ETV Bharat / bharat

ড্রাগন ও হাতির একসঙ্গে নাচই সঠিক পথ ; ভারত-চিন সম্পর্কে চিনপিং - কাশ্মীর থেকে 370 এবং 35 A ধারা প্রত্য়াহার

দু'দিনের ভারত সফর শেষে ফিরে এক বিবৃতিতে চিনপিং জানান, ভারত ও চিনকে একে অন্যের উন্নয়নের প্রতি একটি সঠিক দৃষ্টিভঙ্গি নিতে হবে ৷ পারস্পরিক বিশ্বাস বাড়াতে হবে ৷ দুই দেশেরই একে অন্যের ভালো প্রতিবেশী হওয়া উচিত ৷ যারা মিলেমিশে থাকে এবং হাতে হাত মিলিয়ে এগিয়ে চলে ৷

ছবি
author img

By

Published : Oct 13, 2019, 3:59 AM IST

Updated : Oct 13, 2019, 7:19 AM IST

দিল্লি, 13 অক্টোবর : বাড়াতে হবে পারস্পরিক বিশ্বাস ৷ ড্রাগন ও হাতি হাতাহাতি করে নয় হাত মিলিয়ে নাচবে৷ পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করতে হবে ৷ ভারত ছাড়ার পর সেই বার্তাই দিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনপিং ৷

দু'দিনের ভারত সফর শেষে ফিরে এক বিবৃতিতে চিনপিং জানান, ভারত ও চিনকে একে অন্যের উন্নয়নের প্রতি একটি সঠিক দৃষ্টিভঙ্গি নিতে হবে ৷ পারস্পরিক বিশ্বাস বাড়াতে হবে ৷ দুই দেশেরই একে অন্যের ভালো প্রতিবেশী হওয়া উচিত ৷ যারা মিলেমিশে থাকে এবং হাতে হাত মিলিয়ে এগিয়ে চলে ৷ শি জানিয়েছেন, চিনের ড্রাগন ও ভারতের হাতির একসঙ্গে নাচই দুই দেশের পারস্পরিক সম্পর্ক মজবুত করার একমাত্র সঠিক পথ ৷ উভয় দেশ ও তাদের মানুষজনের স্বার্থে এই বিষয়টিই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ৷ অর্থাৎ ড্রাগন ও হাতি হাতাহাতি করে বা যুদ্ধ করে নয় হাতে হাত মিলিয়ে নাচতে পারে ৷ এর মাধ্যমেই দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়ে উঠবে ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : 'চেন্নাই কানেক্ট' দুই দেশের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে : নরেন্দ্র মোদি

শি জানান, দুই দেশের মধ্যে যে পার্থক্য বা ভিন্নতা রয়েছে তা সঠিকভাবে দেখা উচিত ৷ দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক স্বার্থকে দুর্বল হতে দেওয়া যাবে না ৷ পাশাপাশি যে পার্থক্যগুলি বা ভিন্নতা রয়েছে তার সমাধান করতে হবে ৷ ক্রমাগত যোগাযোগের মধ্য দিয়ে বোঝাপড়ায় আসতে হবে ৷ দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রশস্ত রাস্তা বের করতে হবে ৷ নিজের উন্নয়নের পাশাপাশি ভারতের উন্নয়নে আশা রাখছে চিন ৷ পারস্পরিক সাফল্য অর্জনের পাশাপাশি একে অন্যকে আলোকিত করা উচিত দুই দেশের ৷

image
হাত মেলাচ্ছেন দুই দেশ প্রধান

শিং জানান, উভয় দেশকে সময়োপযোগী ও কার্যকরীভাবে কৌশলগত যোগাযোগ জারি রাখতে হবে ৷ আগামী কয়েক বছর দু'দেশের জন্য খুব কঠিন সময় ৷ একে অন্যের মূল স্বার্থের কথা মাথায় রেখে বিষয়গুলির সঙ্গে মোকাবিলা করতে হবে ৷ এখনই যে সমস্যাগুলির সমাধান সম্ভব নয়, সেগুলিকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে ৷ বিশ্বাস বাড়াতে, বিভ্রান্তি দূর করতে ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা স্থাপনে দুই দেশের সামরিক সম্পর্ককে আরও মজবুত করতে হবে ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : বাণিজ্যকে সামনে রেখে সন্ত্রাস দমনের ডাক মোদি-চিনপিংয়ের

তবে আড়ালে থেকে গেল মূল বিষয়টি ৷ কাশ্মীর থেকে 370 এবং 35 A ধারা তুলে নেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সরব ছিল ইসলামাবাদ ৷ পিছন থেকে তাদের মদত দিচ্ছিল বেজিং ৷ স্বাভাবিকভাবেই চিনা রাষ্ট্রপ্রধান শি চিনপিংয়ের ভারত সফর ঘিরে বুক বেঁধে ছিল ইমরান খান প্রশাসন ৷ কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চিনপিংয়ের দ্বিতীয় বৈঠকের নির্যাস ইসলামাবাদের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা ৷ মোদি-চিনপিংয়ের দ্বিতীয় বৈঠকে কশ্মীর প্রসঙ্গ নিয়ে একটি কথাও আলোচনা হল না ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, কাশ্মীর প্রসঙ্গটি বাদ দিয়ে মূলত দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়েই আলোচনা হয়৷ দুই প্রতিবেশী দেশ সিদ্ধান্ত নিল, বিশ্বে সন্ত্রাসবাদ দমনে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে । বাণিজ্য, যোগাযোগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করার দিকে অঙ্গীকার করল দুই দেশ ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : মোদি-চিনপিং বৈঠকে উঠল না কাশ্মীর প্রসঙ্গ, কথা হল বাণিজ্য-সন্ত্রাস নিয়ে

