ETV Bharat / bharat

মুখে টেপ বেঁধে অত্যাচার কুকুরকে, 14 দিন মিলল না খাবার-জল

author img

By

Published : Jun 11, 2020, 9:32 AM IST

কেরালার ত্রিশূরে মুখে টেপ বেঁধে একটি কুকুরের উপর পাশবিক অত্যাচারের ঘটনা সামনে এল ৷ প্রায় 2 সপ্তাহ ধরে ওইভাবে মুখে টেপ বাঁধা ছিল কুকুরটির ৷

Dog with its mouth sealed by tape for 2 weeks rescued in Kerala
মুখে টেপ বেঁধে কুকুরের উপর অত্যাচার একটি কুকুরের উপর

কোঝিকোড়, 11 জুন : ফের পশুর উপর মানুষের অত্যাচার ৷ আবারও কেরালা ৷ তবে এবার মালাপ্পুরাম নয়, ত্রিশূর ৷ গতকাল পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে একটি রাস্তার কুকুরকে ৷ অবস্থা ছিল শোচনীয় ৷ প্রায় 2 সপ্তাহ ধরে মুখ বেঁধে রাখা ছিল ইনসুলেশন টেপ দিয়ে ৷ মুখ বেঁধে করা হয়েছিল অত্যাচার ৷ ত্রিশূর জেলার ওল্লুরের ঘটনা ৷ তবে, বর্তমানে কুকুরটিকে উদ্ধার করে আবাসিক হোমে পাঠানো হয়েছে ৷

সম্প্রতি, কেরালায় অন্তঃসত্ত্বা হাতিকে আনারসে বাজি মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে । আর কিছু না বুঝেই তা খেয়ে মৃত্যু হয় সন্তানসহ হাতিটির । এবার কেরালার এই কুকুরের অত্যাচারের খবরে সরব পশুপ্রেমীরা ।

দু'দিন আগে ওই অ্যানিমেল ওয়েলফেয়ার সংস্থাটিতে ফোন মারফৎ খবর আসে মুখে টেপ বাঁধা একটি কুকুর ঘুরে বেড়াচ্ছে ওল্লুরের স্থানীয় লোকালয়ে ৷ এরপরই ওই সংস্থাটি কুকুরটিকে উদ্ধার করতে যায় ৷ এরপর PAWS নামের ওই সংস্থাটির সদস্যরা বেশ কয়েকদিন ধরে কুকুরটিকে খুঁজতে থাকে ৷ PAWS - এর সেক্রেটারি রামচন্দ্রন সংবাদমাধ্যমকে জানায়, " ওই কুকুরটিতে যখন উদ্ধার করা হয় তখন তার মুখে শক্ত করে বাঁধা ছিল টেপ ৷ সেটি এতটাই শক্ত ছিল যে তার চামড়া ভেদ করে হাড় পর্যন্ত চলে গেছিল ৷ তার নাকের হাড় অবধি দেখা যাচ্ছিল ৷ আমরা প্রথমে ভাবি টেপটি হয়তো একটা স্তরে প্যাঁচানো ৷ কিন্তু টেপটি খুলতে গিয়ে দেখা যায় প্রায় কয়েক স্তর প্যাঁচানো ছিল টেপটি ৷ আমরা টেপটি খোলার পর কুকুরটি প্রায় 2 লিটার জল একবারে খেয়ে নেয় ৷ কারণ কুকুরটি প্রায় 2 সপ্তাহ জল কিংবা খাবার কিছু না খেয়ে ছিল ৷ কুকুরটিকে এরপর অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ৷ যদিও কুকুরেরা কয়েক সপ্তাহ না খেয়েও থাকতে পারে ৷ তবে এই কুকুরটি অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে ৷ "

  • Kerala: Volunteers of People for Animal Welfare Services rescued a dog that had its mouth sealed with insulation tape around it for two weeks in Ollur of Thrissur district. The dog has now been shifted to an animal shelter home. (10/6) pic.twitter.com/6St0KFneMd

    — ANI (@ANI) June 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রামচন্দ্রন আরও বলেন, " কুকুরটি নিশ্চই কারও পোষ্য ছিল ৷ কারণ তার গলায় কলার ছিল ৷ তবে, অনুমান ওই কুকুরটি বেশি ডাকার জন্যই হয়তো তার মুখ ওইভাবে বেঁধে দেওয়া হয় ৷ " PAWS সংস্থাটি প্রায় 11 টি পশু ক্যাম্প চালায় ৷ দেখাশোনা করে প্রায় 2 হাজারটি রাস্তার কুকুরের ৷ গত 7 বছরে প্রায় কয়েক হাজার পশু উদ্ধার করেছে এই সংস্থাটি ৷

