ETV Bharat / bharat

ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও গুজরাত - Earthquake strikes parts of Assam

ভূমিকম্প অসম ও গুজরাতে । আজ সকালে এই দুই রাজ্যে কম্পন অনুভূত হয় ।

gujrat
gujrat
author img

By

Published : Jul 16, 2020, 8:51 AM IST

Updated : Jul 16, 2020, 10:16 AM IST

গুয়াহাটি ও আহমেদাবাদ, 16 জুলাই : ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও গুজরাত । আজ সকাল 7টা 57 মিনিটে অসমের করিমগঞ্জ সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয় । গুজরাতের রাজকোটে কম্পন অনুভূত হয় সকাল 7টা 40 মিনিটে ।

অসমে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে 4.1 । গুজরাতে কম্পনের তীব্রতা ছিল 4.5 । কম্পনের জেরে স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে আসেন । এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

কম্পন অনুভূত হয় হিমাচলপ্রদেশের উনায় । কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে 2.3 । কয়েকদিন ধরেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বারবার ভূমিকম্প হচ্ছে । আজ সকালেও হিমাচলপ্রদেশ ও অসমে কম্পন অনুভূত হয়েছে ।

এদিকে রবিবার রাত 8টা 13মিনিটেও কম্পন অনুভূত হয় গুজরাতের একাধিক এলাকায় । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.8 । কম্পন অনুভূত হয়েছিল গান্ধিনগর, আহমেদাবাদ, রাজকোট, মোরবি, জামনগর, ভদোদরা সহ একাধিক এলাকায়।

গুয়াহাটি ও আহমেদাবাদ, 16 জুলাই : ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও গুজরাত । আজ সকাল 7টা 57 মিনিটে অসমের করিমগঞ্জ সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয় । গুজরাতের রাজকোটে কম্পন অনুভূত হয় সকাল 7টা 40 মিনিটে ।

অসমে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে 4.1 । গুজরাতে কম্পনের তীব্রতা ছিল 4.5 । কম্পনের জেরে স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে আসেন । এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

কম্পন অনুভূত হয় হিমাচলপ্রদেশের উনায় । কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে 2.3 । কয়েকদিন ধরেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বারবার ভূমিকম্প হচ্ছে । আজ সকালেও হিমাচলপ্রদেশ ও অসমে কম্পন অনুভূত হয়েছে ।

এদিকে রবিবার রাত 8টা 13মিনিটেও কম্পন অনুভূত হয় গুজরাতের একাধিক এলাকায় । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.8 । কম্পন অনুভূত হয়েছিল গান্ধিনগর, আহমেদাবাদ, রাজকোট, মোরবি, জামনগর, ভদোদরা সহ একাধিক এলাকায়।

Last Updated : Jul 16, 2020, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.