ETV Bharat / bharat

লকডাউনের পর প্রথম, একদিনে তিরুপতি বালাজিতে প্রণামি কোটি টাকা - কোরোনা সংক্রমণ

মার্চের মাঝামাঝিতে কোরোনা সংক্রমণের জেরে সব মন্দিরের মতোই বন্ধ হয়ে যায় দেশের অন্যতম বড় মন্দির তিরুপতি বালাজি । পরে শনিবার ভক্ত সমাগত হয় মন্দিরে । প্রণামি বাক্স থেকে মিলেছে 1.02 কোটি টাকা ।

ছবি
ছবি
author img

By

Published : Sep 7, 2020, 8:29 PM IST

তিরুমালা, 7 সেপ্টেম্বর : প্রায় 80 দিন পর 11 জুন দর্শনার্থীদের জন্য খোলে তিরুপতি বালাজি মন্দির । তারপর থেকে সেভাবে আয় হয়নি মন্দির কর্তৃপক্ষের । আগে যেভাবে একদিনে কোটি কোটি টাকা আয় ছিল তাতে ভাটা পড়ে । এবার প্রায় তিন মাস ফের একদিনে প্রণামি ছাড়াল এক কোটি টাকা । শনিবার ভক্ত সমাগম বেশি হওয়ায় 1.02 কোটি টাকা আয় হয়েছে বলে জানাল মন্দির কর্তৃপক্ষ ।

মার্চের মাঝামাঝিতে কোরোনা সংক্রমণের জেরে সব মন্দিরের মতোই বন্ধ হয়ে যায় দেশের অন্যতম বড় মন্দির তিরুপতি বালাজি । তারপর থেকে আনলক হওয়া পর্যন্ত ভক্তদের জন্য বন্ধই ছিল অন্ধ্রপ্রদেশের এই মন্দিরের দরজা । পরে আনলকের প্রথম পর্বে 11 জুন মন্দির স্যানিটাইজ় করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় । কিন্তু সংক্রমণের ভয়ে বাড়ি থেকে না বেরোনোয় সেভাবে ভক্ত সমাগত হয়নি মন্দিরে । প্রণামি বাক্সেও পড়েনি টাকা ।

তিরুপতি বালাজি মন্দির ট্রাস্ট তিরুমালা তিরুপতি দেবাস্থনম জানিয়েছে, শনিবার মোট 13 হাজার 486 জন ভক্তের সমাগম হয়েছিল । প্রণামি বাক্সে দান করেছেন 1.02 কোটি টাকা । লকডাউনের পর থেকে এই প্রথম এক কোটির গণ্ডি পেরোল এই দানের অঙ্ক ।

তিরুমালা, 7 সেপ্টেম্বর : প্রায় 80 দিন পর 11 জুন দর্শনার্থীদের জন্য খোলে তিরুপতি বালাজি মন্দির । তারপর থেকে সেভাবে আয় হয়নি মন্দির কর্তৃপক্ষের । আগে যেভাবে একদিনে কোটি কোটি টাকা আয় ছিল তাতে ভাটা পড়ে । এবার প্রায় তিন মাস ফের একদিনে প্রণামি ছাড়াল এক কোটি টাকা । শনিবার ভক্ত সমাগম বেশি হওয়ায় 1.02 কোটি টাকা আয় হয়েছে বলে জানাল মন্দির কর্তৃপক্ষ ।

মার্চের মাঝামাঝিতে কোরোনা সংক্রমণের জেরে সব মন্দিরের মতোই বন্ধ হয়ে যায় দেশের অন্যতম বড় মন্দির তিরুপতি বালাজি । তারপর থেকে আনলক হওয়া পর্যন্ত ভক্তদের জন্য বন্ধই ছিল অন্ধ্রপ্রদেশের এই মন্দিরের দরজা । পরে আনলকের প্রথম পর্বে 11 জুন মন্দির স্যানিটাইজ় করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় । কিন্তু সংক্রমণের ভয়ে বাড়ি থেকে না বেরোনোয় সেভাবে ভক্ত সমাগত হয়নি মন্দিরে । প্রণামি বাক্সেও পড়েনি টাকা ।

তিরুপতি বালাজি মন্দির ট্রাস্ট তিরুমালা তিরুপতি দেবাস্থনম জানিয়েছে, শনিবার মোট 13 হাজার 486 জন ভক্তের সমাগম হয়েছিল । প্রণামি বাক্সে দান করেছেন 1.02 কোটি টাকা । লকডাউনের পর থেকে এই প্রথম এক কোটির গণ্ডি পেরোল এই দানের অঙ্ক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.