ETV Bharat / bharat

নির্ভয়া মামলায় ফাঁসিতে স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন : কাল নির্দেশ দিল্লি হাইকোর্টের - HC order on Centre's plea wednesday

1 ফেব্রুয়ারি নির্ভয়া মামলায় চার সাজাপ্রাপ্তর ফাঁসি হওয়ার কথা ছিল । কিন্তু তাদের মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করায় নির্ধারিত দিনের আগে চারজনেরই ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দেয় পাতিয়ালা হাউজ় কোর্ট । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করে কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ।

Nirbhaya case
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 5, 2020, 12:04 AM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি : নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় চার সাজাপ্রাপ্তের ফাঁসিতে স্থগিতাদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেছিল কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ । এই আবেদনের প্রেক্ষিতে বুধবার নির্দেশ দিতে চলেছে দিল্লি হাইকোর্ট ৷

1 ফেব্রুয়ারি নির্ভয়া মামলায় চার সাজাপ্রাপ্তর ফাঁসি হওয়ার কথা ছিল । কিন্তু তাদের মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করায় নির্ধারিত দিনের আগে চারজনেরই ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দেয় পাতিয়ালা হাউজ় কোর্ট । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করে কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : নির্ভয়ার মাকে চ্যালেঞ্জ আইনজীবীর ‘ ফাঁসি হতে দেবেন না’

এর আগে 2 ফেব্রুয়ারি বিশেষ শুনানি হয়েছিল ৷ কিন্তু দু'পক্ষের বক্তব্য শুনে কোনও নির্দেশ দেওয়া হয়নি দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে ৷

অন্যদিকে আজ নির্ভয়ার বাবা, মা আজ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ৷ কেন্দ্রের আবেদনে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন ৷ নির্ভয়ার বাবা, মায়ের হয়ে আইনজীবী জীতেন্দ্র ঝা বলেন, "সরকারের আবেদনের দ্রুত নিষ্পত্তি করা হোক ৷ তাই আমি বিষয়টি আজ আদালতে তুলে ধরি ৷ "

আরও পড়ুন : নির্ভয়া মামলায় সাজাপ্রাপ্তরা দেশের ধৈর্য নিয়ে খেলছে, দিল্লি হাইকোর্টে বলল কেন্দ্র

এর আগে 31 জানুয়ারি পাতিয়ালা হাউজ় কোর্ট ফাঁসির উপর স্থগিতাদেশ জারি করে ৷ দোষীদের তরফের আইনজীবী এ পি সিং জানিয়েছিলেন, অনির্দিষ্টকালের জন্য পিছল ফাঁসি ৷ আদালতের তরফে মৃত্যুদণ্ডও বাতিল করা হয়েছে ৷ আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি হবে না ৷ এখনও অনেক আবেদন পড়ে আছে ৷

আরও পড়ুন : নির্ভয়া কাণ্ড : অনির্দিষ্টকালের জন্য ফাঁসিতে স্থগিতাদেশ

নিম্ন আদালতের এই রায়ে হতাশ হয়েছিলেন নির্ভয়ার মা ৷ তিনি জানিয়েছিলেন, "তারিখ পিছিয়েছে বলে আমার দুঃখ নেই ৷ তবে, ওই চারজনের আইনজীবী আমাকে আদালতের ভিতর চ্যালেঞ্জ করে বলেন, তাদের ফাঁসি অনির্দিষ্টকালের জন্য হবে না ৷ দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার শুনুক ৷ যদি ফাঁসি পিছোনোরই ছিল তো, সারাদিন সময় নেওয়ার কী ছিল ৷ এরপরও আমি লড়ব ৷"

দিল্লি, 4 ফেব্রুয়ারি : নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় চার সাজাপ্রাপ্তের ফাঁসিতে স্থগিতাদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেছিল কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ । এই আবেদনের প্রেক্ষিতে বুধবার নির্দেশ দিতে চলেছে দিল্লি হাইকোর্ট ৷

1 ফেব্রুয়ারি নির্ভয়া মামলায় চার সাজাপ্রাপ্তর ফাঁসি হওয়ার কথা ছিল । কিন্তু তাদের মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করায় নির্ধারিত দিনের আগে চারজনেরই ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দেয় পাতিয়ালা হাউজ় কোর্ট । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করে কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : নির্ভয়ার মাকে চ্যালেঞ্জ আইনজীবীর ‘ ফাঁসি হতে দেবেন না’

এর আগে 2 ফেব্রুয়ারি বিশেষ শুনানি হয়েছিল ৷ কিন্তু দু'পক্ষের বক্তব্য শুনে কোনও নির্দেশ দেওয়া হয়নি দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে ৷

অন্যদিকে আজ নির্ভয়ার বাবা, মা আজ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ৷ কেন্দ্রের আবেদনে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন ৷ নির্ভয়ার বাবা, মায়ের হয়ে আইনজীবী জীতেন্দ্র ঝা বলেন, "সরকারের আবেদনের দ্রুত নিষ্পত্তি করা হোক ৷ তাই আমি বিষয়টি আজ আদালতে তুলে ধরি ৷ "

আরও পড়ুন : নির্ভয়া মামলায় সাজাপ্রাপ্তরা দেশের ধৈর্য নিয়ে খেলছে, দিল্লি হাইকোর্টে বলল কেন্দ্র

এর আগে 31 জানুয়ারি পাতিয়ালা হাউজ় কোর্ট ফাঁসির উপর স্থগিতাদেশ জারি করে ৷ দোষীদের তরফের আইনজীবী এ পি সিং জানিয়েছিলেন, অনির্দিষ্টকালের জন্য পিছল ফাঁসি ৷ আদালতের তরফে মৃত্যুদণ্ডও বাতিল করা হয়েছে ৷ আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি হবে না ৷ এখনও অনেক আবেদন পড়ে আছে ৷

আরও পড়ুন : নির্ভয়া কাণ্ড : অনির্দিষ্টকালের জন্য ফাঁসিতে স্থগিতাদেশ

নিম্ন আদালতের এই রায়ে হতাশ হয়েছিলেন নির্ভয়ার মা ৷ তিনি জানিয়েছিলেন, "তারিখ পিছিয়েছে বলে আমার দুঃখ নেই ৷ তবে, ওই চারজনের আইনজীবী আমাকে আদালতের ভিতর চ্যালেঞ্জ করে বলেন, তাদের ফাঁসি অনির্দিষ্টকালের জন্য হবে না ৷ দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার শুনুক ৷ যদি ফাঁসি পিছোনোরই ছিল তো, সারাদিন সময় নেওয়ার কী ছিল ৷ এরপরও আমি লড়ব ৷"

Meerut (UP), Feb 04 (ANI): India Under 19 cricket team captain Priyam Garg's father Naresh Garg on Tuesday said the boys will not only win today's semi final match against Pakistan but the team will also lift the World Cup. Adding on it, he further said that he is very happy and proud on his son. He said, "I am very happy and proud. They will not only win against Pakistan but lift the World Cup. I hope that my son will bring back the cup."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.