ETV Bharat / bharat

বাঙালি মার্কেটের ঘটনায় ফিরছে নিজ়ামউদ্দিন আতঙ্ক

author img

By

Published : Apr 9, 2020, 8:34 PM IST

পুলিশের তরফে জানানো হয়েছে, যে কর্মীরা ওই পেস্ট্রির দোকানের ছাদে থাকত, তাদের সকলকেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে । এদের মধ্যে দু'জনের শরীরে ভাইরাসের সংক্রমণ রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে ।

ছবি
ছবি

দিল্লি, 9 এপ্রিল : হটস্পট তালিকাভুক্ত হওয়ার কারণে গতরাত থেকে বন্ধ হয়ে গেছে রাজধানীর বাঙালি বাজার এলাকা । সঙ্গে বাড়ানো হয়েছিল পুলিশি টহলও । পুলিশের তরফে বারবার জানিয়ে দেওয়া হয়েছিল কোনও দোকান খুললেই নেওয়া হবে কড়া শাস্তিমূলক ব্যবস্থা । আর এরই মধ্যে বাঙালি বাজারের এক পেস্ট্রির দোকানের ছাদে খোঁজ মিলল দোকানেরই 35 জন কর্মীর ।

দোকানের ওই এক চিলতে ছাদেই ঠাসাঠাসি করে রাত কাটাত কর্মীরা । কোনওরকম সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই কর্মীদের সেখানে রেখে দেওয়া হয়েছিল । মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে ইতিমধ্যেই ওই দোকানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । পুলিশের তরফে জানানো হয়েছে, যে কর্মীরা ওই পেস্ট্রির দোকানের ছাদে থাকত, তাদের সকলকেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে । এদের মধ্যে দু'জনের শরীরে ভাইরাসের সংক্রমণ রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে । তবে এই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি দিল্লি স্বাস্থ্য দপ্তর ।

এদিকে পেস্ট্রির দোকানের মালিকের দাবি, লকডাউনে আটকে পড়া অসহায় শ্রমিকদের সাহায্য করতেই এই ব্যবস্থা । অন্য একটি সূত্রের খবর, ভুল অভিযোগ আনার জন্য পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা এনেছে দোকানের মালিক ।

হটস্পট এলাকাগুলি থেকে যাতে কেউ বাইরে না আসে, সে কারণে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছে দিল্লি প্রশাসন । বাড়ি বাড়ি পণ্যের হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে । দিল্লি পুলিশের তরফেও বারবার এই নিয়ে সতর্ক করা হয়েছে । এরপরেও এমনভাবে 35 জনের একসঙ্গে থাকার ঘটনায় ফের নতুন বাড়ছে আশঙ্কা । নিজ়ামউদ্দিনের মতো ঘটনার পরেও কীভাবে লকডাউনকে এতটা অবহেলা করছে সমাজের একটা শ্রেণির মানুষ? উঠছে প্রশ্ন ।

দিল্লি, 9 এপ্রিল : হটস্পট তালিকাভুক্ত হওয়ার কারণে গতরাত থেকে বন্ধ হয়ে গেছে রাজধানীর বাঙালি বাজার এলাকা । সঙ্গে বাড়ানো হয়েছিল পুলিশি টহলও । পুলিশের তরফে বারবার জানিয়ে দেওয়া হয়েছিল কোনও দোকান খুললেই নেওয়া হবে কড়া শাস্তিমূলক ব্যবস্থা । আর এরই মধ্যে বাঙালি বাজারের এক পেস্ট্রির দোকানের ছাদে খোঁজ মিলল দোকানেরই 35 জন কর্মীর ।

দোকানের ওই এক চিলতে ছাদেই ঠাসাঠাসি করে রাত কাটাত কর্মীরা । কোনওরকম সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই কর্মীদের সেখানে রেখে দেওয়া হয়েছিল । মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে ইতিমধ্যেই ওই দোকানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । পুলিশের তরফে জানানো হয়েছে, যে কর্মীরা ওই পেস্ট্রির দোকানের ছাদে থাকত, তাদের সকলকেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে । এদের মধ্যে দু'জনের শরীরে ভাইরাসের সংক্রমণ রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে । তবে এই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি দিল্লি স্বাস্থ্য দপ্তর ।

এদিকে পেস্ট্রির দোকানের মালিকের দাবি, লকডাউনে আটকে পড়া অসহায় শ্রমিকদের সাহায্য করতেই এই ব্যবস্থা । অন্য একটি সূত্রের খবর, ভুল অভিযোগ আনার জন্য পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা এনেছে দোকানের মালিক ।

হটস্পট এলাকাগুলি থেকে যাতে কেউ বাইরে না আসে, সে কারণে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছে দিল্লি প্রশাসন । বাড়ি বাড়ি পণ্যের হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে । দিল্লি পুলিশের তরফেও বারবার এই নিয়ে সতর্ক করা হয়েছে । এরপরেও এমনভাবে 35 জনের একসঙ্গে থাকার ঘটনায় ফের নতুন বাড়ছে আশঙ্কা । নিজ়ামউদ্দিনের মতো ঘটনার পরেও কীভাবে লকডাউনকে এতটা অবহেলা করছে সমাজের একটা শ্রেণির মানুষ? উঠছে প্রশ্ন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.