ETV Bharat / bharat

বাতাসে বিষ, এখনও আপৎকালীন ব্যবস্থা জারি দিল্লিতে - দিল্লি দূষণ

বাতাসের গুণগত মান এখনও বিপজ্জনক ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে আপৎকালীন ব্যবস্থাও জারি করা হয়েছে ৷ বাতাসের গুণগত পরিমাণের সূচকের তথ্য অনুসারে, দিল্লির লোধি এলাকায় বাতাসের গুণগত মান 'বিপজ্জনক' বিভাগে রয়েছে ৷

delhi pollution
author img

By

Published : Nov 2, 2019, 9:54 AM IST

Updated : Nov 2, 2019, 10:40 AM IST

দিল্লি, 2 নভেম্বর : ধোঁয়াশার আচ্ছাদনে ছেয়ে রয়েছে দিল্লির আকাশ ৷ বাতাসের গুণগত মান এখনও বিপজ্জনক ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে আপৎকালীন ব্যবস্থাও জারি করা হয়েছে ৷

  • Major pollutants PM 2.5 at 500 & PM 10 at 500 remain in 'severe' category in Lodhi Road area, according to Air Quality Index data. Yesterday, Environment Pollution (Prevention&Control) Authority declared public health emergency in Delhi due to rising air pollution levels. pic.twitter.com/K8ZWjRCHPi

    — ANI (@ANI) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাতাসের গুণগত পরিমাণের সূচকের তথ্য অনুসারে, দিল্লির লোধি এলাকায় বাতাসের গুণগত মান 'বিপজ্জনক' বিভাগে রয়েছে ৷ বায়ুদূষণের মাত্রা বৃদ্ধির কারণে গতকাল জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা (পাবলিক হেলথ্‌ এমারজেন্সি) ঘোষণা করা হয়েছে ৷

  • Delhi: Thick smog continues to cover sky, air quality continues to remain in 'Severe' category; Visuals from Rajpath and Signature Bridge pic.twitter.com/m3qhE3MieV

    — ANI (@ANI) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গাজ়িয়াবাদের ইন্দিরাপুরমেও বাতাসের গুণগত পরিমাণের সূচকের তথ্য অনুযায়ী, মাত্রা রয়েছে বিপজ্জনক বিভাগে ৷ জারি রয়েছে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ৷ বাইরে বেরোলেই মুখে মাস্ক পরছেন ইন্দিরাপুরমের বাসিন্দারা ৷

  • Ghaziabad: Locals exercise wearing masks in Indirapuram. A public health emergency has been declared in the Delhi-NCR region due to rising pollution. Air Quality Index (AQI) in Indirapuram is at 449, in 'severe' category'. pic.twitter.com/bu1iBSLbc4

    — ANI UP (@ANINewsUP) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি গতকাল টুইট করেন, 'প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ফলে তৈরি ধোঁয়ার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ৷' দূষণের মাত্রা বাড়তে থাকায় দিল্লির সমস্ত স্কুলগুলিকেও 5 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ৷

দূষণের কারণে দিল্লির মাটিতে ভারত বনাম বাংলাদেশ প্রথম T20 ম্যাচ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল ৷ কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, এব্যাপারে এখন আর কিছু করার নেই ৷

দিল্লি, 2 নভেম্বর : ধোঁয়াশার আচ্ছাদনে ছেয়ে রয়েছে দিল্লির আকাশ ৷ বাতাসের গুণগত মান এখনও বিপজ্জনক ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে আপৎকালীন ব্যবস্থাও জারি করা হয়েছে ৷

  • Major pollutants PM 2.5 at 500 & PM 10 at 500 remain in 'severe' category in Lodhi Road area, according to Air Quality Index data. Yesterday, Environment Pollution (Prevention&Control) Authority declared public health emergency in Delhi due to rising air pollution levels. pic.twitter.com/K8ZWjRCHPi

    — ANI (@ANI) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাতাসের গুণগত পরিমাণের সূচকের তথ্য অনুসারে, দিল্লির লোধি এলাকায় বাতাসের গুণগত মান 'বিপজ্জনক' বিভাগে রয়েছে ৷ বায়ুদূষণের মাত্রা বৃদ্ধির কারণে গতকাল জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা (পাবলিক হেলথ্‌ এমারজেন্সি) ঘোষণা করা হয়েছে ৷

  • Delhi: Thick smog continues to cover sky, air quality continues to remain in 'Severe' category; Visuals from Rajpath and Signature Bridge pic.twitter.com/m3qhE3MieV

    — ANI (@ANI) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গাজ়িয়াবাদের ইন্দিরাপুরমেও বাতাসের গুণগত পরিমাণের সূচকের তথ্য অনুযায়ী, মাত্রা রয়েছে বিপজ্জনক বিভাগে ৷ জারি রয়েছে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ৷ বাইরে বেরোলেই মুখে মাস্ক পরছেন ইন্দিরাপুরমের বাসিন্দারা ৷

  • Ghaziabad: Locals exercise wearing masks in Indirapuram. A public health emergency has been declared in the Delhi-NCR region due to rising pollution. Air Quality Index (AQI) in Indirapuram is at 449, in 'severe' category'. pic.twitter.com/bu1iBSLbc4

    — ANI UP (@ANINewsUP) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি গতকাল টুইট করেন, 'প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ফলে তৈরি ধোঁয়ার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ৷' দূষণের মাত্রা বাড়তে থাকায় দিল্লির সমস্ত স্কুলগুলিকেও 5 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ৷

দূষণের কারণে দিল্লির মাটিতে ভারত বনাম বাংলাদেশ প্রথম T20 ম্যাচ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল ৷ কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, এব্যাপারে এখন আর কিছু করার নেই ৷

Suryapet (Telangana), Nov 1 (ANI): A brawl took place between bride and groom family members at marriage celebrations on procession issue in Telangana. A heated argument took place between the family members which turned into violence with both sides attacking each other with chairs. Immediately after receiving information police rushed to the spot. At least three people from both sides received severe injuries and were admitted to the hospital.

Last Updated : Nov 2, 2019, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.