ETV Bharat / bharat

সুস্থ আছেন চিদম্বরম! জামিনের আবেদন খারিজ দিল্লি আদালতের - INX media scam

INX মিডিয়া মামলায় পি চিদম্বরমের অন্তবর্তী জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট । গত 28 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে আদালতে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা । আজ সেই আবেদন খারিজ করল আদালত ।

P Chidambaram
author img

By

Published : Nov 1, 2019, 10:15 PM IST


দিল্লি, 1 নভেম্বর : চিদম্বরমের অন্তবর্তী জামিনের আবেদন আবার খারিজ করল দিল্লি আদালত । কিডনিতে সমস্যা নিয়ে 28 অক্টোবর চিদম্বরমকে AIIMS হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসার প্রয়োজনে তাঁকে হায়দরাবাদে নিয়ে আসার জন্য অন্তবর্তী জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল । তিনি আদলতকে জানান চিদম্বরমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে । তিনি আরও বলেন, "অন্তত এখন যেন চিদম্বরমকে পরিচ্ছন্ন-সুস্বাস্থ্যকর পরিবেশে রাখা হোক ৷"

চিদম্বরমের শারীরিক অবস্থার খেয়াল রাখার জন্য আদালতের নির্দেশে আগেই 7 সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করে AIIMS । এই মেডিক্যাল বোর্ডের কাজ হল প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার মূল্যায়ন করা । জামিনের আবেদনের পর বোর্ডের কাছে চিদম্বরমের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জানতে চায় দিল্লি আদালত । শারীরিক অবস্থার মূল্যায়ন করে, শুক্রবার আদালতে রিপোর্ট পেশ করে AIIMS মেডিক্যাল বোর্ড । সেই রিপোর্টে চিদম্বরমের শারীরিক অবস্থা সুস্থ ও স্বাভাবিক বলে উল্লেখ করেন তাঁরা । এরপর প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দিল্লি আদালত । সেই সঙ্গে আদালত মেডিক্যাল বোর্ডকে চিদম্বরমের প্রতিদিনের স্বাস্থ্য ও রক্তচাপ পরীক্ষারও নির্দেশ দেয়৷ সেই সঙ্গে মশা থেকে চিদম্বরমের সুরক্ষা এবং আশপাশ পরিষ্কার রাখার জন্য তিহার জেলকে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট ।

21 অগাস্ট পি চিদম্বরমকে গ্রেফতার করে CBI৷ 2007 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন INX মিডিয়াকে 305 কোটি টাকার বিদেশী বিনিয়োগের বেআইনিভাবে অনুমোদন দেওয়ার অভিযোগ পি চিদম্বরমের বিরুদ্ধে ।


দিল্লি, 1 নভেম্বর : চিদম্বরমের অন্তবর্তী জামিনের আবেদন আবার খারিজ করল দিল্লি আদালত । কিডনিতে সমস্যা নিয়ে 28 অক্টোবর চিদম্বরমকে AIIMS হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসার প্রয়োজনে তাঁকে হায়দরাবাদে নিয়ে আসার জন্য অন্তবর্তী জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল । তিনি আদলতকে জানান চিদম্বরমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে । তিনি আরও বলেন, "অন্তত এখন যেন চিদম্বরমকে পরিচ্ছন্ন-সুস্বাস্থ্যকর পরিবেশে রাখা হোক ৷"

চিদম্বরমের শারীরিক অবস্থার খেয়াল রাখার জন্য আদালতের নির্দেশে আগেই 7 সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করে AIIMS । এই মেডিক্যাল বোর্ডের কাজ হল প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার মূল্যায়ন করা । জামিনের আবেদনের পর বোর্ডের কাছে চিদম্বরমের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জানতে চায় দিল্লি আদালত । শারীরিক অবস্থার মূল্যায়ন করে, শুক্রবার আদালতে রিপোর্ট পেশ করে AIIMS মেডিক্যাল বোর্ড । সেই রিপোর্টে চিদম্বরমের শারীরিক অবস্থা সুস্থ ও স্বাভাবিক বলে উল্লেখ করেন তাঁরা । এরপর প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দিল্লি আদালত । সেই সঙ্গে আদালত মেডিক্যাল বোর্ডকে চিদম্বরমের প্রতিদিনের স্বাস্থ্য ও রক্তচাপ পরীক্ষারও নির্দেশ দেয়৷ সেই সঙ্গে মশা থেকে চিদম্বরমের সুরক্ষা এবং আশপাশ পরিষ্কার রাখার জন্য তিহার জেলকে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট ।

21 অগাস্ট পি চিদম্বরমকে গ্রেফতার করে CBI৷ 2007 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন INX মিডিয়াকে 305 কোটি টাকার বিদেশী বিনিয়োগের বেআইনিভাবে অনুমোদন দেওয়ার অভিযোগ পি চিদম্বরমের বিরুদ্ধে ।

Bahraich (Uttar Pradesh), Nov 01 (ANI): The presence of a panther caused environment of fear in Uttar Pradesh's Bahraich district on November 01. The incident took place in Motipur village of Bahraich district. The team of forest department reached at spot to catch the panther. Several people gathered to have a glimpse of the cat family member. More details are awaited in this regard.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.