পোর্টব্লেয়ার, 17 জুলাই : একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে দেশের বিভিন্ন প্রান্ত ৷ আজ ভোর 4টে 55 মিনিটে জম্মু-কাশ্মীরের কাটরায় ভূমিকম্পের পরই ফের সকাল 10 টা 31 মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্টব্লেয়ার থেকে 250 কিমি পূর্বে ভূমিকম্প অনুভূত হয় ৷
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়, পোর্টব্লেয়ারের 250 কিমি পূর্বে আজ সকালে কম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.8 ৷ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি ৷
আজ সকালে জম্মু-কাশ্মীরে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 3.9 ৷ বিগত কয়েকদিন ধরেই দেশের নানা প্রান্তে ভূমিকম্প হচ্ছে ৷ গতকাল অসমের বেশ কয়েকটি প্রান্তে কম্পন অনুভূত হয় ৷ কিছুক্ষণ পরই গুজরাতের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের খবর আসে ৷ হিমাচল প্রদেশের উনাতেও গতকাল ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 2.3 ৷
এই মাসেই নয়, গত মাসেও বেশ কয়েকবার দেশের নানা প্রান্তে ভূমিকম্প হয় ৷ 18 জুন ও 21 জুন মিজ়োরামে ভূমিকম্প হয় ৷ 22 জুনও মিজ়োরামের চম্পাতে ভূমিকম্প হয় ৷