ETV Bharat / bharat

ভারতের নতুন উপকূলরক্ষী প্রধান কে নটরাজন - rajendra singh

অবসর নিলেন ভারতের উপকূলরক্ষী প্রধান রাজেন্দ্র সিং । তাঁর জায়গায় দায়িত্ব নিলেন কে নটরাজন ।

কে নটরাজন
author img

By

Published : Jun 30, 2019, 3:04 PM IST

Updated : Jun 30, 2019, 3:15 PM IST

দিল্লি, 30 জুন : অবসর নিলেন ভারতের উপকূলরক্ষী প্রধান রাজেন্দ্র সিং । তাঁর জায়গায় দায়িত্ব নিলেন কে নটরাজন ।

রাজেন্দ্র সিং 1980 সালে ভারতীর উপকূল রক্ষীবাহিনীতে যোগদান করেন । দক্ষতা দেখিয়ে পরবর্তীতে ফ্ল্যাগশিপ অফিসার হন । যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই অফিসার PTM সম্মান পান 2007 সালে ।

কে নটরাজন এতদিন ছিলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল । তিনি পশ্চিমে গুজরাত থেকে কেরল পর্যন্ত উপকূল রক্ষীবাহিনীর দায়িত্ব সামলেছেন । এর আগে উপকূল রক্ষীবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি ।

দিল্লি, 30 জুন : অবসর নিলেন ভারতের উপকূলরক্ষী প্রধান রাজেন্দ্র সিং । তাঁর জায়গায় দায়িত্ব নিলেন কে নটরাজন ।

রাজেন্দ্র সিং 1980 সালে ভারতীর উপকূল রক্ষীবাহিনীতে যোগদান করেন । দক্ষতা দেখিয়ে পরবর্তীতে ফ্ল্যাগশিপ অফিসার হন । যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই অফিসার PTM সম্মান পান 2007 সালে ।

কে নটরাজন এতদিন ছিলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল । তিনি পশ্চিমে গুজরাত থেকে কেরল পর্যন্ত উপকূল রক্ষীবাহিনীর দায়িত্ব সামলেছেন । এর আগে উপকূল রক্ষীবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি ।

Indore (Madhya Pradesh), June 30 (ANI): Bharatiya Janata Party (BJP) Member of Legislative Assembly (MLA) and Kailash Vijayvargiya's son Akash Vijayvargiya got released from jail in Madhya Pradesh's Indore today. While speaking to ANI on this matter, Akash Vijayvargiya said, "In situation when a woman was being dragged in front of police, I couldn't think of doing anything else, not embarrassed at what I did. But I pray to god 'ki vo dobara ballebazi karne ka avsar na de.'" He was granted bail by Bhopal's Special Court on Saturday. He was arrested for thrashing a Municipal Corporation officer with a cricket bat on June 26.

Last Updated : Jun 30, 2019, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.