স্পোর্টস কোটায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের । 2020-21 বর্ষে 21টি আসনে কর্মী নেওয়া হবে । অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 14 জুন থেকে । চলবে 13 জুলাই পর্যন্ত ।
আসন সংখ্যা :
মূলত দুটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ হবে । গ্রুপ C-র লেভেল 4/5- এ পাঁচজনকে এবং লেভেল 2/3-এ 16 জনকে নেওয়া হবে ।
এই পদের জন্য কী প্রয়োজন :
বয়সসীমা : 18-25 বছর ।
শিক্ষাগত যোগ্যতা : লেভেল 4-এর জন্য আবেদনকারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম ডিগ্রি থাকতে হবে । লেভেল 2-এর জন্য প্রয়োজন টুয়েলভ পাস সার্টিফিকেট । মোট 100 নম্বরের পরীক্ষা হবে । বিশদে জানতে ওয়েবসাইটে চোখ রাখুন ।
লেভেল 4/5-এ আবেদনকারীদের ক্রীড়াক্ষেত্রে যোগ্যতা :
দেশের হয়ে অলিম্পিকে অংশ নিয়েছেন ।
ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে অন্তত তৃতীয় স্থান অধিকার করেছেন ।
লেভেল 2/3-এ আবেদনকারীদের ক্রীড়াক্ষেত্রে যোগ্যতা :
ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছেন ।
সাউথ এশিয়ান ফেডারেশন গেমস, এশিয়ান কাপ, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অন্তত তৃতীয় স্থান অধিকার করেছেন ।
অ্যাপ্লিকেশন ফি : জেনেরাল ও OBC ক্যাটাগরির প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 500 টাকা । অনলাইনে আবেদন করার সময় এই ফি দেওয়া যাবে । ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে । আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন ।
আবেদন করার প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইট www.rrcer.com-এর মাধ্যমে আবেদন জানাতে পারেন । 13 জুলাই আবেদন করার শেষদিন ।
অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনলাইন আবেদন করলে একটি রেজিস্ট্রেশন / অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখা যাবে কম্পিউটারের পর্দায় । সেটির প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে । তবে কোনও প্রিন্ট আউট বা হার্ড কপি পূর্ব রেলের অফিসে পাঠানোর প্রয়োজন নেই । প্রক্রিয়ার মাধ্যমেই সমস্ত ভেরিফিকেশন হয়ে যাবে ।
এই প্রসঙ্গে আরও জানতে চোখ রাখুন অফিশিয়াল বিজ্ঞপ্তিতে ।
গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে - 14.06.2020
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ - 13.07.2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, আরও বিস্তারিত জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।