্য একটি প্রকল্প হাতে নেয় । National Electoral Roll Purification and Authentication Programme (NERPAP)-র আওতায় EPIC (ভোটার কার্ড)-র সঙ্গে আধার নম্বর সংযোগের সিদ্ধান্ত নেওয়া হয় । এর ফলে ভোটার তালিকা থেকে ভুয়ো, অযোগ্য, জাল নাম বাদ যেত । তবে, প্রকল্প চালু হওয়ার পাঁচ মাস পর সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই কাজ স্থগিত হয়ে যায় । সুপ্রিম কোর্ট রায়ে জানায় আধার নম্বর শুধু গণবণ্টন ব্যবস্থা ও LPG সংযোগের জন্য ব্যবহার করা যেতে পারে ।

তবে কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে আধার নম্বর সংগ্রহের জন্য আইনি অনুমতি প্রয়োজন । এবিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য, সুপ্রিম কোর্টে যেহেতু স্পষ্ট করে দিয়েছে যে আধার নম্বর সংগ্রহের জন্য আইনি অনুমোদনের প্রয়োজন, তাই কমিশন নির্বাচনী আইনে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে ।" NERPAP-র অধীনে ভোটাররা কমিশনের পোর্টাল বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে তাদের আধার নম্বরটি সংযোগ করতে পারবেন । তা ছাড়া একটি নির্দিষ্ট ইমেলে বা একটি নির্দিষ্ট নম্বরে SMS করে আধার নম্বর দেওয়া যাবে । তা ছাড়া ফোটোকপির সঙ্গে আধার ও ভোটার কার্ডের তথ্যের হার্ড কপি জমা দেওয়া যেতে পারে ।

দিল্লি, 19 অগাস্ট : ভোটারদের আধার নম্বর সংগ্রহ করতে সরকারের কাছ থেকে আইনি অনুমতি চাইল নির্বাচন কমিশন । নতুন ভোটার ও যাদের ইতিমধ্যেই ভোটার তালিকায় নাম আছে তাদের আধার নম্বর সংগ্রহ করা হবে । কমিশনের যুক্তি, আধার নম্বর থাকলে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের বাদ দেওয়া সহজ হবে ।

কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে একটি চিঠিতে কমিশন প্রস্তাব দিয়েছিল যাতে জনপ্রতিনিধি আইন সংশোধন করা হয় । এতে ভোটার হওয়ার জন্য নতুন আবেদনকারী এবং ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের কাছ থেকে কমিশন আধার নম্বর চাইতে পারবে ।

2015 সালে আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের জেরে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ থমকে যায় । কমিশন সিদ্ধান্ত নেয়, আধারের সঙ্গে EPIC কার্ডের সংযোগ করানোর । যাতে ভোটার তালিকা সংশোধনের কাজ সহজ হয় ।

ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার লক্ষ্যে কমিশন 2015 সালের মার্চে ভোটারদের নির্বাচনী তথ্যের সঙ্গে আধার নম্বরগুলি সংযুক্ত করার জন্য একটি প্রকল্প হাতে নেয় । National Electoral Roll Purification and Authentication Programme (NERPAP)-র আওতায় EPIC (ভোটার কার্ড)-র সঙ্গে আধার নম্বর সংযোগের সিদ্ধান্ত নেওয়া হয় । এর ফলে ভোটার তালিকা থেকে ভুয়ো, অযোগ্য, জাল নাম বাদ যেত । তবে, প্রকল্প চালু হওয়ার পাঁচ মাস পর সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই কাজ স্থগিত হয়ে যায় । সুপ্রিম কোর্ট রায়ে জানায় আধার নম্বর শুধু গণবণ্টন ব্যবস্থা ও LPG সংযোগের জন্য ব্যবহার করা যেতে পারে ।

তবে কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে আধার নম্বর সংগ্রহের জন্য আইনি অনুমতি প্রয়োজন । এবিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য, সুপ্রিম কোর্টে যেহেতু স্পষ্ট করে দিয়েছে যে আধার নম্বর সংগ্রহের জন্য আইনি অনুমোদনের প্রয়োজন, তাই কমিশন নির্বাচনী আইনে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে ।" NERPAP-র অধীনে ভোটাররা কমিশনের পোর্টাল বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে তাদের আধার নম্বরটি সংযোগ করতে পারবেন । তা ছাড়া একটি নির্দিষ্ট ইমেলে বা একটি নির্দিষ্ট নম্বরে SMS করে আধার নম্বর দেওয়া যাবে । তা ছাড়া ফোটোকপির সঙ্গে আধার ও ভোটার কার্ডের তথ্যের হার্ড কপি জমা দেওয়া যেতে পারে ।

New Delhi, Aug 19 (ANI): With its release date drawing close, makers of 'Saaho' are making sure that movie-buffs remain on the edge of their seats as they wait for the flick to hit the big screens. Lead actor Prabhas on Sunday dropped a new poster featuring some sizzling chemistry between him and his leading lady Shraddha Kapoor. The 'Baahubali' star who is all set to make his actions speak louder than words shared the new poster on Instagram. "Action, Romance and so much more! Get ready for Saaho on August 30!" he wrote. In the poster, Shraddha Kapoor is seated in Prabhas' lap with their arms wrapped around each other. However, the 'Stree' star has a fierce expression on her face and a revolver in her hand while another one is lying on the floor beside Prabhas who seems lost in Shraddha's arms. Earlier this week, makers released a power-packed trailer of the flick which is helmed by Sujeeth and produced by V. Vamsi Krishna Reddy and Pramod Uppalapati. Along with Shraddha and Prabhas, also starring in the film are actors Mahesh Manjrekar, Jackie Shroff, Neil Nitin Mukesh, Murli Sharma, and Chunky Panday. 'Saaho' also marks the 'Ek Villain' actor's debut in the South Indian film industry. The movie has been shot in Telugu, Tamil, and Hindi, simultaneously at a number of stunning locations in and out of the country and is slated to hit the theatres on August 30, this year.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.