ETV Bharat / bharat

ইন্ডিয়া গেটের কাছে ড্রোন ওড়ানোয় ইউটিউবারকে গ্রেপ্তার

author img

By

Published : Oct 11, 2020, 8:52 PM IST

রাষ্ট্রপতি ভবনের আশেপাশে পাঁচ কিলোমিটার পর্যন্ত কোনও ফ্লাই জ়োন নেই । তাঁর মধ্যে ড্রোন ওড়ানোই পুলিশ তিনটে ছেলেকে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে পুলিশ ড্রোন, রিমোট কন্ট্রোল এবং মেমরি কার্ড বাজেয়াপ্ত করেছে ।

দিল্লির খবর
দিল্লির খবর

দিল্লি, 11 অক্টোবর : রাজধানী দিল্লির অত্যন্ত সংবেদনশীল এলাকা হল ইন্ডিয়া গেট ও তার আশেপাশের এলাকা । সেখানে গতকাল ড্রোন উড়তে দেখে পুলিশ তিনটে ছেলেকে গ্রেপ্তার করে । ভিডিয়ো রেকর্ড করার সময় PCR এবং স্থানীয় পুলিশ তাঁদের ধরে ফেলে এবং হেপাজতে নেওয়া হয় ।

ইন্ডিয়া গেট এলাকায় ড্রোন ওড়ার খবর পেয়ে নিরাপত্তা সংস্থাগুলি তৎপর হয়ে ওঠে । গোয়েন্দা ব্যুরো এবং বিশেষ সেল টিম এই ছেলেদের কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে । তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং পরে জামিনে মুক্তি দেওয়া হয় । তাদের কাছ থেকে পুলিশ ড্রোন, রিমোট কন্ট্রোল এবং মেমরি কার্ড বাজেয়াপ্ত করেছে ।

এ প্রসঙ্গে দিল্লির DCP ড. ইশ সিংহাল বলেন, "গ্রেপ্তার হওয়া ছেলেগুলি ইউটিউবার্স । তাদের চ্যানেলের জন্য ভিডিয়োর শুটিং করছিল । পুলিশ এই মর্মে মামলা দায়ের করেছে ।

রাষ্ট্রপতি ভবনের আশেপাশে পাঁচ কিলোমিটার পর্যন্ত কোনও ফ্লাই জ়োন নেই । তাঁর মধ্যে ড্রোন ওড়ানোই ওই তিন ছেলেকে হেপাজতে নেওয়ার পর IB ও স্পেশাল সেল তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে । অভিযুক্ত ধর্মেন্দ্র, চরণজিৎ সিং এবং তাঁর ছোট ভাই জানায়, ধর্মেন্দ্রের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তাঁরা ইউটিউবে ভিডিয়ো আপলোড করে কেবলমাত্র বিনোদনের জন্য । সেই কারণে ড্রোন ওড়াতে এসেছিল ।

দিল্লি, 11 অক্টোবর : রাজধানী দিল্লির অত্যন্ত সংবেদনশীল এলাকা হল ইন্ডিয়া গেট ও তার আশেপাশের এলাকা । সেখানে গতকাল ড্রোন উড়তে দেখে পুলিশ তিনটে ছেলেকে গ্রেপ্তার করে । ভিডিয়ো রেকর্ড করার সময় PCR এবং স্থানীয় পুলিশ তাঁদের ধরে ফেলে এবং হেপাজতে নেওয়া হয় ।

ইন্ডিয়া গেট এলাকায় ড্রোন ওড়ার খবর পেয়ে নিরাপত্তা সংস্থাগুলি তৎপর হয়ে ওঠে । গোয়েন্দা ব্যুরো এবং বিশেষ সেল টিম এই ছেলেদের কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে । তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং পরে জামিনে মুক্তি দেওয়া হয় । তাদের কাছ থেকে পুলিশ ড্রোন, রিমোট কন্ট্রোল এবং মেমরি কার্ড বাজেয়াপ্ত করেছে ।

এ প্রসঙ্গে দিল্লির DCP ড. ইশ সিংহাল বলেন, "গ্রেপ্তার হওয়া ছেলেগুলি ইউটিউবার্স । তাদের চ্যানেলের জন্য ভিডিয়োর শুটিং করছিল । পুলিশ এই মর্মে মামলা দায়ের করেছে ।

রাষ্ট্রপতি ভবনের আশেপাশে পাঁচ কিলোমিটার পর্যন্ত কোনও ফ্লাই জ়োন নেই । তাঁর মধ্যে ড্রোন ওড়ানোই ওই তিন ছেলেকে হেপাজতে নেওয়ার পর IB ও স্পেশাল সেল তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে । অভিযুক্ত ধর্মেন্দ্র, চরণজিৎ সিং এবং তাঁর ছোট ভাই জানায়, ধর্মেন্দ্রের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তাঁরা ইউটিউবে ভিডিয়ো আপলোড করে কেবলমাত্র বিনোদনের জন্য । সেই কারণে ড্রোন ওড়াতে এসেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.