ETV Bharat / bharat

পঙ্গপাল দমনে ড্রোনের সাহায্যে কীটনাশক স্প্রে রাজস্থানে - পঙ্গপাল দমনে ড্রোণের সাহায্য

রাজস্থানের চমু এলাকায় বৃহস্পতিবার ভোরে দমকল বাহিনী, ট্রাক্টর ও স্প্রে করার গাড়ি নিয়ে পঙ্গপাল দমন অভিযান চালায় রাজস্থানের কৃষি দপ্তর । ড্রোণের সাহায্যে চলে কীটনাশক স্প্রে ।

File Photo
ফাইল ফোটো
author img

By

Published : May 30, 2020, 4:29 PM IST

জয়পুর, 30 মে : পঙ্গপালের দাপট রুখতে ড্রোনের সাহায্য নিল রাজস্থান । রাজ্যের কৃষি দপ্তরের তরফে চমু এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোনের সাহায্যে কীটনাশক প্রয়োগ করা হয় । ভোরে স্থানীয়রা ওঠার আগেই কীটনাশক স্প্রে করার কাজ চলে ।

রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় ছেয়ে গেছে পঙ্গপাল । যার জেরে হেক্টর হেক্টর জমির ফসল নষ্ট হচ্ছে । প্রতিদিনই রাজ্যের কৃষি দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ জমা পড়ছে । সম্প্রতি রাজস্থানের চমু এলাকায় স্থানীয় MLA রামলাল শর্মার কাছে লোকজন জানায়, পঙ্গপালের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে । নাহলে ফসল নষ্টে আগামী দিনে বিরাট ক্ষতির মুখে পড়বে চাষিরা । রামলালবাবু বিষয়টি কৃষি দপ্তরে জানান । তারপরই চমু এলাকায় বৃহস্পতিবার ভোরে দমকল বাহিনী, ট্রাক্টর ও স্প্রে করার গাড়ি নিয়ে পঙ্গপাল দমন অভিযান চালায় রাজস্থানের কৃষি দপ্তর । ড্রোনের সাহায্যে চলে কীটনাশক স্প্রে ।

এই বিষয়ে কৃ্ষি দপ্তরের এক আধিকারিক জানান, ড্রোনের স্প্রে ট্যাঙ্কে 10 লিটার কেমিকেল ভরে সেগুলিকে বিভিন্ন এলাকায় ওড়ানো হয় । পঙ্গপাল দমনে ড্রোন ফাঁকা এলাকায় ভালোই সফলতা পেয়েছে । এই ড্রোণগুলি ব্যাটারির সাহায্যে 15 মিনিট পর্যন্ত উড়তে পারে । এমন 30 টি ড্রোণের সাহায্যে স্প্রের কাজ চলে ।

পঙ্গপাল দমনে সম্প্রতি অ্যামেরিকা থেকে কীটনাশক স্প্রে করার যন্ত্র আনা হচ্ছে বলে জানা গেছে । এছাড়াও কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছিলেন, দু'টো সংস্থার সঙ্গে কথা চলছে । ড্রোনের সাহায্যে পঙ্গপাল দমনে, তাদের টেন্ডার দেওয়া হবে ।

জয়পুর, 30 মে : পঙ্গপালের দাপট রুখতে ড্রোনের সাহায্য নিল রাজস্থান । রাজ্যের কৃষি দপ্তরের তরফে চমু এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোনের সাহায্যে কীটনাশক প্রয়োগ করা হয় । ভোরে স্থানীয়রা ওঠার আগেই কীটনাশক স্প্রে করার কাজ চলে ।

রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় ছেয়ে গেছে পঙ্গপাল । যার জেরে হেক্টর হেক্টর জমির ফসল নষ্ট হচ্ছে । প্রতিদিনই রাজ্যের কৃষি দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ জমা পড়ছে । সম্প্রতি রাজস্থানের চমু এলাকায় স্থানীয় MLA রামলাল শর্মার কাছে লোকজন জানায়, পঙ্গপালের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে । নাহলে ফসল নষ্টে আগামী দিনে বিরাট ক্ষতির মুখে পড়বে চাষিরা । রামলালবাবু বিষয়টি কৃষি দপ্তরে জানান । তারপরই চমু এলাকায় বৃহস্পতিবার ভোরে দমকল বাহিনী, ট্রাক্টর ও স্প্রে করার গাড়ি নিয়ে পঙ্গপাল দমন অভিযান চালায় রাজস্থানের কৃষি দপ্তর । ড্রোনের সাহায্যে চলে কীটনাশক স্প্রে ।

এই বিষয়ে কৃ্ষি দপ্তরের এক আধিকারিক জানান, ড্রোনের স্প্রে ট্যাঙ্কে 10 লিটার কেমিকেল ভরে সেগুলিকে বিভিন্ন এলাকায় ওড়ানো হয় । পঙ্গপাল দমনে ড্রোন ফাঁকা এলাকায় ভালোই সফলতা পেয়েছে । এই ড্রোণগুলি ব্যাটারির সাহায্যে 15 মিনিট পর্যন্ত উড়তে পারে । এমন 30 টি ড্রোণের সাহায্যে স্প্রের কাজ চলে ।

পঙ্গপাল দমনে সম্প্রতি অ্যামেরিকা থেকে কীটনাশক স্প্রে করার যন্ত্র আনা হচ্ছে বলে জানা গেছে । এছাড়াও কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছিলেন, দু'টো সংস্থার সঙ্গে কথা চলছে । ড্রোনের সাহায্যে পঙ্গপাল দমনে, তাদের টেন্ডার দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.