ETV Bharat / bharat

ঘন কুয়াশা, গাড়ি দুর্ঘটনায় মৃত 6 - দিল্লি

11 জনই একটি গাড়ি করে সম্বল থেকে দিল্লি যাচ্ছিল ৷ কিন্তু রবিবার রাতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম থাকায় চালক নিয়ন্ত্রণ হারান ৷ রাস্তার পাশে ক্যানেলে গাড়িটি পড়ে যায় ৷

image
ঘন কুয়াশা
author img

By

Published : Dec 30, 2019, 8:23 AM IST

Updated : Dec 30, 2019, 12:22 PM IST

নয়ডা, 30 ডিসেম্বর : ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা কম থাকায় দুর্ঘটনার কবলে গাড়ি ৷ মৃত্যু হল 6 জনের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ৷ গুরতর আহত আরও 5 জন ৷

পুলিশ সূত্রে পাওয়া খরব অনুযায়ী, মোট 11 জনই একটি গাড়ি করে সম্ভল থেকে দিল্লি যাচ্ছিল ৷ কিন্তু রবিবার রাতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম থাকায় চালক নিয়ন্ত্রণ হারান ৷ রাস্তার পাশে ক্যানেলে গাড়িটি পড়ে যায় ৷ 11 জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে 6 জনকে মৃত ঘোষণা করা হয় ৷ বাকি 5 জন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ৷

কয়েকদিন ধরের ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে গোটা দিল্লি জুড়ে ৷ তার মধ্যেই কুয়াশার কারণে দেরিতে চলছে 30টি ট্রেন ৷ তিনটি বিমানের গতিপথ অন্যত্র ঘোরানো হয়েছে ৷

নয়ডা, 30 ডিসেম্বর : ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা কম থাকায় দুর্ঘটনার কবলে গাড়ি ৷ মৃত্যু হল 6 জনের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ৷ গুরতর আহত আরও 5 জন ৷

পুলিশ সূত্রে পাওয়া খরব অনুযায়ী, মোট 11 জনই একটি গাড়ি করে সম্ভল থেকে দিল্লি যাচ্ছিল ৷ কিন্তু রবিবার রাতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম থাকায় চালক নিয়ন্ত্রণ হারান ৷ রাস্তার পাশে ক্যানেলে গাড়িটি পড়ে যায় ৷ 11 জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে 6 জনকে মৃত ঘোষণা করা হয় ৷ বাকি 5 জন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ৷

কয়েকদিন ধরের ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে গোটা দিল্লি জুড়ে ৷ তার মধ্যেই কুয়াশার কারণে দেরিতে চলছে 30টি ট্রেন ৷ তিনটি বিমানের গতিপথ অন্যত্র ঘোরানো হয়েছে ৷

Sindhudurg (Maharashtra), Dec 29 (ANI): Prime Minister of Ireland Leo Varadkar visited his ancestral village in Maharashtra's Sindhudurg. It was Leo Varadkar's first visit to his village after becoming Prime Minister. His ancestral village is situated in Malvan tehsil, about 500 km from Mumbai.

Last Updated : Dec 30, 2019, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.