কুকুর, বিড়ালের লেজে বাজি বেঁধে দেওয়া, পশুদের মারা কোনও নতুন বিষয় নয় ৷ পশুদের উপর অত্যাচারের একাধিক ঘটনা সামনে এসেছে এতদিন । পশু অত্যাচার রুখতে হাজারো আইন, সচেতনতার প্রচার চললেও সমাজের এক শ্রেণির মানসিকতায় কোনও পরিবর্তন হয়নি । আজও মানুষের অমানবিক আচরণে লজ্জায় মুখ ঢাকতে হয় মানুষকেই ৷

কোঝিকোড়, 11 জুন : ফের পশুর উপর মানুষের অত্যাচার ৷ আবারও কেরালা ৷ তবে এবার মালাপ্পুরাম নয়, ত্রিশূর ৷ গতকাল পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে একটি রাস্তার কুকুরকে ৷ অবস্থা ছিল শোচনীয় ৷ প্রায় 2 সপ্তাহ ধরে মুখ বেঁধে রাখা ছিল ইনসুলেশন টেপ দিয়ে ৷ মুখ বেঁধে করা হয়েছিল অত্যাচার ৷ ত্রিশূর জেলার ওল্লুরের ঘটনা ৷ তবে, বর্তমানে কুকুরটিকে উদ্ধার করে আবাসিক হোমে পাঠানো হয়েছে ৷

সম্প্রতি, কেরালায় অন্তঃসত্ত্বা হাতিকে আনারসে বাজি মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে । আর কিছু না বুঝেই তা খেয়ে মৃত্যু হয় সন্তানসহ হাতিটির । এবার কেরালার এই কুকুরের অত্যাচারের খবরে সরব পশুপ্রেমীরা ।

দু'দিন আগে ওই অ্যানিমেল ওয়েলফেয়ার সংস্থাটিতে ফোন মারফৎ খবর আসে মুখে টেপ বাঁধা একটি কুকুর ঘুরে বেড়াচ্ছে ওল্লুরের স্থানীয় লোকালয়ে ৷ এরপরই ওই সংস্থাটি কুকুরটিকে উদ্ধার করতে যায় ৷ এরপর PAWS নামের ওই সংস্থাটির সদস্যরা বেশ কয়েকদিন ধরে কুকুরটিকে খুঁজতে থাকে ৷ PAWS - এর সেক্রেটারি রামচন্দ্রন সংবাদমাধ্যমকে জানায়, " ওই কুকুরটিতে যখন উদ্ধার করা হয় তখন তার মুখে শক্ত করে বাঁধা ছিল টেপ ৷ সেটি এতটাই শক্ত ছিল যে তার চামড়া ভেদ করে হাড় পর্যন্ত চলে গেছিল ৷ তার নাকের হাড় অবধি দেখা যাচ্ছিল ৷ আমরা প্রথমে ভাবি টেপটি হয়তো একটা স্তরে প্যাঁচানো ৷ কিন্তু টেপটি খুলতে গিয়ে দেখা যায় প্রায় কয়েক স্তর প্যাঁচানো ছিল টেপটি ৷ আমরা টেপটি খোলার পর কুকুরটি প্রায় 2 লিটার জল একবারে খেয়ে নেয় ৷ কারণ কুকুরটি প্রায় 2 সপ্তাহ জল কিংবা খাবার কিছু না খেয়ে ছিল ৷ কুকুরটিকে এরপর অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ৷ যদিও কুকুরেরা কয়েক সপ্তাহ না খেয়েও থাকতে পারে ৷ তবে এই কুকুরটি অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে ৷ "

  • Kerala: Volunteers of People for Animal Welfare Services rescued a dog that had its mouth sealed with insulation tape around it for two weeks in Ollur of Thrissur district. The dog has now been shifted to an animal shelter home. (10/6) pic.twitter.com/6St0KFneMd

    — ANI (@ANI) June 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রামচন্দ্রন আরও বলেন, " কুকুরটি নিশ্চই কারও পোষ্য ছিল ৷ কারণ তার গলায় কলার ছিল ৷ তবে, অনুমান ওই কুকুরটি বেশি ডাকার জন্যই হয়তো তার মুখ ওইভাবে বেঁধে দেওয়া হয় ৷ " PAWS সংস্থাটি প্রায় 11 টি পশু ক্যাম্প চালায় ৷ দেখাশোনা করে প্রায় 2 হাজারটি রাস্তার কুকুরের ৷ গত 7 বছরে প্রায় কয়েক হাজার পশু উদ্ধার করেছে এই সংস্থাটি ৷

কুকুর, বিড়ালের লেজে বাজি বেঁধে দেওয়া, পশুদের মারা কোনও নতুন বিষয় নয় ৷ পশুদের উপর অত্যাচারের একাধিক ঘটনা সামনে এসেছে এতদিন । পশু অত্যাচার রুখতে হাজারো আইন, সচেতনতার প্রচার চললেও সমাজের এক শ্রেণির মানসিকতায় কোনও পরিবর্তন হয়নি । আজও মানুষের অমানবিক আচরণে লজ্জায় মুখ ঢাকতে হয় মানুষকেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.