সৌরমণ্ডলে পৃথিবীর নিকট গ্রহ শুক্রে কি প্রাণের অস্তিত্ব রয়েছে ? সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় এমনি ইঙ্গিত উঠে আসছে । তবে, এখনি এবিষয়ে কিছু নিশ্চিত করে জানাননি বিজ্ঞানীরা ।
উল্লেখ্য, শুক্র গ্রহে ফসফাইন গ্যাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে । পৃথিবীতে এই ফসফাইন গ্যাস জৈব পদার্থ থেকে নির্গত হয় । শুক্র গ্রহে এই গ্যাসের অস্তিত্ব পাওয়ার পরই নতুন জল্পনা শুরু হয়েছে । মনে করা হচ্ছে, শুক্র গ্রহে জৈব গ্যাস রয়েছে । যার থেকেই এই ফসফাইন গ্যাস তৈরি হয়েছে । তবে বিজ্ঞানীদের মতে, এই গ্যাসের উপস্থিতির ফলেই যে এখানে প্রাণ রয়েছে এমনটা বলা যায় না ।
প্রসঙ্গত, হওয়াই দ্বীপপুঞ্জ ও চিলির আটাকামা মরুভূমিতে বিশেষ টেলিস্কোপ বসিয়ে শুক্র গ্রহের ওপরে ৬০ কিলোমিটার উর্দ্ধে মেঘের ওপরের স্তরের আবহাওয়া পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা । পরীক্ষা চলাকালীন এই গ্যাসের উপস্থিতি টের পান বিজ্ঞানীরা । তবে, এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা দরকার । শুক্র গ্রহে দিনের বেলা এতটাই তাপমাত্রা বেড়ে যায় যে সিসা পর্যন্ত গলে যেতে পারে । এমনকি এই গ্রহের বায়ুমণ্ডলে বেশিরভাগটাই কার্বন ডাই অক্সাইড রয়েছে ।
তাই, ফসফাইন গ্যাসের উপস্থিতি এটা প্রমাণ করে না যে এই গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে । তবে, এই গ্যাসের উৎপত্তি কি ভাবে হলো তা পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা ।
কার্ডিফ ইউনিভার্সিটির স্কুল অফ ফিজিক্স ও অ্যাস্ট্রোনমি বিভাগের অধ্যাপক যেন গ্রীভস বলেন যে, " শুধুমাত্র এই গ্যাসের উপস্থিতির ফলেই এই সিদ্ধান্তে আসা যায় না যে শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে । শুক্র গ্রহের আবহাওয়া যা তাতে সেখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয় । তবে, এই গ্যাসের উৎপত্তি কিভাবে হলো তা পরীক্ষা করে দেখা হচ্ছে । "