ETV Bharat / bharat

মহারাষ্ট্রে দ্বিগুণ হারে বাড়ছে রেমডেসিভির ইনজেকশনের চাহিদা - Demand of Remdesivir has doubled

মহারাষ্ট্রে বাড়ছে আক্রান্তের সংখ্যা । পাশাপাশি রেমডেসিভির ইনজেকশনের চাহিদাও দ্বিগুণ হারে বাড়ছে ।

Ramdesivir injection
Ramdesivir injection
author img

By

Published : Sep 29, 2020, 10:01 PM IST

মুম্বই, 29 সেপ্টেম্বর : দেশের কোরোনা আক্রান্ত রাজ্য গুলির মধ্যে এখনও মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । সোমবার পর্যন্ত রাজ্যে মত আক্রান্তের সংখ্যা ছিল 13, 51, 153 জন । নতুন করে আক্রান্ত হয় 11, 921 জন । মৃত্যু হয় 180 জনের । সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 35,751 ।

আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মহারাষ্ট্রে রেমডেসিভির ইনজেকশনের চাহিদাও দ্বিগুণ হারে বেড়েছে । এই মুহূর্তে প্রতিদিন 21,000 ইউনিট ইনজেকশন প্রয়োজন ।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (FDA) যুগ্ম কমিশনার যুগল কিশোর মন্ত্রি ETV ভারতকে জানান, সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত রাজ্যে প্রতিদিন 9000 ইনজেকশন লাগত । কিন্তু 20 তারিখের পর থেকে গড়ে প্রতিদিন 21,000 ইনজেকশনের প্রয়োজন পড়ছে । এর মানে সংকটজনক রোগীর সংখ্যা বাড়ছে । যেটা উদ্বেগের বিষয় । যদিও FDA-এর দাবি, ইনজেকশনের পর্যাপ্ত স্টক রয়েছে । সমস্যা হবে না ।

যদিও কোরোনা আক্রান্ত রোগীদের পরিজনরা জানান, রেমডেসিভির ইনজেকশনের চাহিদা বাড়ায় হয়রানি বাড়ছে । অজিত দেশমুখ নামে জনৈক ব্যক্তি বলেন, " আমি দু'ঘণ্টা ধরে রেমডেসিভির ইনজেকশনের খোঁজ করছি । দেশের মধ্যে 8টি দোকানে স্টক নেই । শেষে পুনা হাসপাতাল থেকে নিয়ে এসেছি ।"

অন্যদিকে ওষুধের দোকানের মালিক রোশান জৈন জানাচ্ছেন, " আমাদের স্টকে ইনজেকশন নেই । আমরা ইতিমধ্যেই অর্ডার প্লেস করেছি । প্রায় 100 জন রোগী এই ইনজেকশনের জন্য ওয়েটিং লিস্টে আছেন । তবে প্রেসক্রিপশন ছাড়া আমরা কাউকে ওষুধ দিচ্ছি না । "

ইতিমধ্যেই ব্ল্যাক মার্কেটে এই ইনজেকশন চড়া দামে বিক্রির অভিযোগ সামনে এসেছে । মহারাষ্ট্র সরকার সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাছে পর্যাপ্ত পরিমাণ ইনজেকশন সরবরাহের আবেদন জানিয়েছে । পাশাপাশি সরকারের তরফে দামও নির্দিষ্ট করা হয়েছে । প্রতি ডোজ 2200 টাকা । চাহিদা মেটাতে 6 টি ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে প্রতিদিন 30,000 ইনজেকশন অর্ডার করা হয়েছে । অতিরিক্ত স্টক জেলায় পাঠানো হবে ।

মুম্বই, 29 সেপ্টেম্বর : দেশের কোরোনা আক্রান্ত রাজ্য গুলির মধ্যে এখনও মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । সোমবার পর্যন্ত রাজ্যে মত আক্রান্তের সংখ্যা ছিল 13, 51, 153 জন । নতুন করে আক্রান্ত হয় 11, 921 জন । মৃত্যু হয় 180 জনের । সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 35,751 ।

আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মহারাষ্ট্রে রেমডেসিভির ইনজেকশনের চাহিদাও দ্বিগুণ হারে বেড়েছে । এই মুহূর্তে প্রতিদিন 21,000 ইউনিট ইনজেকশন প্রয়োজন ।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (FDA) যুগ্ম কমিশনার যুগল কিশোর মন্ত্রি ETV ভারতকে জানান, সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত রাজ্যে প্রতিদিন 9000 ইনজেকশন লাগত । কিন্তু 20 তারিখের পর থেকে গড়ে প্রতিদিন 21,000 ইনজেকশনের প্রয়োজন পড়ছে । এর মানে সংকটজনক রোগীর সংখ্যা বাড়ছে । যেটা উদ্বেগের বিষয় । যদিও FDA-এর দাবি, ইনজেকশনের পর্যাপ্ত স্টক রয়েছে । সমস্যা হবে না ।

যদিও কোরোনা আক্রান্ত রোগীদের পরিজনরা জানান, রেমডেসিভির ইনজেকশনের চাহিদা বাড়ায় হয়রানি বাড়ছে । অজিত দেশমুখ নামে জনৈক ব্যক্তি বলেন, " আমি দু'ঘণ্টা ধরে রেমডেসিভির ইনজেকশনের খোঁজ করছি । দেশের মধ্যে 8টি দোকানে স্টক নেই । শেষে পুনা হাসপাতাল থেকে নিয়ে এসেছি ।"

অন্যদিকে ওষুধের দোকানের মালিক রোশান জৈন জানাচ্ছেন, " আমাদের স্টকে ইনজেকশন নেই । আমরা ইতিমধ্যেই অর্ডার প্লেস করেছি । প্রায় 100 জন রোগী এই ইনজেকশনের জন্য ওয়েটিং লিস্টে আছেন । তবে প্রেসক্রিপশন ছাড়া আমরা কাউকে ওষুধ দিচ্ছি না । "

ইতিমধ্যেই ব্ল্যাক মার্কেটে এই ইনজেকশন চড়া দামে বিক্রির অভিযোগ সামনে এসেছে । মহারাষ্ট্র সরকার সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাছে পর্যাপ্ত পরিমাণ ইনজেকশন সরবরাহের আবেদন জানিয়েছে । পাশাপাশি সরকারের তরফে দামও নির্দিষ্ট করা হয়েছে । প্রতি ডোজ 2200 টাকা । চাহিদা মেটাতে 6 টি ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে প্রতিদিন 30,000 ইনজেকশন অর্ডার করা হয়েছে । অতিরিক্ত স্টক জেলায় পাঠানো হবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.