ETV Bharat / bharat

নোটবন্দী তুঘলকি সিদ্ধান্ত, বললেন অমিত মিত্র - economy

অর্থমন্ত্রী বলেন, "আধুনিক উন্নয়নশীল অর্থনীতির ইতিহাসে একটিও এমন ঘটনা পাওয়া যাবে না, যেখানে এই রকম ভ্রান্ত, ইচ্ছামাফিক ও অপরিণত নীতি নিয়ে কোনও দেশ আর্থিক উন্নতি করছে ৷ দেশের অর্থনীতি নোটবন্দীর আগে বার্ষিক 8.1 শতাংশ হারে বৃদ্ধি হচ্ছিল ৷ বিগত ছয় বছরে এই আর্থিক বৃদ্ধির হার কমে দাড়িয়েছে 5 শতাংশে ৷

amit mitra
অমিত মিত্র
author img

By

Published : Nov 28, 2019, 11:59 PM IST


দিল্লি, 28 নভেম্বর : আর্থিক মন্দা নিয়ে কেন্দ্রের সমালোচনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ তিনি বলেন, "নোটবন্দী থেকে শুরু করে GST, একের পর এক তুঘলকি সিদ্ধান্তের জেরেই এই আর্থিক মন্দা ৷"

অর্থমন্ত্রী বলেন, "আধুনিক উন্নয়নশীল অর্থনীতির ইতিহাসে একটিও এমন ঘটনা পাওয়া যাবে না, যেখানে এই রকম ভ্রান্ত, ইচ্ছামাফিক ও অপরিণত নীতি নিয়ে কোনও দেশ আর্থিক উন্নতি করছে ৷ দেশের অর্থনীতি নোটবন্দীর আগে বার্ষিক 8.1 শতাংশ হারে বৃদ্ধি হচ্ছিল ৷ বিগত ছয় বছরে এই আর্থিক বৃদ্ধির হার কমে দাড়িয়েছে 5 শতাংশে ৷ নোটবন্দী দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ৷ তার সাত মাসের মধ্যেই দ্বিতীয় ধাক্কাটি আসে ভারতের অর্থনীতিতে ৷ পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই বাজারে GST প্রণয়ন করায় আবারও থমকে দাড়ায় অর্থনীতি ৷"

অর্থমন্ত্রী বলেন, "নোটবন্দীর কোনও যথাযথ কারণ কেন্দ্র দেখাতে পারেনি ৷ কালো টাকা ফিরিয়ে আনার কথা বললেও তা ফেরৎ আসেনি ৷"

তিনি বলেন, "2017 সালের 1 জুলাই থেকে 17 টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কেন্দ্রে ও রাজ্য করে GST চালু হয়েছিল ৷ কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল রাজ্যগুলি যদি নতুন কর ব্যবস্থার কারণে কোনও ক্ষতির মুখোমুখি হয়, তবে প্রথম পাঁচ বছর কেন্দ্র সেই ক্ষতিপূরণ দেবে ৷ এই ক্ষতিপূরণ প্রতি মাসে মিটিয়ে দেওয়ার কথা ৷ কিন্তু গত অগাস্ট থেকে বকেয়া পড়ে আছে এই ক্ষতিপূরণের অর্থ ৷ সবমিলিয়ে পাঁচ রাজ্যের মোট 10 হাজার টাকা বকেয়া জমে আছে ৷ BJP শাসিত রাজ্যগুলিতেও একই অবস্থা ৷ কিন্তু তারা মুখ খুলছে না ৷" পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে GST কাউন্সিলের বৈঠক ডাকার জন্য চিঠিও লিখেছিলেন বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ৷


দিল্লি, 28 নভেম্বর : আর্থিক মন্দা নিয়ে কেন্দ্রের সমালোচনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ তিনি বলেন, "নোটবন্দী থেকে শুরু করে GST, একের পর এক তুঘলকি সিদ্ধান্তের জেরেই এই আর্থিক মন্দা ৷"

