দিল্লি, 27 অক্টোবর : জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার পড়ুয়া আসিফ ইকবাল তানহার জামিনের আবেদন খারিজ করল দিল্লি আদালত । ফেব্রুয়ারি মাসে দিল্লির হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসিফকে গ্রেপ্তার করে পুলিশ ।
অতিরিক্ত সেশন জাজ অমিতাভ রাওয়াত তাঁঁর নির্দেশে বলেন, “আসিফের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার ভিত্তি রয়েছে । প্রাথমিকভাবে সেগুলি সত্যি বলে মনে করা হচ্ছে ।”
গত 24 ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনা ঘটে । নাগরিকত্ব বিলের বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে । সেখান থেকে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়ে । ঘটনায় 53 জনের মৃত্যু হয় । প্রায় 200 জন আহত হন । হিংসার ঘটনায় জঙ্গি যোগেরও অভিযোগ ওঠে ।