দিল্লি, 20 জুন : সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম। টানা 14 দিন। আজ পেট্রলের দাম লিটার প্রতি 51 পয়সা ও ডিজ়েলের দাম লিটার প্রতি 61 পয়সা বৃদ্ধি পেয়েছে।
আজ কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম 80.13 টাকা। অপরদিকে লিটার প্রতি ডিজ়েলের দাম 71.96 টাকা। অপরদিকে, রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম 78.88 টাকা ও লিটার প্রতি ডিজ়েলের দাম 77.67 টাকা। অপরদিকে, চেন্নাইতে পেট্রলের দাম লিটার প্রতি 82.27 টাকা। ডিজ়েলের দাম 75.29 টাকা। মুম্বইতে পেট্রলের দাম লিটার প্রতি 85.70 টাকা ও ডিজ়েলের দাম লিটার প্রতি 76.11টাকা। উল্লেখ্য, রাজ্যগুলোর VAT এর উপর নির্ভর করেই নির্ধারিত হয় পেট্রল-ডিজ়েলের দাম।
টানা 82 দিন পর গত 7 জুন থেকে দাম বাড়তে শুরু করেছে পেট্রল-ডিজ়েলের। তারপর থেকে দিনের পর দিন বেড়েই চলেছে পেট্রল-ডিজ়েলের দাম। অপরদিকে, পেট্রল-ডিজ়েলের দাম বাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে। উল্লেখ্য, লকডাউনের সময় তেলের দাম বৃদ্ধি বন্ধ থাকলেও, এখন আর তেলের দাম কমছে না। অপরদিকে বিশ্ব বাজারে তেলের দাম তলানিতে এসে ঠেকেছে। কিন্তু, তা সত্ত্বেও ভারতে পেট্রল-ডিজ়েলের দাম কমছে না। সূত্রের খবর, কেন্দ্র ও রাজ্য সরকারগুলো কোরোনা সংকট কাটিয়ে উঠতে জ্বালানির উপর শুল্ক ধার্য করতে পারে।