ETV Bharat / bharat

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দো-মায়ানমার বর্ডার এলাকা - mayanmar

ফের ইন্দো- মায়ানমার বর্ডারে ভূমিকম্প ৷ সকাল 6টা বেজে 42 মিনিটে কম্পন অনুভূত হয় ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷

image
মায়ানমারে ভূমিকম্প
author img

By

Published : Dec 2, 2019, 8:23 AM IST

মায়ানমার, 2 ডিসেম্বর : ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দো-মায়ানমার বর্ডার এলাকা ৷ আজ সকাল 6.42 মিনিটে কম্পন অনুভূত হয় ৷ ইন্দো-মায়ানমার বর্ডারই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু বলে খবর ৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূ-কম্পের মাত্রা ছিল 4.5 ৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

ভূকম্পের জেরে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডেও কম্পন অনুভূত হয় ৷ এর আগে 29 নভেম্বরও কেঁপে ওঠে মায়ানমার ৷ সেদিন রাত 11টা 20 মিনিটে কম্পন অনুভূত হয়েছিল ৷ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভূ-কম্পের প্রভাব লক্ষ্য করা গেছিল ৷

মায়ানমার, 2 ডিসেম্বর : ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দো-মায়ানমার বর্ডার এলাকা ৷ আজ সকাল 6.42 মিনিটে কম্পন অনুভূত হয় ৷ ইন্দো-মায়ানমার বর্ডারই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু বলে খবর ৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূ-কম্পের মাত্রা ছিল 4.5 ৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

ভূকম্পের জেরে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডেও কম্পন অনুভূত হয় ৷ এর আগে 29 নভেম্বরও কেঁপে ওঠে মায়ানমার ৷ সেদিন রাত 11টা 20 মিনিটে কম্পন অনুভূত হয়েছিল ৷ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভূ-কম্পের প্রভাব লক্ষ্য করা গেছিল ৷

Greater Noida, Dec 01 (ANI): India's legendary racer and veteran F1 racer Narain Karthikeyan stressed on need of stronger support at grassroots level to churn out racers in India. "Motorsport is getting better in India but we have a long way to go," said Karthikeyan. "We need stronger system at grassroots level to produce more drivers," he added. Karthikeyan attended inaugural event of X1 Racing League in Greater Noida.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.