ETV Bharat / bharat

লকডাউনে ফিরতে পারেননি বাড়ি, 50 দিন ধরে গাড়িতেই রয়েছেন যুবক

author img

By

Published : May 16, 2020, 12:16 PM IST

লকডাউনে দিল্লি থেকে উত্তরপ্রদেশ ফিরতে পারেননি । ফলে লকডাউনের নির্দেশিকা মেনে গাড়িতেই রয়েছেন সাহানওয়াজ় । রোজ়া পালন করছেন সেখানেই । সরকারের কাছে আর্জি, যদি ইদের আগে বাড়ি পৌঁছে দেওয়া যায় তাঁকে ।

ছবি
ছবি

দিল্লি, 16 মে : কোরোনা সংক্রমণের ভয়ে মুখ ফিরিয়েছেন সকলে । নিজের বোনের বাড়ি থেকেও বিতাড়িত হয়েছেন । উপায় না পেয়ে লকডাউনের নির্দেশিকা মানতে 50 দিন ধরে গাড়িতেই দিন কাটাচ্ছেন যুবক । ঘটনাটি উত্তর-পূর্ব দিল্লির সিলামপুরের ।

উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা সাহানওয়াজ় । দিল্লিতে গাড়ি চালান । থাকতেন বোনের বাড়িতে । লকডাউনের জেরে পরিবহন পরিষেবা বন্ধ । ফলে কাজ নেই তাঁর । রোজগারও নেই । এরই মাঝে জামাইবাবুর সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয় । কোরোনা সংক্রমণের ভয়ে বাড়িতে জায়গা দেননি অন্য আত্মীরাও । এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশও যেতে পারেননি তিনি । অগত্যা নিয়ম মেনে গাড়িতেই 50 দিন ধরে দিন কাটাচ্ছেন সাহানওয়াজ় ।

গাড়িতে থেকেই রোজ়া পালন করছেন সাহানওয়াজ় । সরকারের কাছে আর্জি, যদি ইদের আগে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায় ।

দিল্লি, 16 মে : কোরোনা সংক্রমণের ভয়ে মুখ ফিরিয়েছেন সকলে । নিজের বোনের বাড়ি থেকেও বিতাড়িত হয়েছেন । উপায় না পেয়ে লকডাউনের নির্দেশিকা মানতে 50 দিন ধরে গাড়িতেই দিন কাটাচ্ছেন যুবক । ঘটনাটি উত্তর-পূর্ব দিল্লির সিলামপুরের ।

উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা সাহানওয়াজ় । দিল্লিতে গাড়ি চালান । থাকতেন বোনের বাড়িতে । লকডাউনের জেরে পরিবহন পরিষেবা বন্ধ । ফলে কাজ নেই তাঁর । রোজগারও নেই । এরই মাঝে জামাইবাবুর সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয় । কোরোনা সংক্রমণের ভয়ে বাড়িতে জায়গা দেননি অন্য আত্মীরাও । এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশও যেতে পারেননি তিনি । অগত্যা নিয়ম মেনে গাড়িতেই 50 দিন ধরে দিন কাটাচ্ছেন সাহানওয়াজ় ।

গাড়িতে থেকেই রোজ়া পালন করছেন সাহানওয়াজ় । সরকারের কাছে আর্জি, যদি ইদের আগে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.