ETV Bharat / bharat

বিহারের দুটি ঘটনায় 8 জনের অস্বাভাবিক মৃত্যু - mujjafarpur

মধুবন গ্রামের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের ৷ অন্যদিকে রোহতাস জেলার একটি খাল থেকে উদ্ধার চারজনের মৃতদেহ৷

সেপটিক ট্যাঙ্ক ও খাল থেকে উদ্ধার মৃতদেহ
author img

By

Published : Sep 10, 2019, 2:13 PM IST

মুজফফরপুর ও রোহতাস, 10 অগাস্ট: বিহারের দুটি দুর্ঘটনায় একই পরিবারের চারজন সহ মোট আটজনের মৃত্যু হল ৷ সেপটিক ট্যাঙ্কে নেমে দমবন্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের চারজনের ৷ মুজফফরপুরের মীনাপুর ব্লকের মধুবন গ্রামের ঘটনা ৷ আজ সকাল 8টায় দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ অন্যদিকে রোহতাস জেলার নোকা এলাকার আমেঠি রাজ ওয়ারের একটি খাল থেকে উদ্ধার হয় চারটি মৃতদেহ ৷ তাদের মধ্যে একটি দেহ মহিলার, দু'টি নাবালিকার ও একটি শিশুর ৷ নাবালিকাদের বয়স আনুমানিক 10 বছর ও 8 বছর ৷

মধুবন গ্রামের এক বাসিন্দা মধুসূদন সাহানি এক মাস আগে শৌচালয়টি তৈরি করেছিলেন ৷ আজ সকালে তিনি শৌচালয়ের সেপটিক ট্যাঙ্কটি পরিষ্কারের জন্য ভিতরে নামেন ৷ কিছুসময় পর তিনি উঠছেন না দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ খবর দেওয়া হয় তাঁর পরিবারের সদস্যদের ৷ তাঁকে উদ্ধার করতে ট্যাঙ্কে পরপর নামেন তাঁর ছেলে কৌশল কুমার, ভাইপো বীরকুমার সাহানি, ভাই ধর্মেন্দ্র সাহানি ৷ কিন্তু ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাঁদের প্রত্যেকের মৃত্যু হয় ৷ জেলা প্রশাসনের তরফে একটি প্রতিনিধি দল গ্রামে পৌঁছায় ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

অন্যদিকে রোহতাসের খাল থেকে উদ্ধার মৃত মহিলা সহ বাকিদের পরিচয় এখনও জানা যায়নি ৷ মনে করা হচ্ছে তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

মুজফফরপুর ও রোহতাস, 10 অগাস্ট: বিহারের দুটি দুর্ঘটনায় একই পরিবারের চারজন সহ মোট আটজনের মৃত্যু হল ৷ সেপটিক ট্যাঙ্কে নেমে দমবন্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের চারজনের ৷ মুজফফরপুরের মীনাপুর ব্লকের মধুবন গ্রামের ঘটনা ৷ আজ সকাল 8টায় দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ অন্যদিকে রোহতাস জেলার নোকা এলাকার আমেঠি রাজ ওয়ারের একটি খাল থেকে উদ্ধার হয় চারটি মৃতদেহ ৷ তাদের মধ্যে একটি দেহ মহিলার, দু'টি নাবালিকার ও একটি শিশুর ৷ নাবালিকাদের বয়স আনুমানিক 10 বছর ও 8 বছর ৷

মধুবন গ্রামের এক বাসিন্দা মধুসূদন সাহানি এক মাস আগে শৌচালয়টি তৈরি করেছিলেন ৷ আজ সকালে তিনি শৌচালয়ের সেপটিক ট্যাঙ্কটি পরিষ্কারের জন্য ভিতরে নামেন ৷ কিছুসময় পর তিনি উঠছেন না দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ খবর দেওয়া হয় তাঁর পরিবারের সদস্যদের ৷ তাঁকে উদ্ধার করতে ট্যাঙ্কে পরপর নামেন তাঁর ছেলে কৌশল কুমার, ভাইপো বীরকুমার সাহানি, ভাই ধর্মেন্দ্র সাহানি ৷ কিন্তু ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাঁদের প্রত্যেকের মৃত্যু হয় ৷ জেলা প্রশাসনের তরফে একটি প্রতিনিধি দল গ্রামে পৌঁছায় ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

অন্যদিকে রোহতাসের খাল থেকে উদ্ধার মৃত মহিলা সহ বাকিদের পরিচয় এখনও জানা যায়নি ৷ মনে করা হচ্ছে তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Badharghat (Tripura), Sep 10 (ANI): The police recovered 40, 560 bottles of Phensedyl worth over Rs 22.5 lakh from a godown in Tripura's Badharghat town on September 09. While speaking to ANI, the Police Official said, "We have arrested the owner of the godown and manager has also been detained." Badharghat Assembly constituency in Tripura will undergo by-elections on September 23. The cough syrup Phensedyl is often used as an addictive drug.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.