ETV Bharat / bharat

চলতি মাসেই ফের চালু হচ্ছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা

2008 সালে এই দুই শহরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দেয় এয়ার ইন্ডিয়া । পরে 2009-এর মার্চে ব্রিটিশ এয়ারওয়েজ়ও সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দেয় । যার ফলে বন্ধ হয়ে যায় লন্ডন-কলকাতা বিমান পরিষেবা ।

file photo
ফাইল ফোটো
author img

By

Published : Sep 4, 2020, 11:13 AM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : প্রায় এক দশক পর ফের চালু হতে চলেছে লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা । সব ঠিক থাকলে চলতি মাসের 16 তারিখ নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর ও হেথরো এয়ারপোর্টের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল শুরু হবে । আপাতত 24 অক্টোবর পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে । "বন্দে ভারত মিশন"-এর আওতায় ফিরিয়ে আনা হবে লন্ডনে আটকে পড়া ভারতীয়দের । তবে আগামীদিনেও দুই শহরের মধ্যে সরাসরি এই বিমান পরিষেবা চালু থাকবে বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়া ।

2008 সালে এই দুই শহরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দেয় এয়ার ইন্ডিয়া । পরে 2009-এর মার্চে ব্রিটিশ এয়ারওয়েজ়ও সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দেয় । যার ফলে বন্ধ হয়ে যায় লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা ।

বিদেশ থেকে এলে সংক্রমণের পরিমাণ বাড়তে পারে একথা ভেবে এর আগে "বন্দে ভারত মিশন"-এর কোনও বিমানই কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি দেয়নি রাজ্য সরকার । কিন্তু এবার এই মিশনেরই আওতায় লন্ডন-কলকাতা বিমান পরিষেবার ক্ষেত্রে সদর্থক ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানা গেছে । তবে অবশ্যই এই বিমানগুলিতে এলে একাধিক নিয়ম মানা জরুরি বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ।

এক্ষেত্রে লন্ডন থেকে কলকাতাগামী বিমানের প্রত্যেক কর্মী ও বিমানযাত্রীদের RT-PCR টেস্ট করাতে হবে । বিমানে ওঠার আগে সেই টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে তাঁদের। বিমান কলকাতা পৌঁছালে এখানেও টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ।

এবিষয়ে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (ইস্ট) চেয়ারম্যান মানব সোনি বলেন, "এই সরাসরি বিমান পরিষেবা চালুর কথাবার্তা চলছে ফেব্রুয়ারি মাস থেকে । আমাদের ভালো লাগছে লন্ডনে আটকে পড়া ভারতীয়রা বিশেষ করে বাঙালিরা দুর্গাপুজোয় রাজ্যে ফিরতে পারবেন । তাঁরা প্রতি বছরই হয়তো ফেরেন । এবারে চাপে ছিলেন । তাই আমরা সেপ্টেম্বর- অক্টোবরের মধ্যেই পরিষেবা পুনরায় চালু করছি ।"

আপাতত 12 জোড়া বিমানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া । পরিকল্পনা অনুযায়ী, কলকাতা থেকে লন্ডনগামী বিমান চলবে প্রতি বৃহস্পতিবার ও রবিবার করে । এবং লন্ডন থেকে কলকাতাগামী বিমান ছাড়বে বুধবার আর শনিবার করে । প্রথমক্ষেত্রে ভাড়া লাগবে 35 হাজার । দ্বিতীয় ক্ষেত্রে 38 হাজার । সংস্থার তরফে জানানো হয়েছে, তারা আগামীদিনেও এই বিমান পরিষেবা চালু রাখতে আগ্রহী । অনেকেই বলছেন, রাজ্য সরকারও এই পরিষেবা চালু রাখার পক্ষেই ।

এবিষয়ে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান (ইস্ট) অনিল পঞ্জাবি জানান, ট্রাভেল এজেন্টদের জন্য ভালো খবর ।

কলকাতা, 4 সেপ্টেম্বর : প্রায় এক দশক পর ফের চালু হতে চলেছে লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা । সব ঠিক থাকলে চলতি মাসের 16 তারিখ নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর ও হেথরো এয়ারপোর্টের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল শুরু হবে । আপাতত 24 অক্টোবর পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে । "বন্দে ভারত মিশন"-এর আওতায় ফিরিয়ে আনা হবে লন্ডনে আটকে পড়া ভারতীয়দের । তবে আগামীদিনেও দুই শহরের মধ্যে সরাসরি এই বিমান পরিষেবা চালু থাকবে বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়া ।

2008 সালে এই দুই শহরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দেয় এয়ার ইন্ডিয়া । পরে 2009-এর মার্চে ব্রিটিশ এয়ারওয়েজ়ও সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দেয় । যার ফলে বন্ধ হয়ে যায় লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা ।

বিদেশ থেকে এলে সংক্রমণের পরিমাণ বাড়তে পারে একথা ভেবে এর আগে "বন্দে ভারত মিশন"-এর কোনও বিমানই কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি দেয়নি রাজ্য সরকার । কিন্তু এবার এই মিশনেরই আওতায় লন্ডন-কলকাতা বিমান পরিষেবার ক্ষেত্রে সদর্থক ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানা গেছে । তবে অবশ্যই এই বিমানগুলিতে এলে একাধিক নিয়ম মানা জরুরি বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ।

এক্ষেত্রে লন্ডন থেকে কলকাতাগামী বিমানের প্রত্যেক কর্মী ও বিমানযাত্রীদের RT-PCR টেস্ট করাতে হবে । বিমানে ওঠার আগে সেই টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে তাঁদের। বিমান কলকাতা পৌঁছালে এখানেও টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ।

এবিষয়ে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (ইস্ট) চেয়ারম্যান মানব সোনি বলেন, "এই সরাসরি বিমান পরিষেবা চালুর কথাবার্তা চলছে ফেব্রুয়ারি মাস থেকে । আমাদের ভালো লাগছে লন্ডনে আটকে পড়া ভারতীয়রা বিশেষ করে বাঙালিরা দুর্গাপুজোয় রাজ্যে ফিরতে পারবেন । তাঁরা প্রতি বছরই হয়তো ফেরেন । এবারে চাপে ছিলেন । তাই আমরা সেপ্টেম্বর- অক্টোবরের মধ্যেই পরিষেবা পুনরায় চালু করছি ।"

আপাতত 12 জোড়া বিমানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া । পরিকল্পনা অনুযায়ী, কলকাতা থেকে লন্ডনগামী বিমান চলবে প্রতি বৃহস্পতিবার ও রবিবার করে । এবং লন্ডন থেকে কলকাতাগামী বিমান ছাড়বে বুধবার আর শনিবার করে । প্রথমক্ষেত্রে ভাড়া লাগবে 35 হাজার । দ্বিতীয় ক্ষেত্রে 38 হাজার । সংস্থার তরফে জানানো হয়েছে, তারা আগামীদিনেও এই বিমান পরিষেবা চালু রাখতে আগ্রহী । অনেকেই বলছেন, রাজ্য সরকারও এই পরিষেবা চালু রাখার পক্ষেই ।

এবিষয়ে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান (ইস্ট) অনিল পঞ্জাবি জানান, ট্রাভেল এজেন্টদের জন্য ভালো খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.