ETV Bharat / bharat

অনলাইনে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বেড়ে 18 নভেম্বর - তথ্য যাচাই কর্মসূচির সময়সীমা

ভোটারদের তথ্য যাচাই কর্মসূচির সময়সীমা বাড়ানোর ঘোষণা নির্বাচন কমিশনের ৷

ভোটার লাইন
author img

By

Published : Oct 13, 2019, 10:35 PM IST

Updated : Oct 13, 2019, 11:02 PM IST

দিল্লি, 13 অক্টোবর : অনলাইনে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ল ৷ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার (16 অক্টোবর) শেষ হত সময়সীমা ৷ তা 33 দিন বাড়িয়ে তথ্য যাচাইয়ের শেষদিন 18 নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল কমিশন ৷

1 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ভোটারদের তথ্য যাচাই বা ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম (EVP) চালু করেছিল কমিশন ৷ এই কর্মসূচির মাধ্যমে দেশের ভোটাররা নিজেদের তথ্য যাচাই করতে পারেন ৷ তথ্য যাচাইয়ের সময় বিভিন্ন নথি অনলাইনে দাখিল করতে হয় ভোটারকে ৷ সেই তালিকায় ছিল- প্যান কার্ড, আধার কার্ড সহ একাধিক নথি ৷

যদিও প্রথম থেকেই একাধিক সমস্যার জর্জরিত ছিল এই কর্মসূচি ৷ বিশেষত দেশজুড়ে উৎসবের মরশুমে কতটা কাজ করা যাবে তা নিয়ে সংশয় ছিল ৷ এছাড়াও পরিকাঠামো সমস্যাও দেখা দেয় ৷ সে কারণেই তথ্য যাচাইয়ের সময়সীমা বাড়ানো হল বলে সূত্রের খবর ৷

দিল্লি, 13 অক্টোবর : অনলাইনে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ল ৷ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার (16 অক্টোবর) শেষ হত সময়সীমা ৷ তা 33 দিন বাড়িয়ে তথ্য যাচাইয়ের শেষদিন 18 নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল কমিশন ৷

1 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ভোটারদের তথ্য যাচাই বা ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম (EVP) চালু করেছিল কমিশন ৷ এই কর্মসূচির মাধ্যমে দেশের ভোটাররা নিজেদের তথ্য যাচাই করতে পারেন ৷ তথ্য যাচাইয়ের সময় বিভিন্ন নথি অনলাইনে দাখিল করতে হয় ভোটারকে ৷ সেই তালিকায় ছিল- প্যান কার্ড, আধার কার্ড সহ একাধিক নথি ৷

যদিও প্রথম থেকেই একাধিক সমস্যার জর্জরিত ছিল এই কর্মসূচি ৷ বিশেষত দেশজুড়ে উৎসবের মরশুমে কতটা কাজ করা যাবে তা নিয়ে সংশয় ছিল ৷ এছাড়াও পরিকাঠামো সমস্যাও দেখা দেয় ৷ সে কারণেই তথ্য যাচাইয়ের সময়সীমা বাড়ানো হল বলে সূত্রের খবর ৷

Pune (Maharashtra), Oct 13 (ANI): South African skipper Faf du Plessis on October 13 said that it is unfortunate that the Test series in India is tough and the series is a real character test for the South African Cricket Team and the players can only find answers from their own. He also asserted that consistency is one of the things that the Proteas should try to work.
Last Updated : Oct 13, 2019, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.