ETV Bharat / bharat

দু'দিনের জন্য বন্ধ র‌্যাপিড টেস্ট : ICMR - corona news upadtes

রাজ্যের হটস্পট এলাকাগুলিতে প্রত্যেকের নুমনা পরীক্ষার জন্য র‌্যাপিড টেস্টিং কিটের ব্যবহার করা হচ্ছে । আজ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে আপাতত দু'দিন রাজ্যগুলিতে এই র‌্যাপিড টেস্টিং কিটের ব্যবহার যেন বন্ধ রাখা হয় ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 21, 2020, 5:49 PM IST

দিল্লি, 21 এপ্রিল : বেশ কয়েকটি রাজ্য থেকে ইতিমধ্যেই র‌্যাপিড টেস্টিং কিটের ব্যবহার নিয়ে নানা অভিযোগ আসছিল । আজ সেই অভিযোগের ভিত্তিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ(ICMR) জানিয়ে দিল, আপাতত দু'দিনের জন্য রাজ্যগুলিতে এই র‌্যাপিড টেস্টিং কিটের ব্যবহার বন্ধ রাখা হোক ।

দিনকয়েক আগেই ICMR-র তরফে জানিয়ে দেওয়া হয়, হটস্পট এলাকাগুলিতে প্রত্যেক বাসিন্দারই নমুনা পরীক্ষা করা হবে । তারপর কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলির মধ্যে র‌্যাপিড টেস্টিং কিট বিতরণ করা হয় । কিন্তু র‌্যাপিড টেস্টিং কিট হাতে পাওয়ার পর বেশ কয়েকটি রাজ্য এর কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে । আজই এই নতুন কিট দ্বারা পরীক্ষা করার কাজ বন্ধ করে দেয় রাজস্থান । রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, এই কিট যথাযথ নয়। এতে পরীক্ষার পর যে ফল আসছে তাও কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন রয়েছে ।

এরপর ICMR-র শীর্ষ আধিকারিক রমন আর গঙ্গাখেড়কর বলেন , "আপনারা জানেন ইতিমধ্যেই সমস্ত র‌্যাপিড টেস্টিং কিট রাজ্যগুলির মধ্যে বিতরণ করা হয়েছে। কিন্তু এখন এই কিটের কার্যকারিতা নিয়ে বেশ কয়েকটি রাজ্যে সংশয় দেখা দিয়েছে । তিনটি রাজ্যে এই কিট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর আমরাও দেখলাম অভিযোগগুলি অনেকটাই সঠিক । বিষয়টি মোটেও ভালো নয় । তাই আপাতত দু'দিনের জন্য এই র‌্যাপিড টেস্টিং কিটের ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

ICMR-র তরফে আরও জানানো হয় , এই দু'দিনে সমস্ত রাজ্যে প্রতিনিধি পাঠানো হবে । এই প্রতিনিধিরা র‌্যাপিড টেস্টিং কিটের পরীক্ষার নমুনা সংগ্রহ করবে । তারপর তা ICMR-র ল্যাবে পরীক্ষা করা হবে । এই দুদিনে এবিষয়ে একটি সঠিক ও বিস্তারিত তথ্য দেওয়া হবে । যদি দেখা যায় টেস্ট কিটগুলি ত্রুটিপূর্ণ । তাহলে তা বদলানোর ব্যবস্থা করা হবে ।

দিল্লি, 21 এপ্রিল : বেশ কয়েকটি রাজ্য থেকে ইতিমধ্যেই র‌্যাপিড টেস্টিং কিটের ব্যবহার নিয়ে নানা অভিযোগ আসছিল । আজ সেই অভিযোগের ভিত্তিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ(ICMR) জানিয়ে দিল, আপাতত দু'দিনের জন্য রাজ্যগুলিতে এই র‌্যাপিড টেস্টিং কিটের ব্যবহার বন্ধ রাখা হোক ।

দিনকয়েক আগেই ICMR-র তরফে জানিয়ে দেওয়া হয়, হটস্পট এলাকাগুলিতে প্রত্যেক বাসিন্দারই নমুনা পরীক্ষা করা হবে । তারপর কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলির মধ্যে র‌্যাপিড টেস্টিং কিট বিতরণ করা হয় । কিন্তু র‌্যাপিড টেস্টিং কিট হাতে পাওয়ার পর বেশ কয়েকটি রাজ্য এর কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে । আজই এই নতুন কিট দ্বারা পরীক্ষা করার কাজ বন্ধ করে দেয় রাজস্থান । রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, এই কিট যথাযথ নয়। এতে পরীক্ষার পর যে ফল আসছে তাও কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন রয়েছে ।

এরপর ICMR-র শীর্ষ আধিকারিক রমন আর গঙ্গাখেড়কর বলেন , "আপনারা জানেন ইতিমধ্যেই সমস্ত র‌্যাপিড টেস্টিং কিট রাজ্যগুলির মধ্যে বিতরণ করা হয়েছে। কিন্তু এখন এই কিটের কার্যকারিতা নিয়ে বেশ কয়েকটি রাজ্যে সংশয় দেখা দিয়েছে । তিনটি রাজ্যে এই কিট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর আমরাও দেখলাম অভিযোগগুলি অনেকটাই সঠিক । বিষয়টি মোটেও ভালো নয় । তাই আপাতত দু'দিনের জন্য এই র‌্যাপিড টেস্টিং কিটের ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

ICMR-র তরফে আরও জানানো হয় , এই দু'দিনে সমস্ত রাজ্যে প্রতিনিধি পাঠানো হবে । এই প্রতিনিধিরা র‌্যাপিড টেস্টিং কিটের পরীক্ষার নমুনা সংগ্রহ করবে । তারপর তা ICMR-র ল্যাবে পরীক্ষা করা হবে । এই দুদিনে এবিষয়ে একটি সঠিক ও বিস্তারিত তথ্য দেওয়া হবে । যদি দেখা যায় টেস্ট কিটগুলি ত্রুটিপূর্ণ । তাহলে তা বদলানোর ব্যবস্থা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.