দিল্লি, 19 সেপ্টেম্বর : সংসদে চিকিৎসকদের হেনস্থা ঠেকাতে আজ কেন্দ্রের নয়া বিল পেশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন । সেই বিলের তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ।
রাজ্যসভায় মহামারি সংশোধনী বিল নিয়ে বিতর্কের মাঝে ডেরেক ওব্রায়েন বলেন, "আপনি এখন স্বাস্থ্য কর্মীদের কথা ভাবছেন? বাংলায় স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সম্পত্তির ক্ষতি প্রতিরোধ আইন 2009 রয়েছে । এই বিল রাজ্যের উপরে সংবিধান বহির্ভূতভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।" তিনি বলেন, "এভাবে সংবিধান লঙ্ঘন করতে পারেন না । আপনি আপনার কাজ করুন । মুখ্যমন্ত্রীদের তাঁদের কাজ করতে দিন । এই বিলটিতে এমন কিছু নিয়ম রয়েছে যার ফলাফল ভালো হবে না ।"
এর আগে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সংসদের উচ্চকক্ষে বিবেচনার জন্য বিলটি উত্থাপন করেছিলেন । তিনি বলেন, "2020 সালে, বিশ্বজুড়ে এমনকী দেশেও একটি অসাধারণ পরিস্থিতি দেখা দিয়েছে । COVID-19 মোকাবিলার সঙ্গে জড়িত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে কোনও না কোনও রূপে অপমান করা হয়েছে । কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং দেখা গেছে যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে একটি আইনের দরকার ছিল । সেই উদ্দেশেই এই বিল আনা হল ।"