ETV Bharat / bharat

এ যেন পৃথিবীতে অবস্থিত 'এলিয়েনদের গ্রাম'

স্যাটেলাইট ইমেজ অথবা ড্রোন ক্যামেরায় চোখ রেখে এই জায়গাটি দেখলে মনে হবে সবুজ রঙের চাকতি বা পিৎজ়া ৷

Denmarks Garden City
জানা অজানায়
author img

By

Published : Aug 9, 2020, 6:45 AM IST

সবুজ রঙের বিশাল বিশাল চাকতি । ঠিক যেন পিৎজ়া ৷ প্রতিটি পিৎজ়ার টুকরোর মধ্যে রয়েছে একই রকম বিন্যাসের একটি করে বাড়ি । স্যাটেলাইট ইমেজে অথবা ড্রোন ক্যামেরায় চোখ রেখে এই দৃশ্য দেখলে মনে হতে পারে এ যেন এলিয়নদের তৈরি কিছু একটা ৷ এই পৃথিবীর মানুষ এমন কিছু বানাবে তা হয়ত ভাবনাতেও আসবে না ৷ কিন্তু, বাস্তবে মানুষের পক্ষে কি না সম্ভব ! এবার খোলসা করে বলা যাক ৷ আসলে এই অদ্ভুত দর্শন জায়গাটি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ঠিক বাইরে ব্র্যান্ডবি শহরে অবস্থিত । আর পিৎজ়া বা সবুজ চাকতি বলে যেগুলিকে মনে হচ্ছে, সেগুলি আসলে অনেকগুলি বাড়ি দিয়ে তৈরি এক একটি বৃত্ত ৷ গোটা এলাকাটির নাম ব্র্যান্ডবি গার্ডেন সিটি ৷

সবুজের সঙ্গে মানুষের চোখের একটা আলাদা টান রয়েছে । এই গার্ডেন সিটিও সবুজ গাছপালায় ঘেরা ৷ তাই আলাদা করে নজর কাড়ে ৷ কী নেই সেখানে ! রাস্তা । বাড়ি । গাড়ি । মানুষজন ৷ সবই আছে ৷ নেই শুধু শহুরে কোলাহল ৷ এ যেন সবুজে ঘেরা রূপকথার দেশ । রঙ-বেরঙের ফুল । খোলা হাওয়া । চারিদিকে নিস্তব্ধতা, সতেজতা । শাক সবজিও সব নিজেরাই উৎপাদন করে এখানকার বাসিন্দারা ।

Denmarks Garden City
গুগল ম্যাপে এমনই বিন্যাস দেখা যায় ডেনমার্কের গার্ডেন সিটির

এখানে যে বাড়িগুলি দেখা যায় তার আয়তন প্রায় 50 বর্গ মিটার । 1964 সালে তৈরি হয় এই গার্ডেন সিটি । তৈরি করে ব্রন্ডবি পৌর কর্তৃপক্ষ ৷ সেই সময় এলাকাবাসীর অবসর কাটানোর জন্য কিছু একটা করার পরিকল্পনা করছিল । আর সেই থেকেই গার্ডেন সিটি তৈরির পরিকল্পনা । এই বিশেষ বৃত্তাকার বিন্যাস যাঁর মস্তিস্কপ্রসূত, তিনি এরিক মাইজ়িন্ডে । তিনিই এই শহরের স্থাপনা করেন । আর এই অদ্ভুত বৃত্তাকার বিন্যাস তৈরির পিছনেও ছিল বিশেষ কারণ । যাঁরা এখানে থাকবেন, তাঁদের মধ্যে যাতে সামাজিক যোগাযোগ আরও বেশি ঘটে, সে-জন্যই এই বিশেষ বিন্যাস । অষ্টাদশ শতকের ডেনমার্কের গ্রামগুলি এই রকম দেখতে হত । সে-সময়, গ্রামের ঠিক মাঝখানের জায়গাটায় এলাকার লোকেরা জমায়েত করত । সেখান থেকেই থেকেই গার্ডেন সিটির ধারণা ।

গার্ডেন সিটির এই বাড়িগুলি ভাড়াও দেওয়া হয় । মোটামুটি 150 অ্যামেরিকান ডলারে দিতে হয় সেজন্য ৷ গরমের সময়টা, অর্থাৎ এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বাড়িভাড়ার ডিমান্ড থাকে সবথেকে ভালো ৷ কেনা যায় জমিও ৷ তবে সেজন্য গার্ডেন সিটি থেকে 20 কিলোমিটারের মধ্যে স্থায়ী ঠিকানা হওয়া বাধ্যতামূলক ৷

