দিল্লি, 1 নভেম্বর : চিদম্বরমের অন্তবর্তী জামিনের আবেদন আবার খারিজ করল দিল্লি আদালত । কিডনিতে সমস্যা নিয়ে 28 অক্টোবর চিদম্বরমকে AIIMS হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসার প্রয়োজনে তাঁকে হায়দরাবাদে নিয়ে আসার জন্য অন্তবর্তী জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল । তিনি আদলতকে জানান চিদম্বরমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে । তিনি আরও বলেন, "অন্তত এখন যেন চিদম্বরমকে পরিচ্ছন্ন-সুস্বাস্থ্যকর পরিবেশে রাখা হোক ৷"
চিদম্বরমের শারীরিক অবস্থার খেয়াল রাখার জন্য আদালতের নির্দেশে আগেই 7 সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করে AIIMS । এই মেডিক্যাল বোর্ডের কাজ হল প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার মূল্যায়ন করা । জামিনের আবেদনের পর বোর্ডের কাছে চিদম্বরমের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জানতে চায় দিল্লি আদালত । শারীরিক অবস্থার মূল্যায়ন করে, শুক্রবার আদালতে রিপোর্ট পেশ করে AIIMS মেডিক্যাল বোর্ড । সেই রিপোর্টে চিদম্বরমের শারীরিক অবস্থা সুস্থ ও স্বাভাবিক বলে উল্লেখ করেন তাঁরা । এরপর প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দিল্লি আদালত । সেই সঙ্গে আদালত মেডিক্যাল বোর্ডকে চিদম্বরমের প্রতিদিনের স্বাস্থ্য ও রক্তচাপ পরীক্ষারও নির্দেশ দেয়৷ সেই সঙ্গে মশা থেকে চিদম্বরমের সুরক্ষা এবং আশপাশ পরিষ্কার রাখার জন্য তিহার জেলকে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট ।
21 অগাস্ট পি চিদম্বরমকে গ্রেফতার করে CBI৷ 2007 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন INX মিডিয়াকে 305 কোটি টাকার বিদেশী বিনিয়োগের বেআইনিভাবে অনুমোদন দেওয়ার অভিযোগ পি চিদম্বরমের বিরুদ্ধে ।