দিল্লি, 13 অক্টোবর : বাড়াতে হবে পারস্পরিক বিশ্বাস ৷ ড্রাগন ও হাতি হাতাহাতি করে নয় হাত মিলিয়ে নাচবে৷ পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করতে হবে ৷ ভারত ছাড়ার পর সেই বার্তাই দিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনপিং ৷

দু'দিনের ভারত সফর শেষে ফিরে এক বিবৃতিতে চিনপিং জানান, ভারত ও চিনকে একে অন্যের উন্নয়নের প্রতি একটি সঠিক দৃষ্টিভঙ্গি নিতে হবে ৷ পারস্পরিক বিশ্বাস বাড়াতে হবে ৷ দুই দেশেরই একে অন্যের ভালো প্রতিবেশী হওয়া উচিত ৷ যারা মিলেমিশে থাকে এবং হাতে হাত মিলিয়ে এগিয়ে চলে ৷ শি জানিয়েছেন, চিনের ড্রাগন ও ভারতের হাতির একসঙ্গে নাচই দুই দেশের পারস্পরিক সম্পর্ক মজবুত করার একমাত্র সঠিক পথ ৷ উভয় দেশ ও তাদের মানুষজনের স্বার্থে এই বিষয়টিই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ৷ অর্থাৎ ড্রাগন ও হাতি হাতাহাতি করে বা যুদ্ধ করে নয় হাতে হাত মিলিয়ে নাচতে পারে ৷ এর মাধ্যমেই দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়ে উঠবে ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : 'চেন্নাই কানেক্ট' দুই দেশের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে : নরেন্দ্র মোদি

শি জানান, দুই দেশের মধ্যে যে পার্থক্য বা ভিন্নতা রয়েছে তা সঠিকভাবে দেখা উচিত ৷ দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক স্বার্থকে দুর্বল হতে দেওয়া যাবে না ৷ পাশাপাশি যে পার্থক্যগুলি বা ভিন্নতা রয়েছে তার সমাধান করতে হবে ৷ ক্রমাগত যোগাযোগের মধ্য দিয়ে বোঝাপড়ায় আসতে হবে ৷ দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রশস্ত রাস্তা বের করতে হবে ৷ নিজের উন্নয়নের পাশাপাশি ভারতের উন্নয়নে আশা রাখছে চিন ৷ পারস্পরিক সাফল্য অর্জনের পাশাপাশি একে অন্যকে আলোকিত করা উচিত দুই দেশের ৷

image
হাত মেলাচ্ছেন দুই দেশ প্রধান

শিং জানান, উভয় দেশকে সময়োপযোগী ও কার্যকরীভাবে কৌশলগত যোগাযোগ জারি রাখতে হবে ৷ আগামী কয়েক বছর দু'দেশের জন্য খুব কঠিন সময় ৷ একে অন্যের মূল স্বার্থের কথা মাথায় রেখে বিষয়গুলির সঙ্গে মোকাবিলা করতে হবে ৷ এখনই যে সমস্যাগুলির সমাধান সম্ভব নয়, সেগুলিকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে ৷ বিশ্বাস বাড়াতে, বিভ্রান্তি দূর করতে ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা স্থাপনে দুই দেশের সামরিক সম্পর্ককে আরও মজবুত করতে হবে ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : বাণিজ্যকে সামনে রেখে সন্ত্রাস দমনের ডাক মোদি-চিনপিংয়ের

তবে আড়ালে থেকে গেল মূল বিষয়টি ৷ কাশ্মীর থেকে 370 এবং 35 A ধারা তুলে নেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সরব ছিল ইসলামাবাদ ৷ পিছন থেকে তাদের মদত দিচ্ছিল বেজিং ৷ স্বাভাবিকভাবেই চিনা রাষ্ট্রপ্রধান শি চিনপিংয়ের ভারত সফর ঘিরে বুক বেঁধে ছিল ইমরান খান প্রশাসন ৷ কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চিনপিংয়ের দ্বিতীয় বৈঠকের নির্যাস ইসলামাবাদের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা ৷ মোদি-চিনপিংয়ের দ্বিতীয় বৈঠকে কশ্মীর প্রসঙ্গ নিয়ে একটি কথাও আলোচনা হল না ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, কাশ্মীর প্রসঙ্গটি বাদ দিয়ে মূলত দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়েই আলোচনা হয়৷ দুই প্রতিবেশী দেশ সিদ্ধান্ত নিল, বিশ্বে সন্ত্রাসবাদ দমনে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে । বাণিজ্য, যোগাযোগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করার দিকে অঙ্গীকার করল দুই দেশ ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : মোদি-চিনপিং বৈঠকে উঠল না কাশ্মীর প্রসঙ্গ, কথা হল বাণিজ্য-সন্ত্রাস নিয়ে

Murshidabad (West Bengal), Oct 12 (ANI): Locals hold candle light march protest on October 12 over Murshidabad triple murder case. Protester demanded justice in the murder case of a teacher-cum-RSS worker, his wife and child in the city on October 10. Trinamool Congress MLA Shaoni Singha Roy was also present during the protest. Police has detained 2 people in connection with the murder who are being examined.

Last Updated : Oct 13, 2019, 7:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.