সবুজ রঙের বিশাল বিশাল চাকতি । ঠিক যেন পিৎজ়া ৷ প্রতিটি পিৎজ়ার টুকরোর মধ্যে রয়েছে একই রকম বিন্যাসের একটি করে বাড়ি । স্যাটেলাইট ইমেজে অথবা ড্রোন ক্যামেরায় চোখ রেখে এই দৃশ্য দেখলে মনে হতে পারে এ যেন এলিয়নদের তৈরি কিছু একটা ৷ এই পৃথিবীর মানুষ এমন কিছু বানাবে তা হয়ত ভাবনাতেও আসবে না ৷ কিন্তু, বাস্তবে মানুষের পক্ষে কি না সম্ভব ! এবার খোলসা করে বলা যাক ৷ আসলে এই অদ্ভুত দর্শন জায়গাটি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ঠিক বাইরে ব্র্যান্ডবি শহরে অবস্থিত । আর পিৎজ়া বা সবুজ চাকতি বলে যেগুলিকে মনে হচ্ছে, সেগুলি আসলে অনেকগুলি বাড়ি দিয়ে তৈরি এক একটি বৃত্ত ৷ গোটা এলাকাটির নাম ব্র্যান্ডবি গার্ডেন সিটি ৷

সবুজের সঙ্গে মানুষের চোখের একটা আলাদা টান রয়েছে । এই গার্ডেন সিটিও সবুজ গাছপালায় ঘেরা ৷ তাই আলাদা করে নজর কাড়ে ৷ কী নেই সেখানে ! রাস্তা । বাড়ি । গাড়ি । মানুষজন ৷ সবই আছে ৷ নেই শুধু শহুরে কোলাহল ৷ এ যেন সবুজে ঘেরা রূপকথার দেশ । রঙ-বেরঙের ফুল । খোলা হাওয়া । চারিদিকে নিস্তব্ধতা, সতেজতা । শাক সবজিও সব নিজেরাই উৎপাদন করে এখানকার বাসিন্দারা ।

Denmarks Garden City
গুগল ম্যাপে এমনই বিন্যাস দেখা যায় ডেনমার্কের গার্ডেন সিটির

এখানে যে বাড়িগুলি দেখা যায় তার আয়তন প্রায় 50 বর্গ মিটার । 1964 সালে তৈরি হয় এই গার্ডেন সিটি । তৈরি করে ব্রন্ডবি পৌর কর্তৃপক্ষ ৷ সেই সময় এলাকাবাসীর অবসর কাটানোর জন্য কিছু একটা করার পরিকল্পনা করছিল । আর সেই থেকেই গার্ডেন সিটি তৈরির পরিকল্পনা । এই বিশেষ বৃত্তাকার বিন্যাস যাঁর মস্তিস্কপ্রসূত, তিনি এরিক মাইজ়িন্ডে । তিনিই এই শহরের স্থাপনা করেন । আর এই অদ্ভুত বৃত্তাকার বিন্যাস তৈরির পিছনেও ছিল বিশেষ কারণ । যাঁরা এখানে থাকবেন, তাঁদের মধ্যে যাতে সামাজিক যোগাযোগ আরও বেশি ঘটে, সে-জন্যই এই বিশেষ বিন্যাস । অষ্টাদশ শতকের ডেনমার্কের গ্রামগুলি এই রকম দেখতে হত । সে-সময়, গ্রামের ঠিক মাঝখানের জায়গাটায় এলাকার লোকেরা জমায়েত করত । সেখান থেকেই থেকেই গার্ডেন সিটির ধারণা ।

গার্ডেন সিটির এই বাড়িগুলি ভাড়াও দেওয়া হয় । মোটামুটি 150 অ্যামেরিকান ডলারে দিতে হয় সেজন্য ৷ গরমের সময়টা, অর্থাৎ এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বাড়িভাড়ার ডিমান্ড থাকে সবথেকে ভালো ৷ কেনা যায় জমিও ৷ তবে সেজন্য গার্ডেন সিটি থেকে 20 কিলোমিটারের মধ্যে স্থায়ী ঠিকানা হওয়া বাধ্যতামূলক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.