দিল্লি, 28 ফেব্রুয়ারি: পাঁচদিন কেটে গেলেও দিল্লির পরিবেশ এখন থমথমে ৷তারই মাঝে আজ দিল্লি হিংসা সংক্রান্ত তিনটি আবেদনের শুনানিতে দিল্লি পুলিশ, দিল্লি সরকার ও কেন্দ্রীয় সরকারকে নোটিস দিল হাইকোর্ট ৷ এগুলির মধ্যে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি,আসাদউদ্দিন ওয়াইসি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা ও প্ররোচনা দেওয়ার অভিযোগে FIR দায়েরের আবেদনটিও ছিল ৷
প্রথম পিটিশনটি দায়ের করেছিলেন অজয় গৌতম নামে ব্যক্তি । উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনায় কারা জড়িত তা জানতে বেআইনি ক্রিয়াকলাপ প্রতিরোধ আইনে তদন্তের দাবিতে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি । এদিকে সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়ে উস্কানিমূলক বক্তব্যের জন্য সমাজকর্মী হর্ষ মন্দার, স্বরা ভাস্কর সহ কয়েকজনের বিরুদ্ধে NIA তদন্ত চেয়ে আবেদন করেছিলেন সঞ্জীব কুমার নামে একজন । আর বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, ওয়াইসি ভ্রাতৃদ্বয়, মণীশ সিসোদিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়েরের আবেদন জানিয়ে তৃতীয় পিটিশনটি দায়ের করেছিলেন BJP-র লিগাল সেলের সদস্যরা । এই তিনটি পিটিশন নিয়েই আজ কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিস দিয়েছে হাইকোর্ট । পরবর্তী শুনানি ৩০ এপ্রিল ।দিল্লি হিংসা : সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কার বিরুদ্ধে FIR চেয়ে পিটিশন, কেন্দ্রকে নোটিস হাইকোর্টের
দিল্লি হিংসা সংক্রান্ত তিনটি পিটিশনের ভিত্তিতে নোটিস দিল হাইকোর্ট । আগামী শুনানি 30 এপ্রিল ৷
দিল্লি সরকারকে নোটিশ দিল্লি হাইকোর্টের
দিল্লি, 28 ফেব্রুয়ারি: পাঁচদিন কেটে গেলেও দিল্লির পরিবেশ এখন থমথমে ৷তারই মাঝে আজ দিল্লি হিংসা সংক্রান্ত তিনটি আবেদনের শুনানিতে দিল্লি পুলিশ, দিল্লি সরকার ও কেন্দ্রীয় সরকারকে নোটিস দিল হাইকোর্ট ৷ এগুলির মধ্যে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি,আসাদউদ্দিন ওয়াইসি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা ও প্ররোচনা দেওয়ার অভিযোগে FIR দায়েরের আবেদনটিও ছিল ৷
প্রথম পিটিশনটি দায়ের করেছিলেন অজয় গৌতম নামে ব্যক্তি । উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনায় কারা জড়িত তা জানতে বেআইনি ক্রিয়াকলাপ প্রতিরোধ আইনে তদন্তের দাবিতে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি । এদিকে সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়ে উস্কানিমূলক বক্তব্যের জন্য সমাজকর্মী হর্ষ মন্দার, স্বরা ভাস্কর সহ কয়েকজনের বিরুদ্ধে NIA তদন্ত চেয়ে আবেদন করেছিলেন সঞ্জীব কুমার নামে একজন । আর বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, ওয়াইসি ভ্রাতৃদ্বয়, মণীশ সিসোদিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়েরের আবেদন জানিয়ে তৃতীয় পিটিশনটি দায়ের করেছিলেন BJP-র লিগাল সেলের সদস্যরা । এই তিনটি পিটিশন নিয়েই আজ কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিস দিয়েছে হাইকোর্ট । পরবর্তী শুনানি ৩০ এপ্রিল ।