ETV Bharat / bharat

পুলিশের সহায়তায় বিয়ে করতে গেলেন বর - গান্ধিনগর

বরযাত্রী হিসেবে চারজনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন । কিন্তু লকডাউন চলায় আটকে পড়েন । সাহায্যে এগিয়ে আসে পুলিশ । পৌঁছে দেন বিয়েবাড়িতে ।

Gandhinagar Police
গান্ধিনগর পুলিশ
author img

By

Published : Apr 27, 2020, 11:09 AM IST

দিল্লি, 27 এপ্রিল : বিয়ে করতে যাবেন । তাই বরযাত্রী হিসেবে চারজনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন । নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তাঁরা । কিন্তু লকডাউন চলায় আটকে পড়েন । সাহায্যে এগিয়ে আসে পুলিশ । পৌঁছে দেন গন্তব্যে ।

গান্ধিনগরের বাসিন্দা হিমাংশু । বিয়ে করতে যাবেন পূর্ব দিল্লির উসমানপুরের পুস্থায় । তাই নিজেদের গাড়িতে বরযাত্রী হিসেবে চারজনকে নিয়ে বেরিয়েছিলেন । কিন্তু লকডাউন চলায় মাঝরাস্তায় আটকে পড়েন । পরে গান্ধিনগরের এক স্থানীয় সেখানকার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সিদ্ধার্থ জৈনকে ফোন করে বিয়ের বিষয়ে জানান । একইসঙ্গে তাঁর কাছে সাহায্যের আর্জি জানান ।

ফোনে বিয়ের বিষয়ে জানার পর পুলিশ আধিকারিকদের গান্ধিনগরের ওই পরিবারকে সাহায্য করার নির্দেশ দেন । গান্ধিনগর থেকে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দিতে বলেন । একইসঙ্গে জানিয়ে দেন, এই পুরো কাজে যেন সামাজিক দূরত্ব বজায় রাখা হয় । সেইমতোই বর ও বরযাত্রীকে উসমানপুরের পুস্থায় বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দেওয়া হয় ।

দিল্লি, 27 এপ্রিল : বিয়ে করতে যাবেন । তাই বরযাত্রী হিসেবে চারজনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন । নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তাঁরা । কিন্তু লকডাউন চলায় আটকে পড়েন । সাহায্যে এগিয়ে আসে পুলিশ । পৌঁছে দেন গন্তব্যে ।

গান্ধিনগরের বাসিন্দা হিমাংশু । বিয়ে করতে যাবেন পূর্ব দিল্লির উসমানপুরের পুস্থায় । তাই নিজেদের গাড়িতে বরযাত্রী হিসেবে চারজনকে নিয়ে বেরিয়েছিলেন । কিন্তু লকডাউন চলায় মাঝরাস্তায় আটকে পড়েন । পরে গান্ধিনগরের এক স্থানীয় সেখানকার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সিদ্ধার্থ জৈনকে ফোন করে বিয়ের বিষয়ে জানান । একইসঙ্গে তাঁর কাছে সাহায্যের আর্জি জানান ।

ফোনে বিয়ের বিষয়ে জানার পর পুলিশ আধিকারিকদের গান্ধিনগরের ওই পরিবারকে সাহায্য করার নির্দেশ দেন । গান্ধিনগর থেকে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দিতে বলেন । একইসঙ্গে জানিয়ে দেন, এই পুরো কাজে যেন সামাজিক দূরত্ব বজায় রাখা হয় । সেইমতোই বর ও বরযাত্রীকে উসমানপুরের পুস্থায় বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.