পটনা, 9 নভেম্বর : কোরোনা পরিস্থিতিতেও বিহারে 57.05 শতাংশ ভোট পড়েছে । 2015-র তুলনায় যা বেশি । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সেবছর ভোট পড়েছিল 56.66 শতাংশ ।
সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে ভোটদানের হার উল্লেখযোগ্য । কোরোনা পরিস্থিতিতে কতজন বুথমুখী হবেন, তা নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল । কিন্তু ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে উৎসাহের সঙ্গে ভোটারদের দেখা যায় । ভোট দিতে যাওয়ার জন্য কোথাও সাময়িকভাবে বাঁশের সেতু তৈরি করা হয় । আবার কোথাও দেখা যায় খাটিয়াতে করে বৃদ্ধ ভোটারকে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন তাঁর পরিবারেরসদস্যরা ।
এবছর 59.69 শতাংশ মহিলা ভোটার ভোট দিয়েছেন । প্রথম ও দ্বিতীয় দফার তুলনায় তৃতীয় দফায় ভোটের হার বেশি ছিল । প্রথম দফায় ভোট পড়েছে 55.68 শতাংশ । দ্বিতীয় দফায় পড়েছে 55.70 শতাংশ । গত বছর লোকসভা নির্বাচনে 57.33 শতাংশ ভোট পড়ে ।