দিল্লি, 29 অক্টোবর : আম আদমি পার্টির 4 বিধায়ক ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করল দিল্লি পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়াই স্যানিটেশনের কাজে বেসরকারিকরণের পরিকল্পনার প্রতিবাদে আন্দোলনে নামার অভিযোগে তাঁদের বিরুদ্ধে FIR করা হয়েছে ৷
এই ইশুতে 1000 থেকে 1,500 মতো মানুষকে নিয়ে সিভিক সেন্টারের সামনে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন AAP নেতা দুর্গেশ পাঠক ৷ অনুমতি ছাড়াই তাঁরা প্রতিবাদে শামিল হন। তাছাড়া সামাজিক দূরত্বের বিধি তাঁরা মানেননি। এমনকী মাস্কও পরেননি। একটি সংবাদসংস্থাকে এমনই জানিয়েছে দিল্লি পুলিশ।
আন্দোলনে কোণ্ডলির বিধায়ক কুলদীপ মনু, শালিমারবাগের বিধায়ক বন্দনা কুমারী, মডেল টাউনের বিধায়ক অখিলেশ ত্রিপাঠী ও ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত মাহলিয়ানও অংশ নিয়েছিলেন ৷ আন্দোলনকারীদের থামাতে গিয়ে ACP কমলা মার্কেট-সহ 9 জন পুলিশকর্মী জখম হন ৷ এরপরই তাঁদের বিরুদ্ধে দিল্লি পুলিশ IPC - র 186, 188, 353, 269 ও 270 ধারা ও এপিডেমিক অ্যাক্টের সেকশন 3 - তে FIR দায়ের করে ৷