ETV Bharat / bharat

গত বছরের তুলনায় দীপাবলিতে দূষণ কমেছে দিল্লিতে

এবছরের পরিস্থিতি আগের বছরের থেকে ভালো বলেই জানাচ্ছেন পরিবেশবিদরা ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 27, 2019, 2:42 PM IST

Updated : Oct 27, 2019, 3:05 PM IST

দিল্লি, 27 অক্টোবর : বাতাসে বিষ দিল্লির । দীপাবলির আগের রাতে বাতাসের গুণগত মান আরও খারাপ, জানিয়েছেন পরিবেশবিদরা । কিন্তু এবছরের পরিস্থিতি আগের বছরের থেকে একটু ভালো বলেই জানাচ্ছেন তাঁরা ।

সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) থেকে জানানো হয়েছে খুব কম সময়ের জন্য আজ দীপাবলির রাতে দিল্লি ও দিল্লি সংলগ্ন এলাকার বাতাসের অবস্থা খুব খারাপ হবে । কিন্তু গতবারের মতো মারাত্মক আকার নেবে না ।

দীপাবলির আগেই বাতাসের গুণগত মান খারাপ হতে শুরু করেছিল দিল্লিতে । অক্টোবর মাসে দু'বার "খুব খারাপ" পরিস্থিতির দোরগোড়ায় রাজধানী । ভোরবেলা থেকেই কুয়াশা আর দূষণ মিলে গতকাল এক ঘোলাটে দিন দেখে রাজধানী । আজও পরিস্থিতি একই রকম ছিল ।

দূষণসূচক বেঁধে দেওয়া মাত্রা দীপাবলির আগেই অতিক্রম হয়ে গেছিল । বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া পরিমাপের 20 শতাংশ বেশি দূষিত দিল্লির বাতাস । পরিস্থিতি এমন যে বায়ুর গুণমান "বিষাক্ত" সূচক ছুঁই ছুঁই । আর দূষণের দিক থেকে দেশের রাজধানী বররাবরই প্রথম, তাই চিন্তায় দিল্লিবাসী । প্রশাসনের তরফ থেকে আতশবাজির বদলে লেজ়ার লাইট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । পরিবেশবিদরা জানিয়েছিল, দিল্লির পরিস্থিতি এমন যে আজ ও কাল যদি আতশবাজি পোড়ানোয় রাশ না টানতে পারে প্রশাসন তাহলে দূষণের চাদরে ঢেকে যাবে রাজধানী ও পার্শ্ববর্তী শহর ।

প্রসঙ্গত, গত বছর দূষণ এড়াতে নির্দিষ্ট পার্ক বা এলাকায় "সেফ অ্যান্ড গ্রিন" আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল । তবে, সেক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা । কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যায়নি দূষণ ।এবছরও যেসকল পদক্ষেপ নিয়েছে প্রশাসন, তাতে দূষণ নিয়ন্ত্রণ হয় কি না সেটাই দেখার ।

দিল্লি, 27 অক্টোবর : বাতাসে বিষ দিল্লির । দীপাবলির আগের রাতে বাতাসের গুণগত মান আরও খারাপ, জানিয়েছেন পরিবেশবিদরা । কিন্তু এবছরের পরিস্থিতি আগের বছরের থেকে একটু ভালো বলেই জানাচ্ছেন তাঁরা ।

সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) থেকে জানানো হয়েছে খুব কম সময়ের জন্য আজ দীপাবলির রাতে দিল্লি ও দিল্লি সংলগ্ন এলাকার বাতাসের অবস্থা খুব খারাপ হবে । কিন্তু গতবারের মতো মারাত্মক আকার নেবে না ।

দীপাবলির আগেই বাতাসের গুণগত মান খারাপ হতে শুরু করেছিল দিল্লিতে । অক্টোবর মাসে দু'বার "খুব খারাপ" পরিস্থিতির দোরগোড়ায় রাজধানী । ভোরবেলা থেকেই কুয়াশা আর দূষণ মিলে গতকাল এক ঘোলাটে দিন দেখে রাজধানী । আজও পরিস্থিতি একই রকম ছিল ।

দূষণসূচক বেঁধে দেওয়া মাত্রা দীপাবলির আগেই অতিক্রম হয়ে গেছিল । বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া পরিমাপের 20 শতাংশ বেশি দূষিত দিল্লির বাতাস । পরিস্থিতি এমন যে বায়ুর গুণমান "বিষাক্ত" সূচক ছুঁই ছুঁই । আর দূষণের দিক থেকে দেশের রাজধানী বররাবরই প্রথম, তাই চিন্তায় দিল্লিবাসী । প্রশাসনের তরফ থেকে আতশবাজির বদলে লেজ়ার লাইট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । পরিবেশবিদরা জানিয়েছিল, দিল্লির পরিস্থিতি এমন যে আজ ও কাল যদি আতশবাজি পোড়ানোয় রাশ না টানতে পারে প্রশাসন তাহলে দূষণের চাদরে ঢেকে যাবে রাজধানী ও পার্শ্ববর্তী শহর ।

প্রসঙ্গত, গত বছর দূষণ এড়াতে নির্দিষ্ট পার্ক বা এলাকায় "সেফ অ্যান্ড গ্রিন" আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল । তবে, সেক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা । কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যায়নি দূষণ ।এবছরও যেসকল পদক্ষেপ নিয়েছে প্রশাসন, তাতে দূষণ নিয়ন্ত্রণ হয় কি না সেটাই দেখার ।

Trichy (TN), Oct 26 (ANI): Boring machine reached at the spot on early hours of October 27 where a 2-year old is stuck in a borewell in Nadukattupatti area of Tamil Nadu's Trichy district. Officials have decided to dig 100 feet from the side of the deep well to rescue Sujith Wilson, who fell into the borewell on October 25. Three staff members from rescue agencies are currently inside the pit. Officials are planning to go through a connecting passage to rescue Sujith. More than six crews from the National Disaster Response Force (NDRF) as well as the State Disaster Response Force have been deployed to rescue the toddler. A medical team is also providing oxygen to the boy from outside the borewell. The toddler apparently fell into the borewell while he was playing near his house.
Last Updated : Oct 27, 2019, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.