ETV Bharat / bharat

জলের বদলে স্যানিটাইজ়ার খেয়ে ফেললেন স্বাস্থ্য আধিকারিক ! - জল খেতে গিয়ে স্যানিটাইজ়ার

জল খেতে গিয়ে অসাবধানতাবশত হ্যান্ড স্যানিটাইজ়ার খেয়ে ফেললেন জেলার স্বাস্থ্য আধিকারিক । অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম জেলার ঘটনা ।

SANITIZER INSTEAD OF WATER
SANITIZER INSTEAD OF WATER
author img

By

Published : Apr 10, 2020, 3:55 PM IST

অনন্তপুরম, 10 এপ্রিল : ছোট্ট একটা ভুল । কিন্তু, সেই ভুলই ডেকে আনল যত বিপদ । ভুল করে জলের বদলে স্যানিটাইজ়ার গলায় ঢেলে ফেললেন জেলার স্বাস্থ্য আধিকারিক । অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম জেলার ঘটনা ।

দেশজুড়ে কোরানা মোকাবিলায় লকডাউনের মধ্যে স্বাভাবিকভাবেই চাপে প্রশাসনিক কর্তারা । ইতিমধ্যেই কোরানা থাবা বসিয়েছে প্রায় সব রাজ্যেই । বর্তমানে অন্ধ্রপ্রদেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 348 জন । এর মধ্যে অনন্তপুরম জেলায় আক্রান্ত 13 । কোরোনার সংক্রমণে রাজ্যের 4টি মৃত্যুর মধ্যে দু'টিই অনন্তপুরম জেলার । এই পরিস্থিতিতে প্রচণ্ড চাপে নাওয়া-খাওয়ার সময় পাচ্ছেন না স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক কর্তারা । এরই মধ্যে আজ সকালে জল খেতে গিয়ে অসাবধানতাবশত হ্যান্ড স্যানিটাইজ়ার খেয়ে ফেললেন জেলার স্বাস্থ্য আধিকারিক ।

বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

অনন্তপুরম, 10 এপ্রিল : ছোট্ট একটা ভুল । কিন্তু, সেই ভুলই ডেকে আনল যত বিপদ । ভুল করে জলের বদলে স্যানিটাইজ়ার গলায় ঢেলে ফেললেন জেলার স্বাস্থ্য আধিকারিক । অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম জেলার ঘটনা ।

দেশজুড়ে কোরানা মোকাবিলায় লকডাউনের মধ্যে স্বাভাবিকভাবেই চাপে প্রশাসনিক কর্তারা । ইতিমধ্যেই কোরানা থাবা বসিয়েছে প্রায় সব রাজ্যেই । বর্তমানে অন্ধ্রপ্রদেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 348 জন । এর মধ্যে অনন্তপুরম জেলায় আক্রান্ত 13 । কোরোনার সংক্রমণে রাজ্যের 4টি মৃত্যুর মধ্যে দু'টিই অনন্তপুরম জেলার । এই পরিস্থিতিতে প্রচণ্ড চাপে নাওয়া-খাওয়ার সময় পাচ্ছেন না স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক কর্তারা । এরই মধ্যে আজ সকালে জল খেতে গিয়ে অসাবধানতাবশত হ্যান্ড স্যানিটাইজ়ার খেয়ে ফেললেন জেলার স্বাস্থ্য আধিকারিক ।

বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.