অর্থমন্ত্রী বলেন, "আধুনিক উন্নয়নশীল অর্থনীতির ইতিহাসে একটিও এমন ঘটনা পাওয়া যাবে না, যেখানে এই রকম ভ্রান্ত, ইচ্ছামাফিক ও অপরিণত নীতি নিয়ে কোনও দেশ আর্থিক উন্নতি করছে ৷ দেশের অর্থনীতি নোটবন্দীর আগে বার্ষিক 8.1 শতাংশ হারে বৃদ্ধি হচ্ছিল ৷ বিগত ছয় বছরে এই আর্থিক বৃদ্ধির হার কমে দাড়িয়েছে 5 শতাংশে ৷ নোটবন্দী দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ৷ তার সাত মাসের মধ্যেই দ্বিতীয় ধাক্কাটি আসে ভারতের অর্থনীতিতে ৷ পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই বাজারে GST প্রণয়ন করায় আবারও থমকে দাড়ায় অর্থনীতি ৷"

অর্থমন্ত্রী বলেন, "নোটবন্দীর কোনও যথাযথ কারণ কেন্দ্র দেখাতে পারেনি ৷ কালো টাকা ফিরিয়ে আনার কথা বললেও তা ফেরৎ আসেনি ৷"

তিনি বলেন, "2017 সালের 1 জুলাই থেকে 17 টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কেন্দ্রে ও রাজ্য করে GST চালু হয়েছিল ৷ কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল রাজ্যগুলি যদি নতুন কর ব্যবস্থার কারণে কোনও ক্ষতির মুখোমুখি হয়, তবে প্রথম পাঁচ বছর কেন্দ্র সেই ক্ষতিপূরণ দেবে ৷ এই ক্ষতিপূরণ প্রতি মাসে মিটিয়ে দেওয়ার কথা ৷ কিন্তু গত অগাস্ট থেকে বকেয়া পড়ে আছে এই ক্ষতিপূরণের অর্থ ৷ সবমিলিয়ে পাঁচ রাজ্যের মোট 10 হাজার টাকা বকেয়া জমে আছে ৷ BJP শাসিত রাজ্যগুলিতেও একই অবস্থা ৷ কিন্তু তারা মুখ খুলছে না ৷" পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে GST কাউন্সিলের বৈঠক ডাকার জন্য চিঠিও লিখেছিলেন বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ৷

ZCZC
PRI COM ECO ESPL NAT
.NEWDELHI DCM53
BIZ-MITRA-ECONOMY
Economic slowdown due to wrong policy decisions of NDA govt: West Bengal FM
          New Delhi, Nov 21 (PTI) Launching a scathing attack on the NDA government, West Bengal Finance Minister Amit Mitra on Thursday said the current slowdown is a result of wrong policy decisions like demonetisation and hasty implementation of GST.
          "In the modern history of development economics, there has never been a case where wrong policy, arbitrary policy, pre-mature policy led to throwing off the track a growing economy. Economy was growing at 8.1 per cent before demonetisation," he told reporters here.
          Economic growth hit a six-year low of 5 per cent in the first quarter of the current fiscal.
          "Demonetisation was a massive structural attack on foundation of economy. Within seven months comes second policy attack. GST was launched without relevant preparation creating massive problems in the economy," he said.
          Terming demonetisation as "Tughlaki harakiri of wrong policy", he said there was no clear cut justification for it as the government itself changed narrative 17 times during the period.
          "Objective was to bring back black money but nothing happened," he said, adding that cash in the economy has gone up more than the pre-demonetisation levels, indicating higher corruption.
          The pathetic state of the economy is not a business cyclical correction but due to loss of faith and trust, Mitra said.
          The current slowdown is policy induced, he said, adding the government has to look at broken trust and faith.
          Expressing concern over delay in GST compensation payments to states, Mitra said the Centre is not following cooperative federalism but uncooperative federalism.
          When the Goods and Service Tax (GST) subsumed 17 different central and state levies from July 1, 2017, states were promised that they will be compensated for any loss of tax revenues for five years due to the introduction of the new levy.
          The compensation was to be paid on a monthly basis but the same has not bee released so far for the months of August and September and that of October would be due soon, he said.
          In all, some Rs 10,000 crore is due to five states, Mitra said, adding BJP-ruled states too would not have got compensation but they have not yet spoken about it.
          "It cannot happen that one state will get and other would be denied. If one state gets, means all will get," he added.
          Mitra also said he has written to Union Finance Minister Nirmala Sitharaman urging her to urgently hold a GST Council meeting on the issue of falling revenue collections and rising frauds under the new tax regime. PTI DP CS
ABM
11212147
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.