ETV Bharat / bharat

জামিয়ার জখম পড়ুয়াদের সরকারি খরচে চিকিৎসা হবে না, নির্দেশ দিল্লি হাইকোর্টের - আইনজীবীরা আদালত কক্ষেই "ধিক ধিক" রব তোলেন

রবিবার রাতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর লাঠি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । জখম হয়েছেন একাধিক পড়ুয়া । যাঁদের অনেকেই চিকিৎসাধীন । তাঁদের দুজনের শরীরে বুলেটের ক্ষত রয়েছে । পড়ুয়াদের অনেকের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা । বিষয়টি নিয়ে একাধিক আবেদন জমা পড়েছিল দিল্লি হাইকোর্টে । আবেদনগুলি আজ নাকচ করল দিল্লি হাইকোর্ট ।

delhi
delhi
author img

By

Published : Dec 19, 2019, 8:31 PM IST

দিল্লি , 19 ডিসেম্বর : জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষে জখম পড়ুয়াদের পক্ষে জমা পড়া আবেদনগুলি আজ নাকচ করল দিল্লি হাইকোর্ট । উচ্চ আদালত জানায়, জখম পড়ুয়াদের কোনও 'বিশেষ সুবিধা' দেওয়া হবে না । সেইসময় উপস্থিত আইনজীবীরা আদালত কক্ষেই "ধিক ধিক" রব তোলেন । জখম পড়ুয়াদের সরকারি খরচে চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে অন্তত 6টি আবেদন জমা পড়েছিল আদালতে । কিন্তু সেই আবেদনগুলির শুনানির পর আজ দিল্লি হাইকোর্ট জানিয়েছে, জখম পড়ুয়াদের চিকিৎসার কোনও খরচ দেওয়া হবে না ।


রবিবার রাতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর লাঠি চালানো ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে । পড়ুয়াদের উপর পুলিশ গুলি চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে । ঘটনায় জখম হয়েছেন একাধিক পড়ুয়া । তাঁদের মধ্যে দুজনের দেহে বুলেটের ক্ষত রয়েছে । জখম পড়ুয়াদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন । পড়ুয়াদের অনেকের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা । বিষয়টি নিয়ে একাধিক আবেদন জমা পড়েছিল দিল্লি হাইকোর্টে । আজ শুনানির পর আবেদনগুলি নাকচ করার পাশাপাশি কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিশ পাঠায় উচ্চ আদালত ।


জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গত রবিবার রাতে পড়ুয়া ও শিক্ষকরা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন বলে জানিয়েছেন । সেইসময় ক্যাম্পাসে পুলিশ ঢুকে তাঁদের বিক্ষোভ দমনের চেষ্টা করে । অভিযোগ ওঠে অন্যায়ভাবে লাঠিচার্জের । ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল । প্রায় 100 জন পড়ুয়াকে আটক করে পুলিশ । এই ঘটনার বিরোধিতা করে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও পড়ুয়ারা প্রতিবাদ শুরু করে । সেই রাতেই মশাল জ্বালিয়ে পথে নামে হায়দরাবাদ মৌলনা আজ়াদ উর্দু জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । বিদেশেও বিভিন্ন মহলে এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে । তবে আজ দিল্লি আদালতের এই নির্দেশের পর সরকার পক্ষ কিছুটা স্বস্তিতে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

দিল্লি , 19 ডিসেম্বর : জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষে জখম পড়ুয়াদের পক্ষে জমা পড়া আবেদনগুলি আজ নাকচ করল দিল্লি হাইকোর্ট । উচ্চ আদালত জানায়, জখম পড়ুয়াদের কোনও 'বিশেষ সুবিধা' দেওয়া হবে না । সেইসময় উপস্থিত আইনজীবীরা আদালত কক্ষেই "ধিক ধিক" রব তোলেন । জখম পড়ুয়াদের সরকারি খরচে চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে অন্তত 6টি আবেদন জমা পড়েছিল আদালতে । কিন্তু সেই আবেদনগুলির শুনানির পর আজ দিল্লি হাইকোর্ট জানিয়েছে, জখম পড়ুয়াদের চিকিৎসার কোনও খরচ দেওয়া হবে না ।


রবিবার রাতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর লাঠি চালানো ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে । পড়ুয়াদের উপর পুলিশ গুলি চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে । ঘটনায় জখম হয়েছেন একাধিক পড়ুয়া । তাঁদের মধ্যে দুজনের দেহে বুলেটের ক্ষত রয়েছে । জখম পড়ুয়াদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন । পড়ুয়াদের অনেকের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা । বিষয়টি নিয়ে একাধিক আবেদন জমা পড়েছিল দিল্লি হাইকোর্টে । আজ শুনানির পর আবেদনগুলি নাকচ করার পাশাপাশি কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিশ পাঠায় উচ্চ আদালত ।


জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গত রবিবার রাতে পড়ুয়া ও শিক্ষকরা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন বলে জানিয়েছেন । সেইসময় ক্যাম্পাসে পুলিশ ঢুকে তাঁদের বিক্ষোভ দমনের চেষ্টা করে । অভিযোগ ওঠে অন্যায়ভাবে লাঠিচার্জের । ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল । প্রায় 100 জন পড়ুয়াকে আটক করে পুলিশ । এই ঘটনার বিরোধিতা করে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও পড়ুয়ারা প্রতিবাদ শুরু করে । সেই রাতেই মশাল জ্বালিয়ে পথে নামে হায়দরাবাদ মৌলনা আজ়াদ উর্দু জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । বিদেশেও বিভিন্ন মহলে এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে । তবে আজ দিল্লি আদালতের এই নির্দেশের পর সরকার পক্ষ কিছুটা স্বস্তিতে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

Intro:

सोराज अभियान के आव्हान पर आज लाल किले से शहीदी पार्क तक मार्च को दिल्ली पुलिस की अनुमति नही मिली।
आज सुबह हज़ारों लोग लाल किले पहुंचे जहां दिल्ली पुलिस ने योगेंद्र यादव,कर्नल जय वीर,संदीप दीक्षित,उमर खालिद, नदीम खान,सचेता दे सहित सेकड़ो लोगो को हिरासत में ले लिया।Body:सुनहरी मस्जिद रोड पर हजारों प्रदर्शनकारी जुटे
भारी पुलिस बल मौजूद,हालात को सामान्य रखने को कोशिश
नई दिल्ली

सोराज अभियान के आव्हान पर आज लाल किले से शहीदी पार्क तक मार्च को दिल्ली पुलिस की अनुमति नही मिली।
आज सुबह हज़ारों लोग लाल किले पहुंचे जहां दिल्ली पुलिस ने योगेंद्र यादव,कर्नल जय वीर,संदीप दीक्षित,उमर खालिद, नदीम खान,सचेता दे सहित सेकड़ो लोगो को हिरासत में ले लिया।
सैकड़ो पदर्शनकारी अब भी सुनहरी मस्जिद रोड पर बेठे है जो अपने नेताओ को रहा करने की मांग कर रहे है।
ज़ोहर की नमाज़ के वक़्त प्रदर्शन में शामिल मुसलमानो ने तयम्मुम कर के जमात के साथ नमाज़ अदा की।
मौके पर भारी पुलिस बल मोजूद।है पानी और आंसू गैस को गाड़िया भी खड़ी है।Conclusion:विसुअल्स
पी टी सी

वसी उस्मानी

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.