ETV Bharat / bharat

পাকিস্তান ও চিন সীমান্তে 'ধনুশ' রাখবে ভারত

38 কিলোমিটারের রেঞ্জে ফায়ারিং করতে পারে ধনুশ ৷ বর্তমানে ছয়টি ধনুশ রয়েছে ভারতীয় সেনার কাছে ৷ আরও 108টি কামান 2022-র মধ্যে হস্তান্তর করা হবে ৷

স্বল্প পাল্লার হালকা কামান ধনুশ
স্বল্প পাল্লার হালকা কামান ধনুশ
author img

By

Published : Jul 8, 2020, 7:01 AM IST

স্বল্প পাল্লার হালকা কামান ধনুশ ৷ ভারতীয় সেনা এই কামানটি ব্যবহার করে ৷ 2018 সালে সমস্ত পরীক্ষা শেষ হয় এই কামানের ৷ তারপর 2019 সালে এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় ৷

স্বল্প পাল্লার হালকা কামান ধনুশ
স্বল্প পাল্লার হালকা কামান ধনুশ

ভারতীয় সেনার কাছে কতগুলি ধনুশ রয়েছে ?

ভারতীয় সেনার তরফে 114টি ইউনিট অর্ডার দেওয়া হয়েছিল ৷ কিন্তু বর্তমানে ছয়টি হস্তান্তর করা হয়েছে ৷ বাকি কামানগুলি 2022-র মধ্যে হস্তান্তর করা হবে ৷

ধনুশ কামানের বৈশিষ্ট্য
ধনুশ কামানের বৈশিষ্ট্য

ধনুশের ইতিহাস

105 মিলিমিটার ইন্ডিয়ান ফিল্ড গান, 105 মিলিমিটার লাইট ফিল্ড গান ও রাশিয়ান 122 মিলিমিটার গানের পরিবর্তে এই মর্ডান 155 মিলিমিটার আর্টিলারি গান তৈরি করার জন্য ধনুশ প্রজেক্ট শুরু করেছিল অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড ৷

1970-র সময়ে জবলপুরের গান ক্যারেজ ফ্যাক্টরিতে ব্রিগেডিয়ার গুরদয়াল সিংয়ের অধীনে একটি আর্টিলারি গান ডেভেলপমেন্ট টিম আর্টিলারি বন্দুক তৈরির কাজ শুরু করে ৷ তারপরই ভারতীয় সেনার অস্ত্রের ভান্ডারে সংযুক্ত হয় 105 মিলিমিটারের আর্টিলারি গান ৷ তারপরে সময়ের সঙ্গে পরিবর্তন হতে থাকে এই আর্টিলারি গানের ধরন ৷ পরে 2016 সালের জুলাই মাসে ভারতীয় সেনার কাছে তিনটি ধনুশ কামান হস্তান্তর করা হয় ৷ ব্যাটারি পরীক্ষা 2017 সালে শেষ হওয়ার পর প্রতি বছর কয়েক দফায় মোট 114টি ধনুশ হস্তান্তর করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল ৷

2019 সালের এপ্রিল মাসে এই হালকা কামান ভারতীয় সেনায় যুক্ত হয় ৷ এই কামানগুলি পাকিস্তান ও চিনা সীমান্তে মোতায়েন করা হবে ৷ ফায়ারিংয়ের নতুন রেঞ্জ ছাড়াও গোলাবারুদ লোড হওয়ার স্বয়ংক্রিয়তার কারণে আপগ্রেড করা ধনুশ পরিচালনা করা সহজ হবে । শুধু ধনুশ নয়, আর্টিলারি গান, ট্যাঙ্ক, বোমা, রকেট, অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান, প্যারাশুটও বানায় অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড ৷

স্বল্প পাল্লার হালকা কামান ধনুশ ৷ ভারতীয় সেনা এই কামানটি ব্যবহার করে ৷ 2018 সালে সমস্ত পরীক্ষা শেষ হয় এই কামানের ৷ তারপর 2019 সালে এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় ৷

স্বল্প পাল্লার হালকা কামান ধনুশ
স্বল্প পাল্লার হালকা কামান ধনুশ

ভারতীয় সেনার কাছে কতগুলি ধনুশ রয়েছে ?

ভারতীয় সেনার তরফে 114টি ইউনিট অর্ডার দেওয়া হয়েছিল ৷ কিন্তু বর্তমানে ছয়টি হস্তান্তর করা হয়েছে ৷ বাকি কামানগুলি 2022-র মধ্যে হস্তান্তর করা হবে ৷

ধনুশ কামানের বৈশিষ্ট্য
ধনুশ কামানের বৈশিষ্ট্য

ধনুশের ইতিহাস

105 মিলিমিটার ইন্ডিয়ান ফিল্ড গান, 105 মিলিমিটার লাইট ফিল্ড গান ও রাশিয়ান 122 মিলিমিটার গানের পরিবর্তে এই মর্ডান 155 মিলিমিটার আর্টিলারি গান তৈরি করার জন্য ধনুশ প্রজেক্ট শুরু করেছিল অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড ৷

1970-র সময়ে জবলপুরের গান ক্যারেজ ফ্যাক্টরিতে ব্রিগেডিয়ার গুরদয়াল সিংয়ের অধীনে একটি আর্টিলারি গান ডেভেলপমেন্ট টিম আর্টিলারি বন্দুক তৈরির কাজ শুরু করে ৷ তারপরই ভারতীয় সেনার অস্ত্রের ভান্ডারে সংযুক্ত হয় 105 মিলিমিটারের আর্টিলারি গান ৷ তারপরে সময়ের সঙ্গে পরিবর্তন হতে থাকে এই আর্টিলারি গানের ধরন ৷ পরে 2016 সালের জুলাই মাসে ভারতীয় সেনার কাছে তিনটি ধনুশ কামান হস্তান্তর করা হয় ৷ ব্যাটারি পরীক্ষা 2017 সালে শেষ হওয়ার পর প্রতি বছর কয়েক দফায় মোট 114টি ধনুশ হস্তান্তর করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল ৷

2019 সালের এপ্রিল মাসে এই হালকা কামান ভারতীয় সেনায় যুক্ত হয় ৷ এই কামানগুলি পাকিস্তান ও চিনা সীমান্তে মোতায়েন করা হবে ৷ ফায়ারিংয়ের নতুন রেঞ্জ ছাড়াও গোলাবারুদ লোড হওয়ার স্বয়ংক্রিয়তার কারণে আপগ্রেড করা ধনুশ পরিচালনা করা সহজ হবে । শুধু ধনুশ নয়, আর্টিলারি গান, ট্যাঙ্ক, বোমা, রকেট, অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান, প্যারাশুটও বানায় অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.